| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশ্বাসে আজ
অবিশ্বাসের আনাগোনা,
দৃষ্টির সীমানা
জুড়ে; ধূ ধূ মরীচিকা।
আজ নিজেই নিজের শত্রু
নিজেকে দেই ধোঁকা।
বিমুক্ত বিহঙ্গ আজ
মাটিতে লুটায়,
আকাশ ছেয়ে গেছে
শকুনের পাখায়।
দিনের আলোতে শুনি
ঝি ঝি পোকার ডাক,
বুকের মাঝে অনেক কথা
তবু; থেকে যাই নির্বাক।
হয়েছে কি আমার
তা আমি বুঝিনা,
নিজের মাঝে রাখি পুষে
অসহ্য যন্ত্রণা।
কাউকে কিছু জানাবো
সে ইচ্ছেও জাগেনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভ সকাল