| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নন্দিত নন্দিনী
নয় সে তো বন্দিনী।
নতিপতি নটবর
নভশ্চর জলধর
তুচ্ছ সব তার কাছে ,
অপরিমেয় সৌন্দর্য্য
আননে তার জেগে আছে।
পল্লব কিশলয়
ঝরে পড়ে তার পায়।
চলার পথে করে
ছন্দের দ্যোতনা,
মোহিত মধুভৃৎ
শুরু করে লেটোগীত
সাথে তার তাল দেয় ঝর-ঝরণা।
মেঘেরা নীলাকাশে
যায় যারা দূরদেশে,
দেখে হয় নিশ্চল
পাখিরা গুটিয়ে ডানা
হয়ে যায় বিহ্বল।
যামিনী সেও থামেনি
ডাকে সে চাঁদকে
ছায়াও আসে সাথে
তার ছবি আঁকতে।
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
কলমের কালি শেষ বলেছেন: ছোট ছোট চরনের কবিতাটি ভাল লাগল । ![]()
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩
লীন প্রহেলিকা বলেছেন: ছন্দে আপনি দারুন পারদর্শী তা বুঝে নিলাম, আশা করি এমন লেখা আরও পাব। শুভেচ্ছা জানবেন।