নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শুধু তোমারই জন্য\"

েমাঃ আক্তার আলী

AJ-ও ………….

েমাঃ আক্তার আলী › বিস্তারিত পোস্টঃ

শেষ বারের মত

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

হৃদয়ের সব ভালবাসা দিয়ে-

শ্বাশত প্রেমকে স্বাগত জানিয়ে

তোমাকে খুব কাছে আমি পেতে চাই।

আর এ বুকের মাঝে রেখে-

প্রণয় চাদরে ঢেকে

নিজের মত করে সাঁজাতে চাই।

তবে কেন এ পৃথিবী-

আমার ভাবনা সবি

তুলনার ধুলোতে শুধু মিশাতে চাই।

আর স্বপ্নগুলো ভেঙ্গে চুরে-

ছুড়ে ফেলে বহুদূরে

কেন যে আমাকে কাঁদাতে চাই।

তাই নিষ্ঠুর পৃথিবীতে-

চাইনা দুঃখ পেতে,

শত ব্যাথা বেদনাকে সঙ্গি করে

পণিত পৃথিবীকে বিদায় জানিয়ে,

দূরে চলে যেতে চাই।

শুধু শেষ বারের মত-

তোমাকে ভাল-বাসি কত

সে কথা একবার বলে যেতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

লীন প্রহেলিকা বলেছেন: অনুভূতির সচ্ছ প্রকাশ, ভাল লাগলো তবে খুব সাদামাটা মনে হল। শুভকামনা রইল।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাললাগল অনুভূতির সুস্পষ্ট প্রকাশ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.