নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সারমর্ম / সারাংশের নমুনা

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৭

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর,

মানুষের মাঝে স্বর্গ-নরক,মানুষেতে সুরাসুর।

রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,

আত্নগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।

প্রীতি ও প্রেমের পুন্য বাঁধনে যবে মিলি পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুড়েঘরে।



সারমর্মঃ স্বর্গ নরকে কেবল সুদূর পরলোকের ব্যাপার না । ইহকালেও তাদের অস্তিত্ব আছে এবং থাকবে । একজন বিবেগ হীন মানুষ যখন অপকর্মে জরজরিত করে তখনই পৃথিবীতে নরকের বিস্তার ঘটে । আর যদি একজন মানুষ আরেক জন মানুষের সাথে একটি ভাল ও সুসম্পর্ক গড়ে তুলে তখন মনে হবে

পৃথিবীতে সুষামাময় বা স্বর্গীয় অনুচরন চলিতেছে ।



তাই আসুন পৃথিবীতে আমরা মানব সন্তানেরা যত দিন বেঁচে থাকব একটি মানুষ আরেকটি মানুষের সাথে কোন নরকী সম্পর্ক নয় বরং নরকীয় সম্পর্ককে না করি আর সুসম্পর্ককে গড়ে তুলি ।

তবেই যে হবে পৃথিবীতে স্বর্গীয় ও সুখময় জীবন



পোষ্টটি পড়ার পরে অনেকে হয়ত বা আমার উপরে খানিকটা রাগ

হতে পারেন । অনেকের মন খারাপ হতে পারে যে এধরনের পোষ্টটের মানে কি আর এই প্রশ্নটা আমারো মাঝে মাঝে মনের দরজাতে এসে দাড়ায় এই কারনে আসলে আমরা যে ভাবে বেঁচে

আছি এতাকে কোন বেচে থাকা বলে না ।





আমাদের সকলের মনে রাখতে হবে আসলে কবি এখানে আমাদেরকে অনুসরন করে কি বলেছেন এবং কি বুঝাতে চেয়েছেন। যেমন কবি এখানে বলেছেন

কোথায় স্বর্গ,,কোথায় নরক,,কে বলে তা বহু দূর,,

মানুষের মাঝে স্বর্গ-নরক,,মানুষেতে সুরাসুর ।





কবি এখানে বলেছেন আপনার আমার মাঝেই কিনতু স্বর্গ-আর নরক । তবে তা আমাদের অর্জন করে নিতে হবে ।

একজন মানুষ হয়ে আরেক জন মানুষকে চিন্তে হবে বুঝতে হবে

যেমন ধরে নিন আমি আজ একটা ঘটনা দেখলাম একটি রিক্সাওআলাকে নিয়ে দুই জন ব্যক্তী কমপক্ষে নাকী তিন থেকে চার ঘন্টার মত ঘুরেছেন অথচ ভাড়া দেওয়ার সময় ঐ রিক্সাও আলা লোকটিকে মাত্র একশত টাকা দিতে চান তখন ঐ রিক্সাওআলা ভদ্র লোক দুই জনকে বল্ল ভাই তিন ঘন্টার মত ঘুরলেন আমি আর হয়ত ঘন্টা দুই এক সময় পামু রিক্সাটি চালানোর তার পরে রিক্সটি জমা দিয়ে দিতে হবে ।

মালিককে যখন আমি গাড়িটি জমা দিবো তখন মালিককে আমার একশত টাকা গাড়ীর জমা দিতে হবে ।







মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.