![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
আমি একা এক একালি
তুমি সে সকালি
প্রতি দিন কাঁধে থাকে লাঙ্গল,
থাকে জোয়াল ।
হাতে থাকে এক জোড়া গরু,
ও দিয়ে হয় সকালি শুরু।
হই না কখন ক্লান্ত,
হয় হোক যত ক্ষান্ত।
নাই রোদ নাই বৃষ্টি,
সবই যেন অপরুপ সৃষ্টি।
মাঝ রোদ দুপরে ,
থাকি বসে গাছের নিচে,
পথ থাকি চেয়ে কখন আসবে ,
পায়ের ছন্দে ছন্দে তুলবে নূপুরে।
রমনী কলসি কাদে ভাতের পেয়ালা হাতে,
দেখেই মুগ্ধ হয় মন তাতে ।
মনতা থাকে শান্ত ,
হয়না কখন খ্যন্ত।
আসবে আষাঢ় ভাদ্র,
ওহ পচন্ত রোদের তদ্র।
খেয়ালী মন পেয়ালী বন,
থাকবে শুগন্ধ,
কবে আসবে সে বসন্ত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১১
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: কাঁধে , জোড়া , ক্লান্ত , ক্ষান্ত/খ্যান্ত , দুপুরে দেখবেন কি !
ভালো থাকবেন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
এমএম মিন্টু বলেছেন: হ্য অপূর্ন ভাই ঠিক করে দিয়েছি । আপনাকে অসংখক ধন্যবাদ পাশ্বে থাকার জন্য ভাইটি ।
আর ও হ্য গেছিলেন ভাইটি মামুন ইসলাম ভাইয়ের লিংকে কি অবস্থায় আছে।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
কলমের কালি শেষ বলেছেন: বসন্ত আসবে তবে ।
কবিতায় ভাললাগা রইল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১
এমএম মিন্টু বলেছেন: কলমের কালি শেষ ভাই আমার ব্লগে স্বাগতম
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বসন্তের প্রতীক্ষা শেষ হোক ।