![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন থেকে থিয়েটার করছি সেদিন থেকেই পাশে আছেন আমার প্রিয় তানবীর ভাই । "মুক্তমঞ্চ নির্বাক দলের" সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক এবং নির্দেশকের দায়িত্বের পাশাপাশি তাঁর অকৃত্রিম ভালবাসা প্রতিনিয়তই আমাদের আন্দলিত করে । গত ২৪ অক্টোবর ছিল তাঁর জন্মদিন । শুভ জন্মদিন তানবীর ভাই ।
তানবীর আহম্মেদ চৌধুরী বাংলাদেশের মূকাভিনয় অঙ্গনে এক সুপরিচিত নাম । তিনি ২০১০ সালে চট্টগ্রামে 'প্রথম জাতীয় মূকাভিনয় কর্মী সম্মেলন'-এ অংশ গ্রহণ করেন এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান গঠনের পর নব গঠিত আহ্বায়ক কমিটিকে তিনিই প্রথম ফুল দিয়ে বরণ করে নেন । নিয়মিত মূকাভিনয় ফেডারেশানের সকল আয়োজন সহ দেশের বিভিন্ন প্রান্তে নানান আয়োজনে অংশ গ্রহণ করে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন । মুক্তমঞ্চ নির্বাক দলে ২০০৫ সাল থেকে কাজ করে যাচ্ছেন । বিশিষ্ট মূকাভিনয় ব্যক্তিত্ব মোঃ শহীদুল হাসান শামীম-এর হাত ধরে মুক্তমঞ্চ নির্বাক দলে আসেন তিনি ।
সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত এই মানুষটি আমাদের বড় ভাইয়ের মতো গাইড করেন । সেই সাথে আমাদের কর্মস্পৃহা বাড়াতে এবং মন-মানসিকতা উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয় । তিনি মূকাভিনয় চর্চাকে সুপ্রসন্ন করার স্বপ্ন দেখেন । স্বপ্ন দেখেন আমাদের প্রানের সংগঠন 'মুক্তমঞ্চ নির্বাক দল' কে নিয়ে । তার এ পথ চলার একজন সহযোগী হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে ।
©somewhere in net ltd.