![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অমনই
---আবদুল্লাহ আল মামুন
আমি অমনই
একটু বোকা, কিন্তু
বেজায় সাহসী ।
একটু অভিমানী, কিন্তু
বেজায় পরিশ্রমী ।
যদিও পড়া দেখলে
অকারণে জ্বর হয়, তবুও
শিখতে আমার কোনও ভয় নয় ।
বেশি ভালোবাসি ত
তাই প্রতারণা পিছু ডাকে...
আর কি যান খোঁজ করে ।
আমার প্রিয় ভুরিভোজ
যদিও বলি, এবার ডায়েট করব রোজ ।
মাঝে মধ্যে আশায় থাকি
কিছু উঁকি ঝুঁকি
কিন্তু আবার থমকে যাই !
যদি প্রেমের জালে ফেঁসে যাই ?
একটু ঘুম বেশি
আর শীতও বেশি
আনন্দ বেশি আবার দুঃখ
সেটাও বেশি ।
কম বলে কিছু নাই
যা খাদ্য পাই, একটু টেস্ট নিতে চাঁই ।
কথা বলি বেশি
তাই কেস খাই শিশি শিশি ।
আমি উদার কিন্তু অহঙ্কারী নই
ধার্মিক কিন্তু ভন্ডসেবি নই !
ঠোঁট কাটা কিন্তু গিবত প্রিয় নই
আনন্দ প্রিয় আবার দুঃখ অপ্রিয় নই ।
দোষও বেশি ভালো
গুনের অবস্থা কালো ।
এবার আমি যাই
শুনছি নিজের কথা
নিজের বেশি বলতে নাই
তবে যাই সব হবে
একটা কথা অবশ্যই মানতে হবে ।
আমি অতি ভালো ছেলে
এই ভবে ।
©somewhere in net ltd.