![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবস ছিল। অথচ আমি ব্লগে কোন পোস্ট দিইনি। অবেলায় এসে দু’একটা বাসি কথা বলার লোভ সামলাতে পারলাম না।
প্রথমত: পুরুষতান্ত্রিক বিশ্ব নারী অধিকার আদায়ের ভাষণ দিতে দিতে মুথে ফেনা তুলে ফেলছে। অথচ কাগজ-কলম, মাউথপিস, রাজপথ, দেয়াল, বিলবোর্ড, বিজ্ঞাপন আর পত্রিকায় নারী অধিকার লেখা থাকলেও বাস্তবে তা অত্যন্ত ক্ষীণ। নারী দিবসের অঙ্গিকার এটা নয়। আগে নিজ ঘরে নারীর অধিকার প্রতিষ্ঠা করুন। তারপর, ভাষণ দিন।
দ্বিতীয়ত: আমরা প্রত্যেকে নিজেরাই যদি নারী অধিকার আদায়ের ‘মডেল’ হয়ে যাই, তখন ৮ ফেব্রয়ারি আসুক বা না আসুক, নারী অধিকার অন্তত নিশ্চিত হবে।
তৃতীয়ত: পুরুষ সমাজের কাছে আমার অনুরোধ- নারী অধিকার দেয়ার অজুহাতে আমার মা-বোনদের নিয়ে ব্যবসা করবেন না। এরা আপনার আমার কাছে ভীক্ষা চায় না, এরা নিজেদের প্রাপ্য সম্মান আর অধিকারটুকু চায়। এক্ষেত্রে আপনার ভনীতা করার প্রয়োজন নেই।
চতুর্থত: মনে রাখবেন- নারী দিবস মানে পুরুষ বিরোধী দিবস নয়। বরং নারীদের যারা অত্যাচার করে, তাদের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।
নারীরাও পুরুষের মত সমাজ এবং সভ্যতার চাকা সমানভাবে চলমান রেখেছে। অতএব, নারীদের অবদানকে স্বীকার করুন।
সৌহার্দ বজায় থাকুক আমাদের সমাজে।
©somewhere in net ltd.