![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর আধুনিক যুগে জ্ঞান নয়, তথ্যই শক্তি।
ফলশ্রুতিতে-
১. শিক্ষার্থীরা বই না পড়ে গাইড পরে। কারণ, গাইডে তথ্য থাকে আর বইয়ে থাকে জ্ঞান।
২. বই পড়লে অনেক জানা যায়। কিন্তু এ জ্ঞান “সুন্দর ক্যারিয়ার” নিশ্চিত করতে পারছে না।
৩. তথ্যসমৃদ্ধ হয়ে চাকরি নিশ্চিত করতে সিলেবাসের বই না পড়লেও হয়। তাই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত বই পড়ে অনেকেই “সময় নষ্ট” করতে চাচ্ছে না।
৪. আমাদের ভিসি স্যার এবং বিভাগের শিক্ষকমন্ডলীরা কষ্ট পান যখন আমার বন্ধুরা টেক্সটবুক না পড়ে বিসিএস এর বই পড়ে। কিন্তু শ্রদ্ধা এবং দুঃখের সাথে বলতেই হয়- যারা চাকরি দেবে, তারা জ্ঞানী চায় না। তারা চায় তথ্যসমৃদ্ধ একজন মানুষ।
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
সাফি উল্লাহ্ বলেছেন: সহমত পোষণের জন্য ধন্যবাদ... ভাই।
২| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫
রুদ্র ফড়িং বলেছেন: সত্য কথা বলেছে। কথাটায় যুক্তি আছে।
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
সাফি উল্লাহ্ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই.....।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫
ধুঁপছায়া বলেছেন: কঠিন ও অপ্রিয় হলেও এটাই সত্যি কথা....সহমত পোষন করছি।