![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Mrmithunaich
সুপ্রিয় দাদা,
এভাবে মন্দির- প্রতিমা না ভেঙ্গে, আমাদের বাড়িঘর না পুরিয়ে আমাদের রাস্তায় দার করিয়ে মেরে ফেলুক তাও ভাল।
টাইম্স অফ ইন্ডিয়া লিখেছে একাত্তরের পর আর কখনই এত মানুষ ভূখণ্ড পরিবর্তন করতে আসে নাই।এক বন্ধু জিজ্ঞেস করল আমআর মা-বাবা জমি কিনবে কিনা ? ওর জানা তিনটা হিন্দু পরিবার জমির তিনভাগের একভাগ বিক্রি করে ইন্ডিয়া চলে যাচ্ছে।
এক বন্ধু বলল রাজিব হায়দার কি লিখছে না লিখছে তাতে সবার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে । সবাই ইসলাম বাচাও আন্দোলনে শরিক হল। কিন্তু সারাদেশে যখন ভাঙ্গা মন্দির , মাথা ভাঙ্গা প্রতিমা দেখাচ্ছে টিভিতে ,তখন কারো ধরমানুভুতি জাগে না? একটু খারাপ লাগে না? কই একটা কথাও ত বললেন না প্রধানমন্ত্রী !
যে গণজাগরণ মঞ্চে শ্লোগান দিতে দিতে গলার ভয়েস টা পাল্টে ফেলেছি তারাও ত কর্মসূচি দিল না। নাকি ধরমানুভুতি শব্দটা এদেশে শুধু ইসলাম ধরমালম্বিদের জন্য? ফেসবুকে পড়লাম একটা হিন্দু ছেলে কমেন্ট লিখেছে –সংবাদপত্র এবং মিডিয়ায় কেন হাইলাইট করা হচ্ছে “ সংখ্যালঘু” দের বাড়ি – ঘর পুরেছে বলে? কেন বলা হচ্ছে ‘বিধর্মী’ উপর আক্রমন করেছে জামাত-শিবিরে । বিধর্মী মানে কি? আমাদের ধর্ম নেই/ সংখ্যায় লঘু বলেকি এদেশে থাকার পারমিশন নেই? একজন তার কভার ফটোতে লিখে রেখেচে ‘আমি সংখ্যালঘু সম্প্রদায়ের। আমি এদেশের দ্বিতিও শ্রেণীর নাগরিক। ব্লগ – ফেসবুক –পত্রিকা – টিভি চ্যানেল সকালে বিকালে আমি এগুলো দেখে যাই , শুনে যাই।
বন্ধু পেলে আলোচনায় বলি, “ খুব গহ্রিত কাজ হচ্ছে” ... বলি, শালারা এত মন্দির – প্যাগোডা ভাঙ্গতে পারে, একটা চার্চ ভেঙ্গে দেখাত! সে সাহস নেই। আমেরিকা বুজি বাজায় দিবে। এবং এরও পড়ে হয়ত একটা ব্লগ পোস্ট বা ফেসবুক স্ট্যাটাস দিতে পারি। আর কিছুই পারি না। তবে যেভাবে এগোচ্ছে তাতে অনেকের মনোবাঞ্ছা একদিন পূরণ হবে বলেই মনে হয়। একদিন দেশের সব সংখ্যালঘু আর বিধর্মী পাড়ি জমাবে ইন্ডিয়া- মধ্যপ্রাচ্য আর আমেরিকায়। দেশে তখন থাকবে শুধু সংখ্যাগুরুরা।
আহ!
সেই দেশটি কি সুন্দরই না হবে!!!
ইতি
একজন হতভাগা সংখ্যালঘু/ বিধর্মী/ ইন্ডিয়ার দালাল/ মালাউন বাংলাদেশি
পূর্বে https://www.facebook.com/BanglaSuccessStories প্রকাশিত
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪০
সকল বলেছেন: সহমত
২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
একরামুল হায়দার বলেছেন: ভাই একজন মুসলমান হিসেবে আমি লজ্জিত যে আপনাদের নিরাপত্তা দিতে পারছিনা | কথা দিলাম আজ থেকে নামাজ শেষে মন্দির পাহারা দিবো | আসুন ধর্ম বর্ণ নির্বিশেষে জামাতকে প্রতিরোধ করি
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৩২
সকল বলেছেন: প্রথমে দরকার সচেতনতা
৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
২০১৩ বলেছেন: কোন কুত্তার বাচ্চা মালউনদের ঘর বাড়ী ভাঙছে।
অবশ্য তারা নিজেদের পুটুতে মশা মেরে রক্ত দেখিয়ে বলে নেড়েরা মেরে দিয়েছে।
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সকল বলেছেন: বাহ !
৪| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: সংখ্যালঘু সর্বদাই পরাজিত .. নিপিড়িত... নির্যতিত..............
দেখেন যান... সহ্য করেন... সেই সাথে হজম করেন...............
তারপর ও দেশকে ভালবেশে যান......................................
এবং গালি খান ভারতীয় দালাল.......................................
এটাই প্রাপ্য ? !
২০১৩ আপনার মানসিকতার প্রসংসা করছি.... এই আপনার মতো মানুষ গুলোর জন্য আজ সংখ্যালঘু সম্প্রদায় আমার অনেক প্রসংসিত..........
চালিয়ে যান ........ আপনারা আছেন বলেই তো আমরা .....?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৪
সকল বলেছেন: ভাল বলেছেন
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৫২
অপটিমাস প্রাইম বলেছেন: সারা বাংলাদেশএ তো পারতাছিনা। তবে এলাকারটা দেইখ্যা রাখতাছি। এবং এ দেইখ্যা রাখাটা মুসলমান হিসাবে দায়বদ্ধতা থেইক্যাই।
যারা এইসবের পক্ষে কথা কইবো ইনায়া-বিনায়া তাদের জিগাইয়েন, ইসলাম কি জায়েজ কইরা দিচ্ছে এইসব জঘন্য অপকর্ম? নিশ্চিত থাকেন জবাব না দিয়া পালাইয়া যাইব।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
সকল বলেছেন: জবাব দেবার সৎ সাহস নাই ত তাদের
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
মিতক্ষরা বলেছেন: কি আর বলব। নগর পুড়লে দেবালয় এড়ায় না। সহিংসতা সবার উপর দিয়েই যাচ্ছে। মারমূখী হিংস্র জামাত শিবিরের উপর নির্বিচার গুলি চালিয়েও কোন ফল পাওয়া যাচ্ছে না। মনে হয় সেনাবাহিনী ছাড়া কোন বিকল্প আর নেই।