![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Mrmithunaich
আমি খুব ক্ষুদ্র মানুষ তাই মনটা হয়ত ক্ষুদ্র ।
১) শুনেছি রাজনীতি দেশের কল্যাণে নির্দিষ্ট দলের আদর্শ মেনে করে। যাইহোক একদিন আমার বন্ধুর সাথে গেলাম পল্টন মরে ও ছাত্রদলের সাথে সরাসরি সম্পৃক্ত শুনেছিলাম ওর বেশ দাপট। গেলাম ওর নেতার সাথে দেখা করতে নেতা হল ( নাম উল্লেখ নাই করলাম করলে চিনবেন তার চেয়ে নিজেই বুজে নিন) ছাত্রদলের সেক্রেটারি লেভেলের। যেয়ে দেখি তিনি একটি চায়ের দোকানের টুলে বসে চা খাচ্ছেন এবং তার সামনে আমরা দুই জন সহ ৫০ থেকে ৬০ জন বসে আছে , আমি ভেবেছিলাম কোন গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা হচ্ছে। আমার সে আসায় গুড়ে বালি, বরং আরও লক্ষ্য করলাম নেতা সাহেব ( সাহেব বললাম এই কারনে অনার ছেলে হয়ত আমার সমবয়সি) যখন আড়মোড়া ভাঙছেন আমাদের বসা লকের ভিতর তখন আড়মোড়া ভাঙ্গার ধুম। আমি কি করব বুজতেসি না আমি চোখ চুল্কাছিলাম , হঠাৎ দেখি নেতা সাহেব দারিয়ে গেলেন ( হয়ত টুলের ফাকে ছারপোকা ছিল সেটি যা করার করেছে ) সাথে সাথে বসা লোকজন হয়ত আদর্শের টানে উঠে দাঁড়াল । আমি তাদের সাথে টাইমিং মিলাতে না পেরে পরে গেলাম। এমন সময় নেতা সাহেব শোনালেন আদর্শগত ও ঐতিহ্য বাহি বানি শালা বিরোধীদলে থাকলে.।.।.।।।
২) আমি সম্ভবত লাকি আমার ঘনিস্ত বন্ধুরা রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ত থাকায় আদর্শিক নেতাদের সাথে না চাইলেও সাক্ষাৎ হয়ে যায়। এবারের ঘটনা বেশিদিন আগের না। মধুর ক্যান্টিন এর সামনে আমি আর আমার আওয়ামী বন্ধু কথা বলতেছি হটাত ও বলল চল ( নাম বললে ভাল করেই চিনবেন আমি তাকে কাল দানব ছাড়া কিছু মনে করি না কিছুদিন আগে কিছু মঞ্চেও বেশ সক্রিও দেখা গেছে ) ভাইয়ের সাথে দেখা করি। অগত্যা কি আর করার। যেয়ে দেখি বিশাল ব্যাপার বিশাল লাইন । ভাই এর ডান হাতের আঙ্গুলে সিগারেট গুজে ( বলা উচিৎ উনি সিগারেট টানছিলেন ধূমপান মুক্ত এলাকায় টি এস সি ভিতরে কাফেতেরিয়ার কোনায়) ভিখিরির মত সামনে হাত বারিয়ে আছে সবাই সেই হাতে হাত মিলাচ্চে আর সালাম দিচ্ছে। উনি সালামের উত্তরের বাড়ির কাছে থুতুও ফেলছেন না। মাঝে মধ্যে ৩০ সেকেন্ড বিরতি হয় হাত মেলাবার যখন উনি সিগারেট তান দেন। আমিও ৩০ সেকেন্ড বিরতির সময় তার সামনে পরলাম সালাম দিলাম যথারীতি উনি থুতুও ফেললেন না তবে এবার ধোয়া বেড় করলেন। আমি বললাম ভাই এটা ধূমপান মুক্ত এলাকা এখানে আপনি সিগারেট খেলে আমরা কি করব ....... ভাগ্যিস আমার বন্ধুটি ওনার খুব পেয়ারের ছোটভাই না হলে বিশ্বজিতের মত আমার চিত্রনাট্য হতে পারত।
৩) সর্বশেষ টা দেখতে আমার কোণ বন্ধু লাগে নাই, উনি আমার কাছে খুব প্রিয় মানুস এবং সম্মানিত ছিলেন। এবং সমস্ত বানলাদেশের কাছে মার্জিত কমনিস্ট রাজনিতিক। আমার নিজের ব্যাবসার জন্য ওনার কাছে যাওয়ার কথা চিল। আমি খুব আনন্দিত এত বড় লোকের সাথে কথা হবে। এরা সমঅধিকার নিয়ে ভাবে শ্রমিকদের স্বার্থ নিয়ে ভাবে এদের কাছে উচু নিচু ভেদাভেদ নাই। জাই হক ওনার বাসায় গেটে গার্ডকে আমার নাম বললাম পর গার্ড ইন্তারকম করে কনফার্ম করল। গার্ড বলল সোজা গিয়ে দানে লিফট, লিফটের তিন ৪ বি হচ্ছে প্রেসিডেন্ট স্যার এর বাসা, আমি অবাক হয়ে বললাম প্রেসিডেন্ট মানে? গার্ড বলল এখানের মালিক সমিতির সভাপতি। আমি ও বলে লিফটের কাছে এসে একটি নতিস পরে আমি ভীষণ অবাক এবং কনফিউস যে আমি লিফটে উঠবো কিনা। লেখাটি তিনবার পরে আমি উপরে না গিয়ে বেড় হয়ে এসেছি। লেখাটি হলঃ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো জাচ্চে যে, এই লিফট সুধুমাত্র ফ্লাটে বসবাসকারী এবং তাদের অতিথিদের জন্য। কোণ গার্ড , কাজের বুয়া, ড্রাইভার, এবং কোন শ্রমিক শ্রেণির লোক এই লিফট ব্যাবহার করতে পারবে না।
আদেশক্রমে
সভাপতি
.............. মালিক সমিতি
বাড়ির নামটা আর দিলাম না ওনার সম্মান নিয়ে উনি থাক।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭
সকল বলেছেন: হুমম