![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Mrmithunaich
আমার ব্যবহিত জিনিষপত্র আমি গুছিয়ে রাখি না
আমার কাজগুলো আমি সময়মত করি না ফেলে রেখে দেই
( জামা কাপড় এলোমেলো , রুমটা ময়লা হএ আছে , আমি যে কাজ করি সেখানের কাগজপত্র গুলো এলোমেলো হএ আছে, এমনকি টাকার হিসেব করি না )
কারণ
আমি কোন কিছু গুছাতে গেলে ভিতর থেকে উৎসাহ পাই না আরে ধুর পরে করব , ভাবি এরকম থাকলে কি হবে ঠিকই চলে যাচ্ছে দিনগুলো , পরে সবকিছু ম্যনেজ করে নিব , নিজেকে ছুতা দেই একটু টিভি দেখি তারপর একটু বিনোদন নেই তারপর , মূল কথা ঐ কাজ গুলোতে আমি আনন্দ পাই না পাইনা করার মজা ঐ কাজ গুলো করতে গেলে একটা বিরক্তি ভাব চলে আসে মনে ।
ফলাফল
এর ফলাফল হয় যে কি মারাত্মক তা হারে হারে টের পাচ্ছি , কোন জিনিষ ভাল ভাবে নাই , কাপড়গুলো এলোমেলো হবার কারনে নষ্ট হএ যায় , টাকা হারায় এবং অতিরুক্ত খরচ হয় জার ফলে আমার অসৎ উপায় বেছে নিতে হচ্ছে , রুমটা ময়লা হবার কারনে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য খারাপ হচ্ছে , কাজ গুছিয়ে না করার ফলে মেমরি ডাউন হয়ে যাচ্ছে চিন্তা ভাবনা গুছিয়ে করতে পারি না এলোমেলো হয়ে যায় এখন যা ভাবি তা পরখনেই ভুলে যাই । জিনিষপত্র সঠিক এবং গুছিয়ে না রাখার ফলে হারিএ যায় , মোটের উপর নিজের আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকছে।
প্রতীকার
এর প্রতীকার হল নিজেকে ভালবাসতে হবে প্রচণ্ড । তার কারণ আমি গুছিয়ে বা শৃঙ্খলা ভাবে চললে আমার চেয়ে আর কার উপকার হবে সেই নিজের ভাল বুঝতে হবে । কাজের ভিতর আনন্দ খুজে নিতে হবে মনোযোগ সহকারে কাজ করলে আনন্দ এমনি চলে আসে । আর একাকীত্ব দূর করতে হবে ।
চলতে পারে......
©somewhere in net ltd.