![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Mrmithunaich
আমার মা আমার কাছে সবচেয়ে প্রিয়। মা আমার অস্তিত্ব
তাই বলে কি অন্যকিছু ভাল লাগতে পারে না , আমার জাহানারা ইমাম কে ভাল লাগে তাহলে কোন জায়গায় এই ভালোলাগার কথা লিখতে গেলে এভাবে লিখব আমার মা সবচেয়ে প্রিয় তাঁর ঠিক এক কদম পরেই জাহানারা ইমাম বা জাহানারা ইমামের একখান ছবি টানাতে গেলে কি তার উপড়ে আমার মায়ের ছবি টানাতে হবে ? কেন ভাই ? মা আছে আমার আত্মার মাঝে। তেমনি আমার জন্মভূমি আমার দেশ আমার অস্তিত্ব বিশ্বকাপ উপলক্ষে পতাকা টাঙালে যদি দেশপ্রেম কাইত হয়ে পরে যায় তাহলে ভাই আপনি থামেন । আপনি দেখেন এটা পতাকা আর আমরা যারা টাঙিয়েছি এটাকে ঐ দেশের ফুটবলকে ভালোবাসার সিম্বল হিসেবে দেখি। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইতালি আরো যেসকল দেশের পতাকা টাঙিয়েছে তারা জানে না ঐ দেশের প্রধানমন্ত্রী কে সেই দেশের শাসন ব্যাবস্থা কি তারা চিনে মেসি , নেইমার , ইনিয়েস্তা , বুফন এদের। তাতে কি কোন দেশের প্রতি আনুগত্য স্বীকার করা হয় ?
তারপরও যদি আপনার সমস্যা হয় তাহলে বলব দৃষ্টিভঙ্গি বদলান সবকিছু বদলে যাবে আর আইন তা মানুষের প্রয়োজনেই সৃষ্টি হয়েছে ।
©somewhere in net ltd.