নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ভা‌লোবাসার অাকু‌তি

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১০

বেশ তো অা‌ছি এখা‌নে

বেশ তো অা‌ছি এখা‌নে
ভা‌লোবাসার ঘোলা‌টে পৃ‌থিবীর বাতাস‌
অার অামা‌কে কাঁদাতে পারেনা
ম‌নো‌জগ‌তের রহ‌স্যে‌ঘেরা ভুবন
অার অামা‌কে অাকৃষ্ট ক‌রে না
প্রতারনার ফাঁদপাতা জ‌মি‌নের বু‌কে
অভীলা‌ষের পুষ্পবৃ‌ষ্টি ঝ‌রে না
একটু বিশ্বাস অার ভা‌লোবাসার জন্য
অা‌মি তন্নতন্ন ক‌রে খু‌জে‌ছি
মানু‌ষের দ্বা‌রে দ্বা‌রে ,অন্ত‌রের অনু‌তে অনু‌তে
পাহা‌ড়ের চূড়ায় অাকা‌শের সীমানায়
অনুসন্ধা‌নের বা‌কি রেখেছি ‌কোথায় ? অন্ধকার বি‌ম্বিসার
জগত , শূন্যতার ধূসর মরুভূমি , জনতার উত্তাল
কোলাহল ,ভয়ঙ্কর নির্জন নিরবতায়, অনুভ‌বের
সূক্ষ্ম ক‌ম্পিউটা‌রের ফ্রে‌মে , অা‌মি তাও খু‌জে‌ছি
অা‌মি অ‌নেক কেঁ‌দে‌ছি , প্রার্থনার নতজানু অা‌বে‌গে
বু‌কের পাজর ভে‌ঙ্গে‌ছি অসংখ্যবার, তবুও
কোথাও পাইনী ভা‌লোবাসার নিখুত পরশ,
কিম্বা জো‌টেনী বিশ্বাসী ম‌নের অাবীর ছড়া‌নো রঙ,
তাই‌তো হতাশার প্রাচীর ডি‌ঙ্গি‌য়ে অন্যখা‌নে এ‌সে‌ছি ,
বেশ তো অা‌ছি এখা‌নে....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লেগেছে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ ভাবেই ভালো থাকতে চেষ্টা করুন। দোয়া করি আল্লাহ আপনাকে সুখী করুন, আমিন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার মেঝ ভাই বলতেন, জীবনে কোন চাহিদা থাকতে নেই। কারণ চাহিদা থাকলে না পাওয়ার বেদনায় ভুগতে হয়। তার চেয়ে পাওয়ার চেষ্টা কর যা প্রয়োজন। তারপর পেলে খুশী থাকবে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১

ANIKAT KAMAL বলেছেন: ভাই অাপনার অ‌নিন্দ্য সুন্দর যাদুকরী লেখার পরশ অামা‌কে বিমুগ্ধ ক‌রে । কেন অামার মত ছন্নছাড়া খড়কু‌টো প‌থি‌কের লেখা প‌ড়ে সম‌য়ের অপচয় ক‌রে মন্তব্য ক‌রেন। চো‌খের পা‌নির মা‌ঝে য‌দি কোন স‌ত্যিকার শুভকামনা লু‌কি‌য়ে থা‌কে সেটাই অাপনার জন্য অামার শ্রেষ্ঠ উপহার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.