নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

দু\'‌টি কথা

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

কতটা দুঃখ পে‌লে
সুখ চ‌লে যায়
পাথর ক্ষ‌য়ে যায়
সমুদ্র ফে‌নি‌য়ে উ‌ঠে
কা‌লি জ‌মে দু'‌চে‌খের কো‌লে
অাত্নহত্যা অ‌নিবার্য হয়
.....

অপূর্ণ
অ‌নি‌কেত কামাল
পুরুষ ও নারী সৃ‌ষ্টি কু‌লের শ্রেষ্ঠ সৃজনী
পুরুষ য‌দি হয় চুম্ব‌কের দ‌ক্ষিণ মেরু
নারী ত‌বে হ‌বে চুম্ব‌কের উত্তর মেরু।
তাই বু‌ঝি, নারী - পুরুষ, এ‌কে অপর‌কে
অজানা এক অনুভ‌বে অাকর্ষণ ক‌রে।
পুরুষ চায় নারীর একান্ত সা‌ন্নিধ্য
নারী চায় পুরু‌ষের নি‌বিড় ভা‌লোবাসা।
নারী চায় পুরুষ‌কে অবলম্বন ক‌রে বাঁচ‌তে
পুরুষ চায় নারীর অাঁচ‌লের ছায়ায় মর‌তে।
পুরুষ চায় নারীর কা‌ছে অনাবীল শা‌ন্তি
নারী চায় পুরু‌ষের কা‌ছে স্বর্গীয় তৃ‌প্তি।
নারী চায় পুরু‌ষের কা‌ছে নি‌র্ভেজাল বিশ্বাস
পুরুষ চায় নারীর কা‌ছে স‌ত্যিকার অাশ্বাস।
পুরুষ চায় নারীর (কা‌ছে) নিখুত অতীত
নারী চায় পুরু‌ষের (কা‌ছে )উজ্জল ভ‌বিষ্যত।
নারী চায় পুরু‌ষের কা‌ছে নিরভরতা
পুরুষ চায় নারীর কা‌ছে স‌হ‌যো‌গিতা।
তাইতো, পুরুষ ছাড়া নারী অসহায়
নারী ছাড়া পুরুষ অপূর্ণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: উত্তর মেরু দক্ষিণ মেরু মিলে প্রজনন
নতুন সৃষ্টি !

ধন্যবাদ

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

ANIKAT KAMAL বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

উম্মে সায়মা বলেছেন: নারী পুরুষের চরিত্রের বিশদ বিশ্লেষণ।
ভালো হয়েছে....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

ANIKAT KAMAL বলেছেন: এক যু‌গের অা‌গে হা‌রি‌য়ে যাওয়া ক‌বিতায় অার তেমন কি অা‌ছে অাপু তবুও প‌ড়ে‌ছেন মন্তব্য করে‌ছেন জে‌নে অকৃ‌ত্রিম অ‌ভিবাদন জান‌বেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.