নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

‌ কিছু কিছু

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

কিছু কিছু অ‌ভিলাষ - কল্পনার পাখনা মে‌লে
দুঃ‌খের সাগর পা‌ড়ি দি‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু দুঃখ - নিঃসঙ্গ জীব‌নে
একাকী ব‌য়ে বেড়া‌তে ভা‌লো লা‌গে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু ব্যর্থতা - না পাওয়ার জীব‌নে
ম‌নের মুকু‌রে বির‌হের গান শুনা‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু কাঁন্না - বেদনার্ত জীব‌নে
ক‌ষ্টের পাহাড়‌কে ক্ষ‌য়িত কর‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু সত্য - অাপন ম‌হিমায়
যড়য‌ন্ত্রের ক‌ঠিন জাল ছিন্ন কর‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু অনুভূ‌তি - নিথর জীব‌নে
অনুভ‌বের ছোয়ায় সজীব হ‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু মন - চূর্ণ-‌বিচূর্ণ হ‌য়ে গে‌লেও
হাজার বার জোড়া লাগ‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু সময় - তোমা‌কে নানা অপরা‌ধে
অপরাধী ক‌রে সান্ত্বনা পাই ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু রজনী - স্নৃ‌তির দুয়‌ার খু‌লে
অসীম শূন্যতা পা‌ড়ি দি‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু ভা‌লোবাসা - ছলনার পৃ‌থিবী‌তে
ত্যা‌গের মহান দৃষ্টান্ত স্থাপন কর‌তে পা‌রে ব‌লে
অাজও বেঁ‌চে অা‌ছি।
কিছু কিছু যখন অার কিছু কিছু থা‌কে না
বেঁ‌চে থাকা তখন হয় যে বিড়ম্বনা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনিতো বিরহের কবি হয়ে যাবেন

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

ANIKAT KAMAL বলেছেন: ব্লগ ভুব‌নের সারথী , ম‌নে হ‌চ্ছে সব পো‌স্টই অাপনার দৃ‌ষ্টি প‌ড়ে ধন্যবাদ

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

এম এ কাশেম বলেছেন: শতত সত্য।
শুভ কামনা।

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

ANIKAT KAMAL বলেছেন:
সতত সত্য নয় , কেননা সবার জীবন এক রকম নই অসংখ্য ধন্যবাদ অাপনা‌কে

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

ধ্রুবক আলো বলেছেন: বেঁচে থাকা কোন বিড়ম্বনা না!

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

ANIKAT KAMAL বলেছেন: বি‌শ্লেষণী মন্ত‌ব্যের জন্য ধন্যবাদ ভা‌লো থাক‌বেন যেমন‌টি অাশা ক‌রেন তেমনই

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

কানিজ রিনা বলেছেন: কিছু কিছু সময় তোমাকে সব দোশের দুশি বানাতে পারি বলেই বেঁচে আছি।
বেদনার পাহাড় ক্ষয়িত জলস্রোতে ভাসতে পারি বলেই বেঁচে আছি। ধন্য়বাদ

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

ANIKAT KAMAL বলেছেন: অপূর্ব ভাষা শৈলী অাপনার ভা‌লো থাক‌বেন খুব ভা‌লো

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছু কিছু যখন অার কিছু কিছু থা‌কে না
বেঁ‌চে থাকা তখন হয় যে বিড়ম্বনা।
তথাপি আপনি বেঁচে থাকুন এ কামনা করি।

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

ANIKAT KAMAL বলেছেন: অ‌নেক দেরী‌তে তবু শুভ কামনা অাপনার জন্য , পৃ‌থিবীর সব কিছু‌তেই ব্য‌তিক্রম র‌য়ে‌ছে তাই হয়ত অা‌মি জীবন্ত লাশ ধন্যবাদ

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
লিখেছেন ভালো কিন্তু এতো কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন কিভাবে !

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১

ANIKAT KAMAL বলেছেন: অামার হৃদয় রাজ্য জয় ক‌রে নিল অাপনার ক‌বিতা ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.