নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ডেকো না অামায়

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

ডে‌কো না অামায়
অ‌নি‌কেত কামাল

মা‌গো তু‌মি অামা‌কে অার ডে‌কো না
তু‌মি ডাক‌লে যে অামার যুদ্ধ জ‌য়ের
‌ পেশী শ‌ক্তিগু‌লো দুর্বল হ‌য়ে যায়
রজনীর নিস্তব্ধতায় তোমার প‌বিত্র পা ছুঁ‌য়ে
প্র‌তিজ্ঞা ক‌রে বে‌রি‌য়ে এ‌সে‌ছি মা‌গো
যুদ্ধ জ‌য়ের মালা গলায় না প‌রে
যাব না ঘ‌রে ফি‌রে, যাব না তোমার কো‌লে
তু‌মি তো জা‌নো মাগো অা‌মি কতটা জেদী,
কতটা প্র‌তিজ্ঞায় অটল, কতটা বিশ্বা‌সে স্থির
তবু কেন মা‌গো অামা‌কে বারবার ডাক
মা‌গো তু‌মি অামা‌কে অার ডে‌কো না
তু‌মি অামার কথা ভে‌বে অার কেঁ‌দো না
তু‌মি কাঁদ‌লে যে অামার ভীষণ কষ্ট হয়
তোমার কাঁন্না যে অা‌মি হৃদয় দি‌য়ে শু‌নি
‌ তোমার অাহ্বা‌নে যে অামার হৃদয় স্প‌ন্দিত হয়
যুদ্ধ জ‌য়ের স্বপ্নগু‌লো ভে‌ঙ্গে খানখান হ‌য়ে যায়
অা‌মি তোমার সেই ছে‌লে মা‌গো
পঁ‌চিশ বছর পর লিখ‌ছি তোমায় চি‌ঠি
অা‌মি স্বীকার কর‌ছি মা‌গো
ফুল অা‌মি ভা‌লো বাস‌তে পা‌রিনী, মা‌গো
দূর থে‌কে ছুঁ‌য়ে গে‌ছি ফু‌লের হা‌সি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

ANIKAT KAMAL বলেছেন: সা‌ধ্যের সী‌মিত অা‌য়ে বেঁচে থাকা যেখা‌নে ক‌ঠিন সাধনার বিলাসী কল্পনা সেখা‌নে অলীক তবু চেষ্টার অনন্ত প্র‌চেষ্টা

ভা‌লো লাগার জন্য অন্তত ভা‌লোবাসা , ভা‌লোবাসা অফুরান

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ANIKAT KAMAL বলেছেন: অাপনার অনন্য উদারতার জন্য মুগ্ধ হলাম ভা‌লো থাক‌বেন খুব ভা‌লো

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



যাঁরা জাতির স্বাধীনতা, মানবাকে রক্ষার জন্য সামনে যায়, তাঁরা সাধারণের মাঝে অসাধারণ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

ANIKAT KAMAL বলেছেন: চমৎকার উ‌ক্তির জন্য ধন্যবাদ

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

অরুনি মায়া অনু বলেছেন: মায়ের মন শুধু মা ই বোঝেন। সুন্দর লিখেছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

ANIKAT KAMAL বলেছেন: কোন সুন্দ‌রের মা‌ঝেই অামার প‌রি‌চি‌তি নেই কিন্তু কল্পনার সুন্দর অামা‌কে বাঁ‌চি‌য়ে রা‌খে সুন্দর লি‌খে‌ছেন ব‌লে প্রেরনা দি‌লেন অা‌মি এ‌তেই ধন্য, কত বছর অা‌গের লেখা জা‌নিনা কিন্তু ডাস্ট বি‌নে ফে‌লে দেবার অা‌গে অযথাই অ‌ন্যের সময়‌কে নষ্ট কর‌ছি

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে।
ভাষার মাসে যুদ্ধজ‌য়ের গান, দেশের গান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

ANIKAT KAMAL বলেছেন: ‌ ভিন্ন সা‌ধের প্রেরনায় অা‌মি অ‌ভিভূত অান্ত‌রিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.