নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

অাফসোস

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬


হে দা‌রিদ্র্য,
তু‌মি মো‌রে ক‌রেছ ধ্বংস
তোমারই কার‌ণে সব হা‌রি‌য়ে
অাজ অা‌মি হ‌য়ে গে‌ছি নিঃস্ব।
প্রথম যেদিন এ‌সে‌ছিনু ভ‌বে
অাঁ‌খি মে‌লে চে‌য়ে দে‌খে‌ছিনু ত‌বে
জীর্ণ কু‌টি‌রে নগ্ন শরী‌রে
অা‌ছি প‌ড়ে অনাদর অয‌ত্নে
মা ব‌লে ডে‌কে উ‌ঠে‌ছিনু কেঁ‌দে
মাও গে‌ছে ম‌রে এ ভুবন ছে‌ড়ে
অা‌সে‌নি কেউ দেখ‌তে নব শিশু‌কে
‌ হে দা‌রিদ্র, সে‌তো তোমারই কার‌ণে।

বাবা এ‌সে বু‌কে নিল জড়ি‌য়ে
মা হীন এই শুন্য ধরনী‌তে
এক‌ফোটা দু‌ধের লা‌গি
‌ খোদার অারশ উ‌ঠিল কাঁ‌পি
দুধ নয় মধূ নয় জু‌টিল পা‌নি খা‌নি
একদা গভীর রা‌তে, বাবা ডাকল চু‌পিসা‌রে
বলল, অা‌মি যা‌চ্ছি ম‌রে জম ক্যান্সা‌রে
‌ হে দা‌রিদ্র্য, সে‌তো তোমারই কার‌ণে।।

অভা‌বের কার‌ণে কেঁ‌দে‌ছি গোপ‌নে
অাশা গে‌ছে ভে‌সে নিরাশার বা‌নে
মা‌য়ের অাসন ক‌রে‌নি কেউ পূরণ
একটু খা‌নি ভা‌লোবাসার লা‌গি
মানু‌ষের দ্বা‌রে ভিক্ষুক সে‌জে
‌ গি‌য়ে‌ছি কতবার ক‌রে
সবাই দি‌য়ে‌ছে তা‌ড়ি‌য়ে
লা‌থি গু‌ড়ি মে‌রে
‌ হে দা‌রিদ্র্য, সেতো তোমারই কার‌ণে।।।

দুঃখ, দৈন্য, দা‌রি‌দ্র্যের কার‌ণে
কত‌দিন কতরাত কে‌টে গে‌ছে নির‌ন্নে
‌ পে‌টের ক্ষুধার জালায় জ্ব‌লে‌ছি গোপ‌নে
র‌শি বেঁ‌ধে পেটটা‌কে রে‌খে‌ছি কাবু ক‌রে
মোর বা‌ড়ির পা‌শের বা‌ড়ি গু‌লো‌তে
‌ ভোগ বিলা‌সিতার প্র‌তি‌যো‌গিতা চ‌লে
একটু খা‌নি জ্ব‌রের লা‌গি, তা‌দের বাড়ি
হে‌কিম, ক‌বিরাজ, ডাক্তারের ছড়াছ‌ড়ি
‌ মো‌দের কা‌রো অসুখ হ‌লে
ক্ষুধার জ্বালায় ম‌রে গে‌লে
অা‌সেনা কেউ দেখ‌তে, মরণ যাত্রী‌কে
‌ হে দা‌রিদ্র্য, সেতো তোমারই কার‌ণে।।।।

রজনী গভীর হ‌লে, কাঁ‌দি ব‌সে অাপন ম‌নে
যত ছিল সাধ, তত ভা‌লোবাসা
সবই গে‌ছে ম‌রে দা‌রি‌দ্র্যের কার‌ণে।
‌ হে নিষ্ঠুর দা‌রিদ্র্য;
তু‌মি লিংকন‌কে ক‌রে‌ছ প্র‌তি‌ষ্ঠিত
অামা‌রে ক‌রেছ অনাদৃত, নিকৃষ্ট
তু‌মি ক‌বি নজরুল‌কে ক‌রেছ মহান
অামা‌রে ক‌রেছ বেঈমান
‌ তেত্রিশ বছর ধ‌রে
কর‌ছি লড়াই দা‌রি‌দ্র্যে সা‌থে
অাজও পা‌রি‌নি জয় কর‌তে
দা‌রি‌দ্র্যের মহা দংশনকে।।।।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
অাফসোস করে কি আর লাভ বরং ভালো আছেন !! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.