নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

এ‌সো ই‌তিহাস সৃ‌ষ্টি ক‌রি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

একুশ
অ‌নি‌কেত কামাল
একুশ, তু‌মি ছি‌লে এ‌দে‌শের সীমানায়
মা‌য়ের গ‌র্ভে তোমার কান্না বড় বেমানান
তাই‌তো তু‌মি জন্ম নি‌লে নতুন ক‌রে
তোমার বিস্তৃ‌তি স্ব‌দে‌শের সীমানা ভে‌দিয়া
ভু‌গো‌লের প্রান্ত ছুঁ‌য়ে‌ছে, ভয় নেই,
তোমা‌কে কেউ কে‌ড়ে নি‌তে পার‌বে না
তু‌মি পে‌য়েছ, ভাষার জন্য,
অান্তর্জা‌তিক মযর্দা, বিশ্ব স্বীকৃ‌তি।।।

Kobita :- এ‌সো ই‌তিহাস সৃ‌ষ্টি ক‌রি
Anikat kamal
এ‌সো ই‌তিহাস সৃ‌ষ্টি ক‌রি
ভা‌লোবাসার ই‌তিহাস
জীব‌নের ক্ষ‌ুদ্র ক্ষুদ্র চাওয়া
দ্বন্দ্ব সংঘা‌তের অপ্রা‌প্তি
ক্ষ‌নে ক্ষ‌ণে বিক্ষত ক‌রে
অামার ভিতর ব‌া‌হির
অা‌মি অাহত হই বিধ্বস্ত হই
অদৃশ্য শ‌ক্তির কা‌ছে
নতজানু হই বারংবার
প্র‌তিবাদ ক‌রি ঝল‌ছে উ‌ঠি
অাপন শ‌ক্তির দাপ‌টে
অাত্ন সমর্পন ক‌রি হে‌রে যায়
করুণা ভি‌ক্ষে ক‌রি কেঁ‌দে উ‌ঠি
নি‌জের ভিতর নি‌জে‌কে হত্যা ক‌রি
অাবার অা‌বিস্কার ক‌রি নি‌জে‌কে
অাবার বি‌স্ফো‌রিত ক্ষো‌ভের বারুদ
অামা‌কে‌ পি‌ষে দেয় সম‌য়ের সভ্যতা
‌ বৈষ‌ম্যের প্রাচীর, তা‌চ্ছি‌ল্যের হা‌সি
তিরস্কার ক‌রে অামার চারপাশ
দাঁ‌তে দাঁত চেপে অঙ্গীকার ক‌রি
ধ্বং‌স যজ্ঞেই নিমার্ণ করব বি‌জ‌য়ের সিঁ‌ড়ি
‌ কিন্তু না, দুর্দমনীয় ক্ষমতার সা‌র্টি‌ফি‌কেট
ভা‌গ্যের অাদালত, বি‌বে‌কের বিচার,
সম‌য়ের অকাট্য দলিল, এ‌সো না সবাই
ভা‌লোবাসার ই‌তিহাস সৃ‌ষ্টি ক‌রি।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুটো কবিতাই খুব সুন্দর হয়েছে ভাই।


ভালো লাগা রেখে গেলাম +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

ANIKAT KAMAL বলেছেন: প্রথম মন্ত‌ব্যে অনুপ্রা‌ণিত

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
এ‌সো ই‌তিহাস সৃ‌ষ্টি ক‌রি
অাত্নহত্যার ই‌তিহাস


কল্পনায় হলে ঠিক আছে কিন্ত বাস্তবে হলে মোটেও ঠিক নেই। B:-)
মানুষ তার ভাগ্যের ও দারিদ্রতার কাছে বড় অসহায় । জীবন মানেই প্রাপ্তি ও অপ্রাপ্তির সমীকরেণ ......
তবুও লাইফ ইজ বিউটিফুল।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: অনিকত কামাল

সুন্দর লিখেছেন!:)


লাইক!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.