নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ফি‌রে চাই‌লে না একবারও

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭


ফি‌রে চাই‌লে না একবারও
অ‌নি‌কেত কামাল

প্রথম ভা‌লোলাগা অনুভ‌বের নব প্রভা‌তে
বিশ্বা‌সের সুবৃহৎ বল‌য়ে বেঁ‌ধেছিলাম তোমা‌রে
সম‌য়ের সিঁ‌ড়ি বে‌য়ে হৃদ‌য়ের কানন‌ে
বাঁ‌ধি‌তে চে‌য়ে ছিলাম ছোট্র নীড়
দু'একট‌া সিঁ‌ড়ি পে‌রো‌তে না পে‌রো‌তে
‌ নে‌মে এ‌লো অামার জীব‌নে গাঢ় অন্ধকার
অা‌মি এ‌গো‌তে পারলাম না সাম‌নের পা‌নে
তু‌মি এ‌গি‌য়ে গে‌লে স্ব‌প্নের সিঁড়ি বে‌য়ে
অা‌মি তোমা‌কে ডাকলাম
অামার সমস্ত বাকশ‌ক্তি দি‌য়ে
অামার অাত্নচিৎকা‌রে অাকাশ কেঁ‌পে উঠল,
সাগর গ‌তি হারাল, ফুল ঝ‌রে গেল,
তবু তু‌মি ফি‌রে চাই‌লে না একবারও!

‌ কি ছিল অামার ভুল, কি ছিল অামার দোষ,
অা‌মি অা‌জো ভে‌বে পাইনা কোন কুল
ভা‌লোলাগা অার ভা‌লোবাসার নি‌বিড় টা‌নে
ম‌নের অজা‌ন্তে জ‌ড়ি‌য়ে ছিলাম দু'জ‌নে
বু‌কের গভী‌রে লা‌লিত স্বপ্ন
বাস্ত‌বের মুখ দেখ‌তে না দেখ‌তেই
‌ নে‌মে এ‌লো অামার জীব‌নে বাধার প্রাচীর
অা‌মি চেষ্টা করলাম অামার সমস্ত শ‌ক্তি দি‌য়ে
অা‌মি প্রাচীর ভাঙ্গ‌তে পারলাম না কিছু‌তেই
অামার দু'‌চো‌খে নে‌মে এ‌লো গাঢ় অমা‌নিশা
‌ কে‌টে গে‌লো অ‌নেক গু‌লো বছর
তারপর কোন এক‌দিন দেখা হ‌লো প‌থের মা‌ঝে
তোমার বুঝ‌তে বিলম্ব হলনা যে
অা‌মি অাজও পাারনী তোমায় ভুল‌তে
তু‌মি সব জে‌নে, সব বু‌ঝেও
‌ তোমার অবিশ্বা‌সের ছু‌রি দি‌য়ে
অামার বিশ্বাস‌কে কর‌লে অাঘাত
অা‌মি অাহত হলাম, র‌ঞ্জিত হ‌লো হৃদয়,
অামার অাহত হুদয় তোমার কা‌ছে মিনু‌তি করল
তু‌মি নির্দ‌য়ের ম‌তো চ‌লে গে‌লে
অামার বুক ফাটা অার্তনাদে পথ সিক্ত হ‌লো,
প‌থিক থম‌কে গে‌লো, বীনা সুর হারা‌লো,
তব‌ু তু‌মি ফি‌রে চাই‌লে না একবারও!!


সেই থে‌কে অার ঐ প‌থে চ‌লিনী
গভীর রজনী‌তে ব‌সে তোমা‌কে ভে‌বে কাঁ‌দিনী
প্রভা‌তের ঝরা বকু‌লের মালা গেঁ‌থে
অার পথ চে‌য়ে থা‌কিনী
কতট‌া দুঃখ অার কতটা কষ্ট নি‌য়ে
পরবা‌সে অা‌ছি বেঁ‌চে কেউ বু‌ঝে‌নি
‌ নিষ্ঠুর পৃ‌থিবী‌তে বিদা‌য়ের ক্ষ‌ণে ব‌সে
‌ কে‌নো জা‌নি বাঁচ‌তে ভীষণ ই‌চ্ছে কর‌ছে
অামার বাঁচার ব্যাকুলতা দে‌খে
(এক) একজন ডাক্তার ছু‌টে গে‌লেন
অন্য (এক) একজন ডাক্তা‌রের কা‌ছে
অা‌মি ডাক্তার দে‌খে বিস্ম‌য়ে হতবাক হলাম
অামার বুঝ‌তে বিলম্ব হ‌লো না যে
‌ সেই পাষাণী (হৃদয়হীন) সেই হৃদয়‌হিনী (পাষাণ) তু‌মি
অা‌মি সব জে‌নে সব ব‌ু‌ঝেও শুধু বাঁচার জন্য
‌ তোমার পা‌নে চাইলাম করুণ চো‌খে
তু‌মি কি জা‌নি কি ভে‌বে, গে‌লে চ‌লে
অা‌মি তোমা‌কে ডাকলাম
অামার বাঁচার শেষ ক্ষীণ শ‌ক্তি দি‌য়ে
অামার বাঁচার তীব্র ব্যকুলতা দে‌খে
অাজরাইল কেঁ‌দে উঠল, অাগুন নি‌ভে গে‌লো,
ক‌বি তার ছন্দ হারা‌লো
তবু তু‌মি ফি‌রে চাই‌লে না একবারও!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে +

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিটা এবং কবিতা দু’টোই ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.