নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ফিরে এ‌সো একবার

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০১


ক‌বিতাঃ~ বন্ধু, ফি‌রে এ‌সো একব‌ার
ক‌বিঃ- অ‌নি‌কেত কামাল

য‌দি ব‌লি বন্ধু , এ‌সো ফি‌রে, ভা‌লোবাসার মায়াবী টা‌নে,
অাবার হাঁ‌টি দু'জ‌নে একসা‌থে, হা‌তে হাত রেখে,
‌ তোমার যত অ‌ভি‌যোগ, যত অ‌ভিমান, সব ভু‌লে
সবুজ শ্যামল প্রকৃ‌তির মে‌ঠো পথ ধ‌রে
‌ যেখা‌নে দ‌ক্ষিনা পব‌নে ধা‌নের শীষ দো‌লে,
‌ যেখা‌নে দিগন্ত বিস্তৃত সুনীল অাকাশ
সুদু‌রের প্রান্ত ছুঁ‌য়ে মা‌টির সা‌থে কথা ব‌লে,
‌ ছোট্র নদীর কোল ঘে‌ষে, ঐ যে কাশগুচ্ছ ফু‌টে‌ছে,
ঐ‌যে অদু‌রে কম‌লিলতা হাত ছা‌নি দি‌য়ে ডা‌কে,
ঝি‌লে ফে‌াটা শাপলার চাহনী, অামায় মুগ্ধ ক‌রে,
চলনা বন্ধু, একটু ঘু‌রে অা‌সি সেখান হ‌তে/‌থে‌কে।

পা‌খি ডাকা প্রথম প্রহ‌রে, শান্ত শুভ্র লগ‌নে,
‌ শিশির সিক্ত বকুল ফু‌লের মালা গাঁথার স্নৃ‌তি
রাখা‌লি বাঁ‌শির সু‌রের মুর্ছনায় তন্মীয় প্রকৃ‌তি
দীর্ঘ প‌থের অাশাবাদী ক্লান্ত প‌থিক,খুঁ‌জে ব‌টের ছায়া
রা‌তের অদৃশ্য অ‌ভিমানী কান্নার অশ্রু‌বিন্দু
‌ বিস্তৃর্ন সবুজ ঘা‌সের ডগায় স্গ্ধি হা‌সি হা‌সে,
ঐ‌যে পুকুর পা‌ড়ের নেবু ব‌নের মৌ মৌ গন্ধ
ঐশী প্রে‌মের ঘুম ভাঙ্গা অাহ্বান, দো‌য়ে‌লের মি‌স্টি সুর
‌ কো‌কি‌লের কুহুতান,বা‌লি হা‌সের অবাধ সাঁতার
গভীর নির্জ‌নে সাগ‌রের সা‌থে নদী ‌প্রে‌মের কথা ব‌লে
‌ নি‌শিপ্রা‌তে গ্রম্য রমনীর সিক্ত চু‌লে মিল‌নের স্নৃ‌তি ভা‌সে
চলনা বন্ধু ,একটু ঘু‌রে অা‌সি সেখান থে‌কে/হ‌তে।।

বিশ্বাস কর বন্ধু, অপরুপ এই পৃ‌থিবীর বু‌কে
এখে‌নো নিত্য সন্ধ্যার মায়াবী অাঁধার না‌মে
উদাসী মন এ‌লো‌মে‌লো হাওয়ায় উ‌ঠে দু‌লে
নারীর অাঁচল হারায় ভা‌ললাগার অাল‌তো বাতা‌সে
প‌া‌খিরা ঘ‌রে ফি‌রে, বধুরা জল অা‌নে,
পল্লীর ঘ‌রে ঘ‌রে জ্ব‌লে উ‌ঠে মা‌টির প্রদীপ
শর‌তের নিমর্ল অাকাশ জু‌ড়ে, অগ‌নিত তারার মেলায়
‌ যে প্রি‌য়সী রোজ রা‌তে প্রিয়ার ছ‌বি দে‌খে কথা ব‌লে
বৃ‌ষ্টির রিম‌ঝিম ছ‌ন্দে বাতায়ন খু‌লে ভা‌বে
অ‌পেক্ষার প্রহর গু‌নে গু‌নে , ধৈ‌র্যের বাঁধ ভা‌ঙ্গে,
তবু ভা‌লোবাসার ক‌ঠিন বিশ্বা‌সে সান্ত্বনার বানী খঁ‌জে,
চলনা বন্ধু, একটু ঘু‌রে অা‌সি সেখান থে‌কে/হ‌তে।।।

নগর জীব‌নে নর্দমার গন্ধ, যা‌ন্ত্রিক গোল‌যোল
অসংখ্য জনতার কোলাহল , স্ব‌া‌র্থের লে‌লিহান শিখা
কি‌সের প্র‌য়োজন, কি‌সের অাশায় থাক ওখা‌নে?
স্নৃ‌কি কি তোমার কা‌ছে ধূসর, বিবর্ণ কুয়াশার অাবরণ?
অা‌মি তো এ‌খ‌নো জোসনা রা‌তের পুল‌কিত অা‌লোয়
‌ খোলা অাকা‌শের নি‌চে নিঃসঙ্গ অ‌ভিশা‌পে হাঁ‌টি
সর‌ষে ফু‌লের মধু অাহর‌ণে মৌমা‌ছির গুণ্জন শু‌নি
প্রজাপ‌তির পাখায় মেলা র‌ঙিন স্বপ্ন দে‌খি
অাকুল প্রাণ, ব্যকুল হৃদয়, ডা‌কে তোমায়
সকল মান অ‌ভিমান ভু‌লে , স্নৃ‌তির দুয়ার খু‌লে,
শুধু একবার এ‌সো ফি‌রে,
‌ তোমা‌কে হা‌রি‌য়ে মে‌হেদী রং শু‌কি‌য়ে গে‌ছে
‌ তোমা‌কে হা‌রি‌য়ে থে‌মে গে‌ছে জীব‌নের স্পন্দন।।।।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৬

ANIKAT KAMAL বলেছেন: অ‌নেক অ‌নেক দিন পর অাপনার মন্ত‌ব্যে ভীষন ভা‌লোবাসার পর‌শে সিক্ত হলাম, ভা‌লো থাক‌বেন সব সময়, স্রষ্টা অাপনা‌কে ভা‌লো রাখুন সারা জীবন যত‌দিন বাঁচবেন তত‌দিন

২| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪

ধ্রুবক আলো বলেছেন: বন্ধু ফিরে আসুক, লেখা সুন্দর হয়েছে

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৬

ANIKAT KAMAL বলেছেন:
ভা‌লোবাসার পর‌শে ভা‌লোলাগার অাদ‌লে ভা‌লো থাক‌বেন সব সময়, ভা‌লো‌বে‌সেই যেন চ‌লে যে‌তে পা‌বেন পৃ‌থিবী থে‌কে, অাপনা‌দের মন্ত‌ব্য‌েই অামরা ভা‌লোথো‌কি কেননা ভা‌লোথাকার তো অার কোন উপায়ন্তর নেই বন্ধু

৩| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৭

কানিজ রিনা বলেছেন: বন্ধুচলনাবসুন্ধরাঘুরি।

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২২

ANIKAT KAMAL বলেছেন: বসুন্ধরা/পৃ‌থিবী ঘুরার ই‌চ্ছে থাক‌লেও সবার জীব‌নে সেটা হয়না বন্ধু। অপরুপ সৌন্দ‌র্যের এই বসুন্ধরাকে উপ‌ভো‌গের জন্য অবশ্যই ম‌নের ম‌তো (বন্ধু ) মানুষ থাকা বান্ঞনীয় ভা‌লো থকন ভা‌লো লিখুন

৪| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১২

বিলিয়ার রহমান বলেছেন: ভাল লিখেছেন!:)

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:২১

ANIKAT KAMAL বলেছেন: অাপনার ভা‌লোলাগায় ভীষণ মুগ্ধ হলাম বন্ধু ভা‌লো থাকুন খুব ভা‌লো

৫| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
যে চলে যায় সেকি ফিরে আসার জন্য যায় !!
আবার সে ফিরে আসুক :``>>

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

ANIKAT KAMAL বলেছেন: কল্পনার শ‌ক্তি বাস্তবতার শ‌ক্তির চে‌য়ে অ‌নেক বে‌শি বন্ধু

৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে কামাল ভাই। কিছু টাইপো আছে। আশা করি সময় করে ঠিক করে নেবেন।
শুভ কামনা।

৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ANIKAT KAMAL বলেছেন: রজনীর ত্রি±প্রহরে কেউ য‌দি জে‌গে থা‌কেন তাহ‌লে বুঝ‌তে হ‌বে সে স্রষ্টার অারাধনা কর‌ছেন, বা দা‌য়িত্ব কর্ত‌ব্যের ভা‌রে বন্দী, বা মন্দ উ‌দ্দেশ্য সাধ‌নে চেষ্টা কর‌ছেন, বা নীরব ঘাতক যন্ত্রনারা তা‌কে ঘুমা‌তে দেয় না, জা‌নিনা অাপু অাপ‌নি কেন এ‌তো নিরবতার চাদ‌রে ‌নি‌জে‌কে বন্দী রে‌খে অামার প‌ড়ে থাকা ডাস্ট‌বি‌নের লেখার প্র‌তি এ‌তো দরদ মাখা মন্তব্য কেন ক‌রেন অাপু চরম অ‌ভিশাপ অার সমা‌লোনার বে‌শি প্রীত হ‌তে পা‌রি ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.