নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

বদ‌লে ফে‌লি নিজে‌কে

২৬ শে মে, ২০১৭ সকাল ১০:২৫

ক‌বিরা গুণা হ‌তে সাবধান

পিcএন এস (ইসলাম) : কবীরা গুনাহ বলা হয় ঐ সকল বড় বড় পাপকর্ম সমূহকে যেগুলোতে নিন্মোক্ত কোন একটি বিষয় পাওয়া যাবে। যে সকল গুনাহের ব্যাপারে ইসলামে শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। যে সকল গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগের কথা রয়েছে। যে সকল কাজে আল্লাহ তায়ালা রাগ করেন।

ক‌বিরা গুনা বা মহাপাপ গু‌লো হ‌লোঃ-

১। তা‌চ্ছি‌ল্যের সা‌থে কা‌রো প্র‌তি বিদ্রুপ ক‌রে হাসা
২। অপর‌কে খোটা দে'য়া/উপকার ক‌রে খোটা দেওয়া
৩। অন্য‌কে মন্দ অাখ্যা দি‌য়ে ডাকা
৪। কুধারণা বা বদগুনামী ক‌রা
৫। কা‌রো দোষ তালাশ করা
৬। কা‌রো গীবত করা
৭। বিনা কার‌ণে অন্য‌কে দোষা‌রোপ করা
৮। চুগলখু‌রী করা
৯। মিথ্যা কথা বলা
১০। অামান‌তের খেয়ানত করা
১১। ওয়াদা ভঙ্গ করা।
১২। কাউ‌কে তার অতীত গুণার উপর লজ্জা দে'য়া
১৩। অপবাদ দেওয়া
১৪। কা‌রো ক্ষ‌তির উপর খু‌শি হ'য়া
১৫। অহংকার করা
১৬। গে‌ৗরবা‌ন্বিত হওয়া
১৭। সামর্থ্য থাকা স‌ত্ত্বেও অসহায়‌দের সাহায্য না করা
১৮। অ‌ন্যের মা‌লের ক্ষ‌তি করা
১৯। কা‌রো চ‌রি‌ত্রের উপর কলঙ্ক লেপন করা
২০। ‌ছোট‌দের স্নেহ না করা
২১। বড়‌দের শ্রদ্ধা না করা
২২। অনাহারী ও বস্ত্রহীন‌দের অন্ন বস্ত্র দি‌য়ে সাহায্য না করা
২৩। পা‌র্থিব ম‌নোমা‌লি‌ণ্যের কারণে পরস্পর তিন দি‌নের বে‌শি কথা বন্ধ রাখা
২৪। প্রাণীর ছ‌বি তোলা
২৫। অ‌ন্যের জ‌মি‌নের উপর ওয়ারিশ দাবী করা
২৬। সুস্থ্য সবল ব্য‌ক্তি‌দের ভিক্ষা করা
২৭। দাঁ‌ড়ি মুন্ডা‌নো বা এক মু‌ঠোর কম কে‌টে ফেলা
২৮। কা‌ফের ও ফা‌সেক‌দের বেশভূষা অবলম্বন করা
২৯। পুরুষরা ম‌হিলা‌র পোষাক ও বেশভূষা অবলম্বন করা
৩০। ম‌হিলারা পুরু‌ষের পোষাক ও বেশভূষা অবলম্বন করা
৩১। অপকর্ম বা কুকর্ম করা
৩২। চু‌রি করা বা না জানি‌য়ে নেওয়া
৩৪। ডাকা‌তি করা
৩৫। মিথ্যা স্বাক্ষ্য দে'য়া
৩৬। মাতা পিতার ম‌নে কষ্ট দে'য়া বা নাফরমানী করা
৩৭। নিরপরাধ মানুষ‌কে হত্যা করা
৩৮। মিথ্যা কসম করা
৩৯। ঘুষ গ্রহণ করা
৪০। ঘুষ নেওয়া
৪১। ঘু‌ষের লেন‌দে‌নে সহায়তা করা
৪২। মদ পান করা
৪৩। জুয়া খেলা
৪৪। জুলুম করা
৪৬। সুদ দেওয়া
৪৭। সুদ লওয়া
৪৮। সু‌দের চু‌ক্তিপত্র লেখা
৪৯। সু‌দের স্বাক্ষী হওয়া
৫০। কা‌রো কোন জি‌নিষ বিনা অনুম‌তি‌তে নি‌য়ে যাওয়া
৫১। গাঁজা, ইয়াবা ট্যাব‌লেট, হে‌রোইন সেবন বা খাওয়া
৫২। গাঁজা, ইয়াবা, হে‌রোইন বা ম‌স্তিস্ক বিকৃত ক‌রে এমন বস্তু খাওয়া বা পান করা বা করা‌নো
৫৩। অন্যায় করা
৫৪। অন্যায় সহ্য করা
৫৫। অন্যা‌য়ের দর্শক হওয়/অন্যা‌য়ে সহায়তা করা
৫৬। জবান ঠিক না রাখা
৫৭। ইজ্জ‌তের স‌ঠিক ব্যবহার না করা
৫৮। হারাম উপার্জন, হারাম খাওয়া ও হারাম খাওয়া‌নো
৫৯। অাঁ‌ড়ি পাতা/ মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা
৬০। অ‌ন্যের গোপন কথা ফাঁস করা
৬১। মহ্ৎ কা‌জে বাধা প্রদান ও মৃত্যুর সংঘাত সৃ‌ষ্টি করা
৬২। সৃ‌ষ্টিকর্তার সা‌থে শরীক করা
৬৩। হারাম উপার্জ‌নে দান করা
৬৪। মনগড়া হাদী‌সের ফ‌তোয়া দি‌য়ে ফিতনা ফাসাদ সৃ‌ষ্টি করা
৬৫। কা‌রো ম‌নে কষ্ট দেওয়া/ক‌ষ্টের প্রত্যক্ষ প‌রোক্ষ কারণ হওয়া
৬৬। কা‌রণে অকার‌ণে অ‌ন্যের মন ভাঙ্গা
৬৭। প‌রো‌কিয়া করা বা জিনা করা
৬৮। পর‌কিয়া বা জিনায় উৎসাহ প্রদান বা সহায়তা করা
৬৯। বা‌নোয়াট কথা ব‌লে সম্পর্ক নষ্ট করা
৭০। সত্য গোপন ক‌রে মিথ্যা বলা
৭১। কুপরামর্শ বা কুমন্ত্রণা দেওয়া
৭২। অপর‌কে হেয়প্রতিপন্ন করার জন্য মি‌থ্যে স‌ন্দেহ ক‌রে অপপ্রচার করা
৭৩। জে‌নে শু‌নে বু‌ঝে স‌ত্যে‌কে মিথ্যার সহিত মি‌শ্রিত করা
৭৪। অ‌ন্যের অাত্নমর্যাদায় অাঘাত করা
৭৫। মু‌খে এক অন্ত‌রে অা‌রেক বা মু‌খে মধ‌ু অন্ত‌রে বিষ
৭৬। নামায পরিত্যাগ করা
৭৭। পিতা-মাতার অবাধ্য হওয়া
৭৮। পিতা-মাতাকে অভিসম্পাত করা
৭৯। যাদু-টোনা করা
৮০। এতীমের সম্পদ আত্মসাৎ করা
৮১। প্রতারণা করা বা ঠকবা‌জি করা
৮২ জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন করা
৮৩। সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেয়া
৮৪। ফরয রোযা না রাখা
৮৫। যাকাত আদায় না করা
৮৬। ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা
৮৭। যাদুর বৈধতায় বিশ্বাস করা
৮৮। আত্মহত্যা করা
৮৯। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
৯০। অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
৯১। মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
৯২। তকদীর অস্বীকার করা
৯৩। অদৃশ্যের খবর জানার দাবী করা
৯৪। গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে ভাগ্য গণণা করা
৯৫। পেশাব থেকে পবিত্র না থাকা
৯৬। রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম. এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা
৯৭। মিথ্যা স্বপ্ন বর্ণনা করা
৯৮। মিথ্যা কসম খাওয়া
৯৯। মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা
১০০। সমকামিতায় লিপ্ত হওয়া
১০১। হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা
১০২। যার জন্যে হিলা করা হয়
১০৩। মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা
১০৪। মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা
১০৫। মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা
১০৬। মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া
১০৭। খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য ৪৭. অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো
১০৮। কোন অপরাধীকে আশ্রয় দান করা
১০৯। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা
১১০। ওজনে কম দেয়া
১১১। ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা
১১২। ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা
১১৩। দাঁত চিকন করা
১১৪। সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা
১১৫। অতিরিক্ত চুল সংযোগ করা
১১৬। বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো
১১৭। কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা
১১৮। পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া
১১৯। পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা
১২০। মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা
১২১। গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা
১২২। স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা
১২৩। জুলুম-অত্যাচার করা
৭২. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা
১২৪। রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা
১২৫। স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা
১২৬। পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা
১২৭। সাহাবীদের গালি দেয়া
১২৮। নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা
১২৯। মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন
১৩০। ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা
১৩১। পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা
১৩২। কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া
১৩৩। আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা
১৩৪। বিনা প্রয়োজনে তালাক চাওয়া
১৩৫। যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট স্বামীর অবাধ্য হওয়া
১৩৬। স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা
১৩৭। স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা
১৩৮। স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা
১৩৯। বেশী বেশী অভিশাপ দেয়া
১৪০। বিশ্বাস ঘাতকতা করা
১৪১। অঙ্গীকার পূরণ না করা
১৪২। ঋণ পরিশোধ না করা
১৪৩। বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না
১৪৪। তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো
১৪৫। পরীক্ষায় নকল করা
১৪৬। ভেজাল পণ্য বিক্রয় করা
১৪৭। ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা
১৪৮।আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা
১৪৯। নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা
১৫০। মহান অাল্লাহর সা‌থে শরীক/অংশীদারী করা
১৫১। মে‌য়ে‌দের অংশ (হক) না দেওয়া
১৫২। অাল্লাহর রহমত হ‌তে নিরাশ হওয়া
১৫৩। ফরজ কাজ নামাজ রোজা হজ যাকাত বাদ দেওয়া
১৫৪। কোরঅান শরীফ শিক্ষার পর ভু‌লে যাওয়া
১৫৫। অাল্লাহ ব্যতীত অন্যকা‌রো কসম খাওয়া
১৫৬। অাল্লাহ ব্যতীত অন্য‌কা‌রো সেজদা করা
১৫৭। বিনা কার‌ণে নামাজ কাযা করা
১৫৮। কোন মুসলমান‌কে বেইমান কা‌ফের অাল্লাহর দুশমন বলা
১৫৯। কা‌ফের‌দের ম‌ধ্যে প্রচ‌লিত রেওয়াজ পছন্দ করা
১৬০। খাবার কোন জি‌নিস‌কে মন্দ বলা
১৬১। নাচ দেখা
১৬২। গান বাদ্য শুনা
১৬৩। ক্ষমতা থাকা স‌ত্বেও ন‌ছিয়ত না করা
১৬৪। মরণকা‌লে ঈমা‌নের স‌া‌থে মৃত্যু না হওয়া/মরণ কা‌লে কা‌লিমা মু‌খে না অা'সা ইত্যা‌দির অ‌ভিশাপ দে'য়া
১৬৫। বিকৃত মৈথুন করা বা পশু মৈথুন
১৬৬। অাত্নীয়তার সম্পর্ক ছিন্ন করা
১৬৭। সামর্থ্য থাকা স‌ত্ত্বেও ভিক্ষা করা
১৬৮।‌ দা‌য়িত্ব কর্ত‌ব্যের চরম বর‌খেলাপ করা
১৬৯। কোরঅান শরীফকে অবমাননা করা
১৭০। ধ‌র্মের জন্য জিহাদ না করা
১৭১। ধর্মান্ধ‌রিত হওয়া
১৭২। অ‌ন্যের ধ‌র্মের প্র‌তি চরম ঘৃণা প্রকাশ করা
১৭৩। কথা বেচা‌কেনা করা বা কথার দালালী করা।
১৭৪। উপকা‌রের বি‌নিম‌য়ে ক‌মিশন খাওয়া।
১৭৫। অান্দাজ ,অনুমান বা স‌ন্দেহ ক‌রে কথা বলা
১৭৬। স্পাই‌গিরি করা বা অা‌ড়িপাতা
১৭৭। কা‌রো দৈ‌হিক অাকার অাকৃ‌তি নি‌য়ে ব্যঙ্গ কর
১৭৮। অাল্লাকে বিশ্বাস করার পরও তাঁর সাথে শরীক করা
১৭৯। নিজে ঠকে অন্যকেও ঠকানোর চেস্টা করা (জাল টাকা পয়সা)
১৮০। হস্তমৈতুন করা/‌ফোন সেক্স করা
১৮১। পর্ণগ্রা‌ফি মো‌ভি চ‌টি সেক্স ইত্যা‌দির কার‌ণে কামাত্তজনা মেটা‌নো
১৮২। নি‌জে উদরপূ‌র্তি ক‌রে খাওয়া অথচ পা‌শের প্র‌তি‌বে‌শির খবর‌নো নেওয়া


ক‌বিরা গুণা থে‌কে মু‌ক্তির উপায় খা‌টি ভাবে তওবা করা। নিশ্চয় অাল্লাহ ত‌ওবা কারী‌কে ভা‌লোবা‌সেন।

নামাজ মানুষ‌কে খারাপ কাজ থে‌কে বিরত রা‌খে, যাকাত মানু‌ষের জান মা‌লের হেফাজত ক‌রে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮

আফা আমি-ই দেশপ্রেমিক বলেছেন: আল্লাহ সবাই কে হেদায়েত দান করুক।

২৬ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩

ANIKAT KAMAL বলেছেন:
ধন্যবাদ মন্ত‌ব্যে অণুপ্রা‌ণিত শু‌ভেচ্ছ অফুরান , ভাই ভা‌লোর দি‌কে দৃ‌ষ্টি কম মানু‌ষের

২| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২৪,২৭,২৮,২৯, ৩০ গুলো পোষ্টের মেরিট নশ্ট করে দিল!

জীবনের সহজাত বোধ আর অনুভবকে ইসলাম অস্বীকার করেনি।
পুথিগত অনুভব আর জাগ্রত জীবনবোধে অনুভবের পার্থক্যটা রয়েই গেল!

লালন গুরুর ভাষায়- যে সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে- পাপ পূন্যের আর নাই বালাই!

২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

ANIKAT KAMAL বলেছেন: দার্শ‌নিক মন্ত‌র্যের জন্য ধন্যবাদ

৩| ২৬ শে মে, ২০১৭ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


সোজাসুজি ১০০ করে দিলে গুনতে সহজ হতো; চেস্টা করেন আরেকটু

২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯

ANIKAT KAMAL বলেছেন:
পঞ্চা‌শেই হয়ত নীরব ক্ষোভ ১০০ তে তাহ‌লে করে ভাইয়া

৪| ২৬ শে মে, ২০১৭ সকাল ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:

৪২। মদ পান করা

এর সাথে্ সাথে আসবে ৪৩। মদ বিক্রয় করা

৪৪। গাঁজা, ইয়াবা, খাওয়া ৪৫। গাঁজা ও ইয়াবা বিক্রয় করা

চেস্টা করেন, ১০০ হয়ে যাক।

২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৯

ANIKAT KAMAL বলেছেন: সু‌ন্দর পরাম‌র্শের জন্য ধন্যবাদ , দে‌খি চেষ্টা ক‌রে, সহ‌যে‌া‌গিতার জন্য অাভিনন্দন

৫| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৭

lostsinner বলেছেন: কীটপতংগ,গবাদিপশু,মানুষ,বৃক্ষের ছবি না তোলা
মানুষের চিত্র অংকন না করা
লেখক ভ্রাতা যে স্থিরচিত্র তুলেছেন সেটা না করা
আর কিছু যুক্ত করুন এবং নিজেকে বদলে মানব থেকে মহামানব এ উন্নিত করুন

২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮

ANIKAT KAMAL বলেছেন: অাপনার ই‌চ্ছে শ‌ক্তিই য‌থেষ্ট , নি‌জে‌কে বদলান পৃ‌থিবী বদলা‌তে না পার‌লেও নি‌জের অাদ‌র্শের জন্য গর্ব কর‌তে পার‌বেন

৬| ২৬ শে মে, ২০১৭ রাত ৯:৫৮

চানাচুর বলেছেন: ৭১. মানুষকে উপদেশ দেওয়



:P

২৭ শে মে, ২০১৭ রাত ১:৪৮

ANIKAT KAMAL বলেছেন: স‌ত্যিই অনন্য ধন্যবাদ অাপনা‌কে এটা থে‌কেই শুরু হ‌বে ৭১। ক‌ুমন্ত্রণা দেওয়া

৭| ২৬ শে মে, ২০১৭ রাত ১১:১১

বিষাদ সময় বলেছেন: "৫৬। জবান ঠিক রাখা" আমার মনে হয় এটা হবে "জবান ঠিক না রাখা"

সাথে যোগ করতে পারেন,
** সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করা।
** ওজনে কম দেয়া।
** হযরত মোহাম্মদ বলে দরুদ পাঠ না করা।

পরিশেষে পোস্টের জন্য ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৭ সকাল ৭:০৯

ANIKAT KAMAL বলেছেন: ভ‌ুলটা‌কে ধ‌রি‌য়ে দেওয়ার জন্য ধন্যবান। লেখার তথ্য বা প‌রি‌ধি বৃ‌দ্ধির জন্য স‌হ‌যো‌গিতায় বি‌শেষভা‌বে কুতজ্ঞ , ভা‌লো থাকার জন্য স্রষ্টার দরবা‌রে প্রার্থনা

৮| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:২১

বিষাদ সময় বলেছেন: নিচের লিঙ্কটিতে গিয়ে আপনার পোস্টটিকে আরও সমৃদ্ধ করতে পারেন। ধন্যবাদ।
এক নজরে ১০১ টি কবীরা গুনাহ

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৭

ANIKAT KAMAL বলেছেন: অাপনার প্র‌তি কৃতজ্ঞতার প‌রি‌ধি অামার কল্পনার সীমান্ত‌কেও হার ম‌া‌নি‌য়ে‌ছে অাপনার ২৯ টি পে‌াস্টের যাদুকরী লেখার অসাধারণ ছোঁয়ায় ব্লগ ভুবন ধন্য অাল্লাহ অাপনা‌কে ভা‌লো রাখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.