| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুমি কেমন অাছো
অনিকেত কামাল
প্রত্যাশার চাদর বিছিয়ে প্রতীক্ষার প্রহর গুনি
তোমার জন্য , শুধুই  তোমার জন্য,
অনবরত কস্টের লোনাজলে ভিজে যায়
বুকের সবুজ জমিন কেন এমন হয়
মিথ্যে সান্ত্বনার বাণীতে বেঁচে থাকার 
প্রয়াস,  অামাকে অাবার বাচতে শেখায়
চলে যাওয়া মানে শেষ না যেমন মরে যাওয়া
চলে গেলে ফিরে অাসার স্বপ্ন  থাকে
যেমন অামার অাছে  
অামার বিশ্বাসের  যাদুকরী স্বপ্নের প্লাটফর্মে
তোমাকে ফিরে অাসতেই  হবে  
কেননা অামার অসম্ভব সুন্দর ভালোবাসা
 পরশপাথর তোমাকে বিশ্লেষণের কাঠগড়ায় দাঁড় করাবে 
 বিশুদ্ধতার সবটুকু নির্যাসে
অাবার তোমাকে ফিরে অাসতে হবে 
অাবার ভালোবাসতে হবে 
অাবার ,,,,
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৯  রাত ১০:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।