নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

কিছু উপদেশ অাপনাকে কস্ট দিলে ক্ষমা করবেন

২৭ শে মে, ২০১৯ রাত ১:৪২

কিছু উপদেশ মূলক কথাঃ সবার কাজে লাগতে পারে।

১. কথা হজম বা সহ্য করতে শিখুন, এইটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে ক‌রে কিংবা জোর ক‌রে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়, অার জি‌তে গে‌লেও সম্পর্ক শত্রু‌তে প‌রিণত হ‌তে পা‌রে।

৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন, আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে, আপনি একটু হাসুন। নিশ্চয় স্রস্টা সব‌কিছু দে‌খেন শু‌নেন জা‌নেন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন, হার মে‌নে হাস‌তে শিখুন, হারার মা‌ঝেও অানন্দ অা‌ছে। যেমন অাপনার মা বাবা অাপনার কা‌ছে হে‌রে গি‌য়েও মহা খু‌শি। সব জায়গায় জিততে নেই' এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না, হয় না অর্থাৎ কথায় চিড়া ভি‌জে না। কথার চাপবা‌জি‌তে সাম‌য়িক বিভ্রান্ত করা যায়। তাই কাজ শুরু করুন এখনই, আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, পছন্দ ক‌রে না, ভালাবা‌সে না, তা‌তে কি? তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন' নিজের প্রতি অাস্থাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন' কি দরকার বলে বেড়ানোর, "কাজ করুন", যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না, কুকুরদের জিততে দিন, আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন, আর নিরবে কাজ করুন, আপনার কাজই কথা বলবে।

১১. মানুষ ম‌রে গে‌লে প‌চে যায় বেঁ‌চে থাক‌লে বদলায়। ক্ষ‌ণেক্ষ‌ণে বদলায়। কিন্তু অাপ‌নি বদলার অা‌গে ভাব‌বেন।

১৩. ‌ জীবন চলার প‌থে দু'এক‌টি সম্পর্ক এতটাই প্রভাব বিস্তার ক‌রে যা সারা জীবন ম‌নে রাখার ম‌তো। কিন্তু সারা জীবন তার সা‌থে দেখা নাও হ‌তে পা‌রে । তাই ম‌নে রাখুন সর্বদা " দেখা হ‌বে কিনা সেটা নি‌শ্চিত নয় ত‌বে ম‌নে র‌বে অনন্তকাল।।

১৪. অাপনার বিজ‌য়ের অানন্দ অ‌ন্যের হে‌রে যাওয়ার কান্নার উপহার। তাই প্র‌তি‌যো‌গিতায় জয়ী হওয়ার অা‌গে ভাবুন বিজয়টা যেন অ‌ন্যের চো‌খের জ‌লের উপহার না হয়।

১৫. অত্যাধু‌নিক প্রযু‌ক্তি নির্ভর সামা‌জিক জীব‌নের প্র‌তি‌বিম্ব অাপনার কথা কাজ অার ব্যবহা‌রে প্রকাশ পায়। তাই স‌চেতন থাক‌বেন কথা কাজ অার ব্যবহা‌রের দি‌কে। তিন‌টির প্র‌তি বি‌শেষ দৃ‌স্টি অাপনা‌কে ব্য‌ক্তিত্ব ধ‌রে রাখ‌তে সহায়তা কর‌বে।

১৬. সত্যের পথ দুর্গম এই ক‌ঠিন বা দুর্গম পথ চল‌তে হাজারও বাধা অাস‌বে ভে‌ঙ্গে পড়‌বেন না‌ নিরাশ হ‌বেন না ধৈর্য ধরুন অ‌পেক্ষা করুণ বিজয় অাপনার জন্য অ‌পেক্ষা করে‌ছে।

১৭. সর্বদা অাত্ন‌বি‌শ্লেষ‌ণের পর্য‌বেক্ষণী য‌ত্নে নি‌জে‌কে যাচাই ক‌র‌বেন।

১৮. কখনই অহংবার কর‌বেন না অন্য‌কে ছোট ভাব‌বেন না। লো‌ভের বশবর্তী হ‌য়ে কিছু কর‌বেন না । অা‌বেগ দি‌য়ে নয় বি‌বেক দি‌য়ে বিচার কর‌বেন।

সর্বপ‌রি সর্বশ‌ক্তি মান সৃ‌ষ্টিকর্তর প্র‌তি সর্বাঙ্গীন বিশ্বাসই অাপনার মান‌সিক প্রেরণার উৎস হি‌সে‌বে কাজ কর‌বে।

ধন্যবাদ। অাস ছালামু অালাই কুম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৯ সকাল ৭:৩৭

রাজীব নুর বলেছেন: প্রভু আমাদের সবাইকে ভালো রাখুক।

২| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.