![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ কাছেই ছিলো..... এখনো চলছি .......
এক পক্ষ মনে করছে, পার্টির ঘোষণা ও ২০০৯ সালের কনভেনশনের মাধ্যমে অনুমোদিত মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তিতে এবং শিবদাস ঘোষের চিন্তা থেকে বাসদ গড়ে উঠেছে।
অন্য অংশ মনে করছে, মার্কসবাদ ও লেনিনবাদের নয়, শিবদাস ঘোষের মতবাদের আলোকেই বাসদ গড়ে উঠেছে।
এ নিয়ে গত ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির সভাতেও মতৈক্যে পৌঁছাতে পারেননি কেন্দ্রীয় নেতারা। বাসদের ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ্ সদস্য মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী অবস্থান নেন শিবদাস ঘোষের পক্ষে। অন্যদিকে, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল হক মিলু ও রাজেকুজ্জামান রতন তাদের সঙ্গে ভিন্নমত পোষণ করেন
পুরো লেখাটি পড়তে ক্লিক করুন ....
বাসদ ! আবারো ভাঙেনর মুখে
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৫
এস এইচ খান বলেছেন: সরি! ঢাল নাই কুত্তার বাঘা তার নাম
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
মুচি বলেছেন: ঢাল কুত্তার বাঘা তার নাম
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০১
অবসরের স্বপ্ন বলেছেন: পারলে ঐ তত্ব নিয়ে একটু আলোচনা করুন । ঢাল কুত্তা যা যা বলতেছেন তা মাথার উপর দিয়ে এসে আসলে আপনার ঘাড়টাই নষ্ট করতেছে ।
বাসদের তাতে কিচ্ছু হবে না । দেশেরও কিছু হবে না । মুক্তির একমাত্র পথ রাজপথ ...... আসুন দেখা হবে
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৪
কাজী মামুনহোসেন বলেছেন: এ আর নতুন কি ?
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৬
কাজী মামুনহোসেন বলেছেন: আদর্শ লইয়া সবাই ফাল পাড়ে কিন্তু একতার ব্যাপারে কেউ মাথা ঘামায় না !!!
বিল্পব কি শুধু আদশেই হয় , নাকী সাথে একতাও লাগে ?
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭
অবসরের স্বপ্ন বলেছেন: আদর্শের একতাই বিপ্লব সাধনের একমাত্র উপায় ।
রাজনীতিবীরা বা কয়েকটি পার্টি বিড়ি সিগারেট একসাথে খাওয়ার জন্য নয়; রাজনৈতিক কর্মসূচীর ব্যাপারে একমত হয়ে ঐক্য গঠন করে । আর এ জন্যই দরকার আদর্শের একতা । আর তথাকথিত দলগুলোর তো কোন আদর্শই না । আদর্শের একতা আসবে কোথেকে ?
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০১
উৎস১৯৮৯ বলেছেন: ঢাল কুত্তার বাঘা তার নাম।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮
অবসরের স্বপ্ন বলেছেন: লেখাটা পড়ে মন্তব্যটি করেননি ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০১
এস এইচ খান বলেছেন: ঢাল কুত্তার বাঘা তার নাম