![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ কাছেই ছিলো..... এখনো চলছি .......
ফাজতে ইসলাম আগামী নির্বাচনের ভোট হেফাজত করছে হতে পারে সেভাবেই আওয়ামী লীগ সরাসরি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। যদি তাই হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের বামপন্থী অংশগুলোর চাপেও এবার কিছু হবে না। এর নিদর্শন দেখা যায় হেফাজতকে সবামেশের অনুমতি প্রদান করার মধ্য দিয়ে, অথবা রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু এবং অন্যান্য নেতাদের অসন্তোষের মধ্য দিয়ে। তবে যখন হেফাজত সামর্থ এবং কথিত ঈমান থাকা সত্বেও শাহবাগ আক্রমণ করেনি তখন এটা খুবই সম্ভাব্য যে তল দিয়ে আওয়ামী লীগের সাথে একটা আঁতাত হয়ে গেছে। এটা নতুন কিছু নয়, ইসলামী দল, এমনকি জামায়াতের সাথেও আওয়ামী লীগের আঁতাত হবার একাধিক ঘটনা আছে, যার সর্বশেষ সন্দেহ করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের আগ দিয়ে। এই ইসলামী দলের সাথে ২০০৮ সালেও ব্লাসফেমি আইন করার বিষয়ে আওয়ামী লীগের সমঝোতা হয়েছিল
পুরো লেখাটি পড়তে ক্লিক করুন ... ভোটের রাজনীতি এবং হেফাজতে ইসলাম
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ভণ্ড ভণ্ড ভণ্ড (পর্ব-১)
Click This Link