নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

বিলবোর্ড কাহিনীঃ শাসক দল হিসেবে আওয়ামী লীগের সাফল্য কোথায়?

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

পিনাকী ভট্টাচার্য

অদ্ভুত ব্যাপার -- এটা আজব বিশ্লেষন -- এবার আমরা যদি সাফল্য বলতে আওয়ামী লীগ যা যা বোঝাতে চাইছে সেটা দেখি তাহলে লক্ষ্য করবো উনারা সার্ভিস ডেলিভারি মডেলের সাফল্যকেই উনাদের সাফল্য বলে ধরে নিয়েছেন। এই সার্ভিস ডেলিভারি মডেলগুলো আসলে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির একটি ধারাবাহিক সাফল্য, সরকারের নয়। রাষ্ট্রের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির যদি কোন পরিবর্তন না ঘটে তবে সেই ধারাবাহিকতা নষ্ট হয়না----- তার মানি ব্যবস্থাপকের কোন সাফল্য নেই সব কিছু সিসটেমের ।। কোচের কোন বাহাদুরি নেই কারন উনিতো খেলেন নি । তাহোলে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের ধারা বাহিক সাফল্য আগে কোথায় ছিল ?? রাষ্ট্র নামক প্রতিষ্ঠান টি কি আপনা আপনি পারফর্ম করে কোন ব্যবস্থাপক ছাড়া ?---- রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির একটি ধারাবাহিক সাফল্য, সরকারের নয় !!!!!! তার মানি সরকার রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের অংশ নহে !!!!! রাষ্টে নামক প্রতিষ্ঠান টিকে কে চালায় । যদি সাফল্য না আসতো তখনতো সব দোষ সরকারের হোত তাইনা ??? তাহোলে ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের সময়ে বিদুৎ উৎপন্ন হোল ৪১০০ MW সেটা বিএনপি জামাত নিয়ে গেল ৩১০০ -- তার মানি এটা বিএনপির ব্যর্থতা নয়-- রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের ব্যর্থতা !!! আপনার লেখার উদ্দেশ্যটা আসলে কি ???? সঠিক ব্যস্থাপনা না থাকলে তো কোন সাফল্য আসতো না তখন কেন সরকারকে দোষ দেওয়া হোত ??? ঘুষ দুঃর্নিতী সব কিছুর পর এই ধরনের আউট পুট আগের আমলে কোথায় ছিল । ১৯৯৬-২০০১ এর সরকার কৃষি সহ অন্য সব কিছুতে যে অগ্রগতি করে ছিল সেটা তো পরের সরকার এসে ধংস করে দিল অপ ব্যবস্থাপনার কারনে -- তাহোলে আপনার যুক্তির গ্রহণ যোগ্যতা কোথায় ???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

এ আর ১৫ বলেছেন:




দুঃর্নীতি দমন কমিটি রাষ্ট্র নামক প্রতিস্টানের অংশ যারা দুঃর্নীতি দমনে ব্যর্থ হয়েছে সুতরাং এটা সরকারের ব্যর্থতা নহে । পুলিশ প্রসাশন আইণ শৃখলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে সুতরাং এটা রাস্ট্র নামক প্রতিষ্ঠানের ব্যর্থতা এটা মোটেও সরকারের ব্যর্থতা নহে !!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.