নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

সৌদি পতাকার অনুকরনে বাংলাস্থান পতাকা !!! - আপত্তিকর এবং ধর্র্মীয়ভাবে উস্কানী এবং বিদ্ধেষমুলক !!!

১৬ ই মে, ২০১৫ সকাল ৯:২২

সৌদি আরবের পতাকায় কলেমার নিচে তলোয়ারের ছবি যার অর্থ খুবই খারাপ -- যার অর্থ আমাদের ঈমান তলোয়ারের উপরে ( নাউযুবিল্লাহ) । দুঃখের বিষয়ে কেউ এর সমালোচনা করে না যা আপত্তিকর এবং ধর্র্মীয়ভাবে উস্কানী এবং বিদ্ধেষমুলক ।

এখন দেখুন সৌদি পতাকার অনুকরনে বাংলাস্থানের পতাকা করা হয়েছে শুধু এই টুকু বোঝানোর জন্য যে সৌদি পতাকার মেসেজ কত খারাপ - আপত্তিকর এবং ধর্র্মীয়ভাবে উস্কানী এবং বিদ্ধেষমুলক!!!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:৪৩

আজকের বাকের ভাই বলেছেন: আমার যতোদুর মনে হয়, আরবে যুগ্ধের সময় এমন পতাকা ব্যবহত হতো, যা পরে তাদের জাতীয় পতাকার রূপ নিয়েছে।
আমরা বাঙ্গালীরা যথার্থই আবাল, তা না হলে কেউ চাদে সাঈদী দেখে।
বাংলাদেশে ৮৫% মুসলিম হতে পারে, কিন্তু ইসলাম মানে কয়জন? যারা ইসলামই মানে না তাদের খেয়ালীপনার জন্য আপনি ইসলামকে দায়ী করবেন না। এটাও আপনাদের একটি মুদ্রাদোষের মতো, কিছু হলেই ইসলাম।

১৬ ই মে, ২০১৫ সকাল ১১:০২

এ আর ১৫ বলেছেন: যারা ইসলামই মানে না তাদের খেয়ালীপনার জন্য আপনি ইসলামকে দায়ী করবেন না। এটাও আপনাদের একটি মুদ্রাদোষের মতো, কিছু হলেই ইসলাম---- আমি কখোন ইসলামকে দায়ি করলাম দেখান তো । যারা ইসলাম গেল ইসলাম গেল বলে আপনাদের মত চিৎকার করে তারা কেন নিশ্চুপ সৌদি পতাকার ব্যপারে ?? বলুনতো যুদ্ধের সময়ে কেন কলেমার নিচে তলোয়ারের ছবি দিয়ে পতাকা বানানো হয়েছিল । তাদের ঈমান কি তলোয়ারের উপর ছিল। এটাতো গ্রহন যোগ্য হতে পারে না ।

২| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:৪৭

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ফালতু কাজ কারবার

৩| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:৫৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: বাংলাদেশ সৌদী বা পাকিস্তান হলে ক্ষতি কি?
৯৫% মুসলমান এখানে। জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা সেরকমই হওয়া উচিত যেটা মুসলিমদের সাথে মানায়!!!!!

১৬ ই মে, ২০১৫ সকাল ১১:০৫

এ আর ১৫ বলেছেন: আপনার ঈমান কি তলোয়ারের উপরে না আল্লাহর উপরে ??? যাদের ঈমান তলোয়ারের উপরে তারা সৌদি পাকিকে অনুসরন করুক, যাদের ঈমান আল্লাহর উপরে তাদের ওদের অনুসরন না করলেই চলবে !!!

৪| ১৬ ই মে, ২০১৫ সকাল ১১:২০

আজকের বাকের ভাই বলেছেন: সৌদী পতাকা সে দেশের, তাতে সমস্যাটা কোথায়।
মহানবী স: এর যুগে অনেক রক্তক্ষয়ী যুগ্ধ হয়েছে তা নিশ্চই জানেন। সে হিসাবে পতাকার কোন ভূল দেখি না, তবে কি কারণর তারা এমন নকশা করেছে তা আমার জানা নেই। সোদীতে তো কাউকে তুলে নিয়ে গিয়ে জোর করে মুসলমান বানানো হয় না, ইসলামী ইতিহাসে কাউকে জোর করে মুসলমান বানানোর ঘটনাও জানা নেই। যদিও এখন অনেক জঙ্গীবাদী আছে যারা অন্য ধর্মের মানুষদের মারছে, সে কারণে আপনি সৌদী পতাকাকে দায়ী করতে পারেন না।

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

এ আর ১৫ বলেছেন: In 1902 Abdulaziz Abdulrahman Al-Saud, leader of the Al Saud and the future founder of the Kingdom of Saudi Arabia, added a sword to this flag. তারমানে সৌদি পতাকাতে ১৯০২ সালে তলো্য়ার যুক্ত করা হয় কলেমার নিচে । কোরানের আয়াত বা হাদিস বা কলেমার নিচে কেউ কি তলোয়ারের ছবি দেয়?? পুরানো অনেক পতাকা আছে তলোয়ারের ছবি যুক্ত কিন্তু কোন কোরানের আয়াত বা কলেমা সেখানে লেখা আছে কি ???

৫| ১৬ ই মে, ২০১৫ সকাল ১১:২৬

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: বাংলাদেশ আর বিশ্বের দিকে তাকালে তো দেখি ইমান তলোয়ারের উপরে, সেই জন্যই ওই কথা বলেছিলাম।

দেখেন না চারিদিকে ইমানওয়ালারা কেমনভাবে তলোয়ার, চাপাতি এগুলো ব্যবহার করছে, সে জন্যই ওকথা বলেছিলাম।

কে চায় বাংলাদেশ সৌদী বা পাকিস্তান হোক??

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

মাঘের নীল আকাশ বলেছেন: সৌদি তো জাতেই খারাপ। তাদের পতাকায় কি মেসেজ দিল না দিল তাতে কী যায় আসে?

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

উদাসী স্বপ্ন বলেছেন: ওপরে একজন বললো বাংলাদেশ সৌদি বা পাকিস্তান হলে খারাপ কি?

তা তো ভালোই হয় যারে পেডোফাইল আর বুকে বোমা বাইন্ধা জঙ্গি হইতে চায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.