নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

হিন্দুরা কেন মুর্তি পূজা করে এবং স্বামী বিবেকানন্দ !!!

২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৯

অনেক মুসলিম বলে হিন্দুরা মূর্তি পূজা কেন করে?


পুণ: পোস্টিং

বহু কাল আগে এক রাজা স্বামী বিবেকানন্দ এর কাছে জিজ্ঞেস করলেন আপনারা কেন মূর্তি পূজা করেন ? আমি বুঝি না পুতুলের মধ্যে আপনারা কি এমন দেখেন যে পূজা করতে হবে?

স্বামী বিবেকানন্দ তখন বুঝতে পারেন যে রাজা তাকে অপমান করার চেষ্টা করছে । তিনি বুঝলেন তর্কে গেলে চলবে না । তাই তিনি যুক্তি দেওয়ার চেষ্টা করলেন ।

স্বামী বিবেকানন্দ তখন রাজার দেওয়াল থেকে তার স্বর্গীয় পিতার ছবি নিয়ে এসে রাজাকে বললেন এই ছবিতে থুথু নিক্ষেপ করতে। তখন রাজা রেগে গিয়ে বললেন এটা আমার বাবার ছবি। আমি কিভাবে এই ছবির উপর থুথু নিক্ষেপ করবো?
তখন স্বামীজী বললেন কেন পারবেন না,এটা তো নিছকই একটা কাগজের তৈরি ছবি।

স্বামী বিবেকানন্দ তখন বললেন আপনি আপনার স্বর্গীয় পিতার ছবিতে থুথু নিক্ষেপ করতে পারেন নি। কারণ আপনি বিশ্বাস করেন এই ছবির মধ্যে আপনার পিতা অবস্থান করেন । আপনি তাকে ভালোবাসেন আর সম্মান প্রদর্শন করেন তাই তার ছবিতে থুথু নিক্ষেপ করতে পারেন নি।
ঠিক তেমনি আমরা হিন্দুরা বিশ্বাস করি ঈশ্বর মূর্তি বা ছবির মধ্যে অবস্থান করে এবং আমাদের সকল দুঃখ গ্লানি মুছে দেন। ঈশ্বর নিরাকার,আমরা মূর্তির মাধ্যমে সাকার রূপের উপাসনা করি। এই মূর্তিতে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি যেমন ভাবে আপনি আপনার স্বর্গীয় পিতার ছবিতে আপনার পিতাকে উপলব্ধি করেন ।

রাজা তার ভুল বুঝতে পারে এবং হাত জোড় করে স্বামী বিবেকানন্দ এর কাছে তার ভুল শিকার করে।

সংগ্রহকৃত --

সূত্র ::
১) Please click here

২) Please click here

৩) Please click here

৪) Please Click here



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: সবাই স্বামী বিবেকানন্দ হতে পারে না।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮

এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ

২| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: বিবেক থাকলে আনন্দ অর্জন করা যায় :D

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮

এ আর ১৫ বলেছেন: সহমত

৩| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯

আপন নিবাস বলেছেন: মুসলিম রাজারা কি যুগ যুগ ধরে এরকম গাধা ছিল? কেউ একজন বাল ছাল কি যুক্তি দিল, তাতেই কাত হয়ে গেল? আরে, কোন মুসলিম তো কোন ছবিকে ভক্তি করতে পারেনা। ছবি টাঙিয়ে রাখাই তো ইসলামে নিষেধ আছে। এই সামান্য তথ্য যে জানেনা, সে যুক্তিতে কাত না হয়ে আর হবে কি?

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৭

এ আর ১৫ বলেছেন: এই সাম্প্রদায়িক বিদ্বেষি মন্তব্য পোস্ট করার জন্য আপনি এই ফেক আইডিটি খুলেছেন কিছুক্ষণ আগে । আপনি কাকে বালছাল বলছেন ? ইসলামিক ব্যক্তিত্ব গুলোকে নিয়ে যদি এই ধরনে মন্তব্য কেহ করে তখন কি আপনার খুব ভালো লাগবে ? ব্লগের পরিবেশ দুষন করার জন্য ফেক আইডি খুলে উস্কানি মুলক কথা লিখছেন, যেটা খুব নিন্দনিয় ।
আপনাকে একটা প্রশ্ন করি --- আপনি কি পারবেন আপনার বাবা , মা , স্ত্রী বা সন্তানের ছবির উপর থুতু ফেলতে ?

৪| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩১

জাহিদ হাসান বলেছেন: ঈশ্বর দেখতে কেমন তা বিবেকানন্দ দেখেছিলেন নাকি?
তাহলে কি করে বুঝলেন যে ঈশ্বরের এতগুলি হাত এবং মুখের আকৃতি,অবয়ব এই..।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২৮

এ আর ১৫ বলেছেন: ভাই তাদের ধর্ম গন্থের থিম অনুযায়ি --- সৃষ্ঠিকর্তা যে কোন কিছুই যদি চায় সেটা করতে পারে । তিনি যদি চান তাহোলে মানুষ বা যে কোন কিছুর রুপ নিতে পারে । যদি তিনি রুপ নিতে না পারেন -- তাহোনে গড ক্যান ডু এনি থিং -- এই বিষয়টি ভুল হয়ে যায় । হাজার বৎসর ধরে পুর্ব পুরুষরা যে ভাবে ভগবানকে দেখে আসছে , তারা এখনো সেই ভাবে দেখে । ধন্যবাদ

৫| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৮

সুপারডুপার বলেছেন: লেখকের লেখাতে নেগেটিভ যুক্ত করে পাঠককে রাগাতে চাচ্ছেন।

এখানে থুথু ছেটানোর প্রশ্নই আসে কেন ? আমরা তো আমাদের অনেক সুন্দুর জিনিস গুলোকে থুথু ছেটাতে পারবো না। তার মানে কি আমরা ওই জিনিস গুলো কে পূজা করি !

যার যা ইচ্ছা বিশ্বাস করতে পারে। কিন্তু যুক্তি দিয়ে বিশ্বাস প্রমান করা যায় না। বরং যুক্তি দিয়ে বিশ্বাস প্রমান করতে গেলে উত্তেজক পরিস্থিতি তৈরী হতে পারে।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৮

এ আর ১৫ বলেছেন: বার বার আই ডি পাল্টান কেন ? এই আই ডি টাও দেখছি এই মাত্র করা হয়েছে । বোঝা যাচ্ছে এই ব্লগে সাম্প্রদায়িক মনোভব সম্পন্ন যে কয়জন ব্লগার আছেন তাদের কেহ একজন বা দুই জন বার বার ফেক আইডি তৈরী করে মন্তব্য করছেন ।

আপনার মন্তব্য --- তার মানে কি আমরা ওই জিনিস গুলো কে পূজা করি !
উত্তর ::::: আপনাকে কি পুজা করতে বলা হয়েছে ? আপনার ধর্মের বিশ্বাষ নিয়ে আপনি আপনার ধর্ম পালন করুন । আপনার মত মানুষ যখন হিন্দুরা কেন মুর্তি পুজা করে এই ধরনের প্রশ্ন করতে পারেন , তখন তারা তাদের অবস্থান থেকে যথাযথ উত্তর দিতে পারে। তারা তো জানতে চায় না মুসলমানরে কেন নিরাকার ভাগবানের ইবাদত করে কেন আকার বিশিষ্ঠ ভগবানের ইবাদত করে না ।
আপনারা কে সেটা আমরা অনুমান করতে পারি । বার বার নতুন আইডি বানিয়ে সেটা ঢাকার চেস্টা করা কেন ?

৬| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৯

জাহিদ হাসান বলেছেন: হিন্দুদের ধর্মগ্রন্থে কি বলা আছে যে ঈশ্বর একজন নারী কিংবা পুরুষ এবং তার এতগুলো হাত আছে এবং বাহন আছে?
কখনও বেদ পড়েছেন বলে মনে হয় না।

৭| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৩

জাহিদ হাসান বলেছেন: আসলে হিন্দু ধর্মে ঈশ্বরের কোন স্পষ্ট ধারনা নেই।
তারা দেব-দেবীর পূজা করে থাকেন বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে শুভশক্তি হিসেবে।
আপনি হিন্দুদের গুরু সদগুরুর বাংলা অনুবাদকৃত লেকচারটি শুনুন।

ভগবান কি সত্যিই আছেন ? Does God exist ? - Sadhguru

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩

এ আর ১৫ বলেছেন: হিন্দু ধর্মে ঈশ্বরকে নিরাকার হিসাবে বিশ্বাষ করা হয় কিন্তু সে ঈশ্বর আবার বিভিন্ন রুপ নিতে পারে । ইসলাম ধর্মে আল্লাহ তালার ৯৯টা নাম তার ৯৯টা গুণাবলিকে নিয়ে । হিন্দু ধর্মে ঐ ৯৯টা গুণাবলিকে বিশ্বাষ করে এবং প্রত্যেক গুনকে একটা ভিসুয়াল সেপ দিয়ে পুজা করে । আল্লাহ তালা মহাবিদ্যান ----- আল্লাহ এই গুণটা তারা ভিসুয়াল রুপ দিয়ে শরশ্বতির রুপ দেয়। শ্বরশতি বিদ্যাবতি । তবে এটা সত্য হিন্দু ধর্মের বেদের উপর আমার জানা অনেক সীমিত ।

৮| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৭

সুপারডুপার বলেছেন: লেখক, এটা কোনো ফেইক আইডি না। সামু ব্লগ অনেক আগে থেকেই পড়ি। মতামত প্রকাশ করতে আজকেই প্রবেশ করলাম।

মুসলিম হিন্দু দ্বন্দ্ব তৈরী করার চেষ্টা আপনি ই করে যাচ্ছেন। কারণ আপনি, স্বামী বিবেকানন্দ এর কাছে মুসলিম রাজা ভুল শিকার করার আজগুবি ভিত্তিহীন কাহিনীর অবতারণা করেছেন । মুসলিম রাজার নাম পরিচয়, স্থান, কাল কিছুই বলেন নি।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫০

এ আর ১৫ বলেছেন: মুসলিম হিন্দু দ্বন্দ্ব তৈরী করার চেষ্টা আপনি ই করে যাচ্ছেন।

সেই পায়তারা আপনি করছেন কারন মুল আইডি বাদ দিয়ে ফেক আইডি ব্যবহার করছেন । মুসলমানরা কি সব সময়ে এই কথা বলে না , তারা কেন মুর্তি পুজা করে । হিন্দুরা এই ধরনের প্রশ্ন মুসলমানদের করে না , তারা কেন নিরাকার স্রষ্ঠার ইবাদত করে ।

কারণ আপনি, স্বামী বিবেকানন্দ এর কাছে মুসলিম রাজা ভুল শিকার করার আজগুবি ভিত্তিহীন কাহিনীর অবতারণা করেছেন । মুসলিম রাজার নাম পরিচয়, স্থান, কাল কিছুই বলেন নি।

এই কাহিণী সত্য এবং ঐ রাজা সম্ভবত হায়দারাবাদের নিজাম । তবে এই পোস্টটা আমার নিজের লিখা নহে , সেটা নীচে ম্যানশন করা হয়েছে ।

৯| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৩

জাহিদ হাসান বলেছেন: হিন্দু ধর্মে ঐ ৯৯টা গুণাবলিকে বিশ্বাষ করে এবং প্রত্যেক গুনকে একটা ভিসুয়াল সেপ দিয়ে পুজা করে ।

হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বেদে এইরুপ নির্দেশনা নেই। বেদে নিরাকার ঈশ্বরের কথা বলা আছে। কিন্তু সেই ঈশ্বরকে উপাসনা করার কথা বলা হয়নি। কিংবা তার কাছে কিছু চাওংয়ার কথা বলা হয় নি। ঈশ্বর কেবলই যন্ত্রের মত। আসলে এসব মূর্তিপূজা লোকের ভ্রান্তি। দেবদেবীকে শুভশক্তি হিসেবে বিবেচনা করে সেই শুভশক্তির মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে।

১০| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৩

কানিজ রিনা বলেছেন: আসলে যার যার ধর্ম তার তার ভক্তি
বিশ্বাস নিয়ে তর্ক করা বোকামী।
হিন্দুদের ভক্তিতে ভগবান এখানে যদি
বলা হয় সব কিছুতে বগবানের কৃতিত্ব।
আমি মুসলিম হিসাবে বলব সব কিছুই
আল্লাহর। তাহলে ভক্তির উপমা প্রথম
আল্লাহ্ সব কিছুই আল্লাহর তিনি নিরাকার
আমরা সেই নিরাকার অন্তরে ধারন করি।
হিন্দুদের চারখানা বেদে কোথায়ও লেখা
নাই মূর্তীপূজা। তবে মাত্র চারশত বছর
পুর্বে দেব দেবীর পূজার আবির্ভাব।
তার আগে গাছ পাথর সাঁপ এধরনের
প্রতিক্বৃতিতে পূজা করা হোত।
সবচেয়ে বেশী বৈশম্যতা হোল হিন্দুদের
জাতী বিভেদ নীচুজাতীর জন্য পূজা
আর্চা, উচ্চ জাতী যেমন ব্রাম্মন ক্ষত্রীয়
কায়স্তরা পূজা করেনা। এবং আজও
নীচু জাতীরা যেমন তাঁতী মুচী কামার
কুমর নানান নীচু জাতী বেদ পড়ার
সাহস রাখে না। তবে আসমানী কেতাব
বলে বেদ প্রসীদ্ধ নয়। আক্ষরিক ভাবে
বেদের জ্ঞান প্রতি জাতের হিন্দু শিক্ষিত
মানুষের পড়া উচিৎ।
বেশ ভাল আপনার পোষ্টে একটু বলতে
আমার অল্প পরিসর জানার থেকে। ধন্যবাদ।

১১| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৪

গরল বলেছেন: এইসব নিরর্থক তর্ক যুগ যুগ ধরে চলতেই থাকবে কারণ সবাই তার নিজের কুয়োতে বসবাস করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.