নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষনের পরিসংখ্যান নিয়ে কিছু কথা

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৩২




ধর্ষনের পরিসংখ্যান নিয়ে কিছু কথা ।

এই পরিসংখ্যান নিয়ে , একটা বহুল প্রচার এবং এটার উপর ভিত্তি করে কিছু দবি মাঝে মাঝে করা হয় , সেটা কতখানি অসংগত সেটা নিয়ে কিছু কথা না বল্লেই নহে ।
প্রথমে ধর্ষনের সংগাটা নিয়ে আলোচনা করতে হবে , বিভিন্ন দেশে ধর্ষনের সংগা বিভিন্ন রকম যেমন পশ্চিমা দেশে স্বামী কর্তৃক বল পুর্বক স্ত্রীর সাথে যৌন মিলনকে ধর্ষন হিসাবে গোন্য করা হয় কিন্তু এটাকে বাকি দেশ গুলোতে ধর্ষন মনে করা হয় না । পশ্চিমা দেশের ধর্ষনের বড় অংশ বৈবাহিক ধর্ষনের অন্তর্ভুক্ত ।
এবার দেখি আমাদের দেশে কত শতাংশ ধর্ষন রিপোটেড হয় ? সত্য কথা বলতে কি খুবই নিম্ন পর্যায় । এখন দেখি যে সমস্ত ধর্ষনের খবর ভাইরাল হয়েছে সেগুলো কি তাৎখনিক ভাবে ভিকটিমরা রিপোর্ট করেছিল কিনা ?
উত্তর না যেমন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা যেখানে একদল যুবক একজন মহিলাকে উলংগ করে হেনস্থ করার ঘটনা , ভিকটিম পরিবার কোন রিপোর্ট করে নি কিন্তু ধর্ষকের দল যখন দাবিকৃত অর্থ না পেয়ে ভিডিওটি ভাইরাল করে দেয় তখন প্রশাসনের টনক নড়ে এবং অপরাধিদের গ্রেফতার করে । মনে করুন যদি ভিকটিম পরিবার ধর্ষকদেরকে দাবিকৃত অর্থ দিয়ে দিত তাহোলে তারা ভিডিওটি প্রকাশ করতো না এবং এই ধর্ষনের ঘটনা কোন দিন রিপোর্টেড হোত না ।
সিলেটে স্বামীকে বেধে রেখে সোনার ছেলেদের ধর্ষনের ঘটনা কোন দিন রিপোটেড হোত না যদি না সেখানে আরেক জন ছাত্রলীগের নেতা পদক্ষেপ না নিত ।
এবার দেখি বাংলাদেশের বহুল আলোচিত ধর্ষনের দুটো ঘটনা ।
১) জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগ নেতার ১০০টা ধর্ষনের ঘটনা..
কেউ কি বোলতে পারবেন ১০০টা ধর্ষনের রিপোর্ট হয়েছিল কিনা ? একটা ও রিপোর্টেড হয় নি । ঘটনাটা প্রকাশ পায় যখন ঐ নেতার ভক্তরা এই ঘটনার পর মিষ্টি বিতরনের উৎসব করছিল তখন । কোন ধর্ষনের রিপোর্ট হয় নি ।

২) শিবির ক্যাডার পান্না মাষ্টারের ১৫০টা ছাত্রী ধর্ষনের ঘটনা ------
একাটর ও কোন রিপোর্ট হয় নি , যখন ভিডিও গুলো প্রকাশ হয়ে যায় তখন ব্যপারটা সকলে নজরে আসে , উল্লেখ্য শিবির ক্যাডারের এই ঘটনা যখন ঘটেছে তখন আওয়ামী লীগ ক্ষমতায়


এই ভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের মত দেশ গুলোর ধর্ষনের ঘটনা রিপোর্টেড হয় না এবং যেগুলো রিপোটেড হয় সেগুলো অন্য কোন সূত্র প্রকাশ পেয়ে গেলে ,তখন নজরে আসে। একই ভাবে সৌদী আরব, ইরাণ,পাকিস্থান সহ কতগুলো দেশে চারজন সাক্ষীর অভাবে রিপোটেড হয় না এবং ভিকটিমের শাস্তি পাওয়া সম্ভবনা থাকে ।
সেই কারনে পশ্চিমা বিশ্বের ধর্ষনের পরিসংখ্যানের সাথে বাকি দেশ গুলোর পরিসংখ্যান এক পাল্লায় মাপা যায় না ।
ইউরোপের কিছু দেশে ধর্ষনের হার খুবই কম ।
আমেরিকা সহ পশ্চিমাদেশ গুলোতে যে সমস্ত ধর্ষনের ঘটান ঘটে, সেই সব ধর্ষনকারিদের ধর্ম , জাতিয়তা এবং সামাজিক অবস্থান ইত্যাদি দেখলে অবাক হয়ে যাবেন । ধর্ষকদের বেশির ভাগ হয় পাকিস্থানি অথবা মিডল ঈস্টের দেশ গুলো থেকে আসা মাইগ্রেন্ড । প্রবাসী বাংলাদেশিদের মধ্য এই প্রবণতা খুবই কম ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বলেন কি!

২| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
(ধর্ষণ) দন্ডবিধি ৯-(১)
যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যাতীত যেকোন নারীর সহিত যৌন সঙ্গম, সম্মতি ব্যাতিরেকে বা জোর পুর্বক ভীতি প্রদর্শন করে সম্মতি আদায় বা প্রতারনামুলক ভাবে সম্মতি আদায় করিয়া যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি ঐ নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গন্য হবেন।

ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে সেক্স, বাংলাদেশের দন্ডবিধিতে সেটা ধর্ষণ।
সেটা বিয়ের লোভ, চাকুরির লোভ, সিনেমাতে নেয়ার লোভ, চকলেটের লোভ যেটাই হোক, আইনে সেটা ধর্ষণ।
উন্নত দেশের আইনেও সেটা ধর্ষণ। শাস্তি ধর্ষণের কঠিন শাস্তি। দীর্ঘমেয়াদি জেল দন্ড।

৩| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৭

এম ডি মুসা বলেছেন: পাকিস্তানি একটা লোকের কথা লেখা ভাইরাল হয়েছিল 12 তারিখে নাকি করোনা চলে যাব বিগত মাসে
সে নাকি আকাশের চন্দ্র সূর্য তারা দেখে হাদিসের হিসাব করে এবং সে কথা বলেছিলেন।
এত বেশি শেয়ার এবং ইউটিউবে ভিউ হয়েছিল অনেক মানুষই বিশ্বাস করেছিলেন আসলে।
ঈমানের প্রশ্ন এখানে থেকে যায়। 12 তারিখ যাওয়ার পর 15 তারিখে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম।
কই করো না তো গেল না ওই লোকটা কই তাকে ধরে উত্তমমধ্যম দেয়া হোক

৪| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৮

এম ডি মুসা বলেছেন: সেটা কোন হাদিস থেকে পেলেন জানিনা

৫| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: ধর্ষন কমে যাবে। মৃত্যুদন্ড কার্যকর হলেই।

৬| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: ফেনী ছাগলনাইয়ায় চাচা (২০ --২৩) চার বছরের আপন ভাতিজিকে ধর্ষণ খবর প্রকাশ পুলিশ রাতে চাচাকে ধরে এখন শুনছি মেয়ের মার ষড়যন্ত্র । সংসারের ঝামেলা

৭| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

একাল-সেকাল বলেছেন:
বিচার চাইতে হলে ধর্ষক সংখা ন্যুনতম ৫ জন হতে হবে। অর্থাৎ, গ্যাং রেপ ছাড়া বিচার চাওয়া যাবেনা । বাহ দারুন যুক্তি তো ! X(

৮| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৬

পলাতক মুর্গ বলেছেন: জামাতি মৌদুদিবাদিরা কৈল আর আপনে সেইটারে ইসলাম ধর্মের বয়ান মনে করলেন। ভাল কৈরা খোঁজ লৈয়া লেখা পোষ্ট করেন।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৭

এ আর ১৫ বলেছেন: শরিয়া আইণ অনুযায়ি ধর্ষণ প্রমাণ করতে চার জন পুরুষের সাক্ষী লাগে ।

৯| ১১ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধর্মকে যে যার সুবিধামতো কাস্টমাইজ করে ফেলে আর এই সকল নেতাদের ফলোয়াররা তখন এই মনুষ্যসৃষ্ট ব্যাখ্যাগুলোর অপব্যবহার করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.