নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

আমি এই সিদ্ধান্তে উপনিত হইলাম !!

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৪

আমি অনেক দিন ধরে হুজুরদের বয়ান নিয়ে গবেষণা করে নিম্ন লিখিত সিদ্ধান্ত উপনিত হোইলাম । সেটা হোল -

মহিলারা ধর্ষিতা হলে ধর্ষক নহে তাহার পোষাকই দায়ি ।

এই বাক্য মেনে নিয়ে আমি আরো কিছু সিদ্ধান্ত নিলাম , যেমন

১) কোন ছিনতাইকারি যদি কারো টাকা ছিনতাই করে , তাহোলে ঐ ব্যক্তি দায়ি ছিনতাইকারি নহে কারন ঐ ব্যক্তি কেন টাকা পকেটে নিয়ে বের হয়েছে ।
২) কারো মোবাইল ফোন , ঘড়ি যদি ছিনতাই হয় , তাহোলে ঐ ব্যক্তিই দায়ি কারন কেন তিনি ফুটানি দেখাচ্ছিলেন ।

৩) একজন ক্ষুদার্থ লোক একটা রেস্তোরার পাশ দিয়ে যাওয়া সময় লোভ সামলাতে না পেরে রেস্তোরার থেকে খাবার চুরি করে খেয়ে নেয় এবং ধরা পড়ে । এই ক্ষেত্রে ঐ রেস্তোরার মালিক দায়ি কারন তিনি কেন খাবারে সুগন্ধ ছড়ার ছিলেন ।

৪) এক ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে বাড়ি, গাড়ি , বিত্ত বৈভব করেছে তখন ডাকাত এসে তার বাড়ি ডাকাতি করেছে , তার সিকুরিটি গার্ডকে বেধে রেখে , এই ক্ষেত্রে ঐ ব্যবসায়ি দায়ি কারন তিনি ব্যবসা করে বিত্ত বৈভব করে ডাকাতদের উৎসাহিত করেছে ।
৫) কয়েকজন মহিলা দামি ভ্যানেটি ব্যাগ ও গায়ে দামি গয়েনা পড়ে বাহির হয়েছে এবং ছিনতাই কারি সব ছিনিয়ে নিয়েছে , এই ক্ষেত্রে সব দোষ ঐ মহিলাদের কারন কেন তারা গয়েনা পড়ে বাহির হয়েছে।

আপনারা কি এই সিদ্ধান্তের সাথে একমত ?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩

লিংকন১১৫ বলেছেন: একক ভাবে কোন কিছু কে দায়ি করা যায় না কখনো ,
মেয়েদের শালীনতা বজায় রেখে জামা কাপর পড়া যেমন উচিৎ, ছেলেদের কেও ছোট বেলা থেকে নৈতিকতা সিক্ষা দেয়া উচিৎ।

সারাদিন হিন্দি মুভি দেখবেন , সাথে আইটেম গান দেইখা বাহিরে বের হলে তো সমস্যা !
সাথে ইংলিশ মুভি তো আছেই , আরও ডিপে গেলাম না ।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০

এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন , আমি আপনার সাথে যেমন একমত, ঠিক তেমনি আপনি আমার মত আরো যে ৫টা সিদ্ধান্ত নিয়েছি , সেগুলোর সাথে একমত হয়ে যান । ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪২

এ আর ১৫ বলেছেন: ভাই আরেকটা প্রশ্ন -- শাড়ি শেলোয়ার কামিজ কি অশালিন পোষাক ?

২| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: হুজুরে সুশিক্ষা পায় নি। তাই তাদের বয়ানে উন্নত কথা, উন্নত চিন্তা আসে না। হুজুরদের ইসলাম শিক্ষার পাশাপাশি বিজ্ঞানের শিক্ষা দিতে হবে।

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ স্যাটায়ার।

৩, ৪, ৫, ৭, ৮, ১১ বছরের বাচ্চারা যখন ধর্ষিত হয়, তখন তাদের পোশাকের কোনো ভূমিকা থাকে না, ধর্ষকের লালসাই প্রধান কারণ সেটা। বৃদ্ধ, মাঝবয়সী, পর্দানশীল মহিলারা যেখানে ধর্ষিত হচ্ছেন, সেখানেও পোশাকের কোনো ভূমিকা নাই। এমসি কলেজ, বেগমগঞ্জে যারা ধর্ষিত হলেন, তাতে পোশাকের কোনো ভূমিকাই ছিল না।

বর্তমানে ক্ষমতা এবং বিচারহীনতাই কিছু মানুষকে ধর্ষক হতে উদ্‌বুদ্ধ করছে।

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২২

নেওয়াজ আলি বলেছেন: আরে হুজুরের কথা বাদ দেন অনন্ত জলিলও বড় হুজুর। ছিনতাইকারী দায়ী তাই সিলেটে পুলিশ তাকে ধরছে পিটাইয়া মারি ফেলছে এইটাই প্রমাণ। অনেক কিছুই দায়ী তবে আমরা নিজ নিজ সন্তনের প্রতি নজরদারি করি। কারণ কিশোর গ্যাং সামাজিক অবক্ষয়ের আরেক উপাদান।

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬

রাশিয়া বলেছেন: বোরখা পড়ে যদি টিকটকের নামে অশ্লীল ভিডিওতে পার্ট করা যায়, হিজাব পড়ে যদি ফ্লাস মবে অংশ নেয়া যায়, শালীন পোশাক পড়েও যদি অশালীন আচরণ চালু থাকে, তবে পর্দা করা মেয়েদের ধর্ষনের শিকার হওয়া আমি কোন ব্যতিক্রম ঘটনা বলে মনে করিনা।

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধর্ষনে যদি পোষাকই দায়ী হয় হুজুরদের মতে বা কিছু মূর্খদের মতে তবে

আপনার সব কটি পয়েন্ট ঠিক আছে।

৭| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫

সজীব৬১৪ বলেছেন: একজন নেংটা হয়ে থাকবে, এটা তার ব্যক্তি ইচ্ছা। নেংটা থাকলেই কি আপনি তাকে ধর্ষণ করতে পারেন?
তাই যারা ধর্ষক, তাদের জন্য পোষাক-টোষাক কোন ব্যপার না, এটা হলো ওদের চরিত্র।
যারা ধর্ষণ ইস্যুতে জামা-কাপরের কথা বলেন, তাদের মধ্যেও আসলে এক একটা ধর্ষক লুকিয়ে আছে বলে আমি মনে করি।

৮| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা ওয়াজ করে রোজা নামাজ পালন করে তারা ধর্ষণ করলে তো সমস্যা নাই।কারন আল্লাহ বলেছেন তাদের গুনাগাতা মাফ করে দেবেন।

৯| ১৫ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
হজরত আদম ও হাওয়া আদি মানুষ ছিলেন।
বেহেস্তে ওনাদের কোন পরিধেয় বস্ত্র ছিল না। মর্তে এসেও দিগম্বর অবস্থায় বাকি সবটা জীবন কাটাতে হয়েছে।
ওনাদের সাথে কোন ধর্ম পুস্তক ছিল না। পোশাক ছিল না। ধর্ম ছিলনা এবাদতও ছিলনা, উলটো আল্লাহ সকল ফেরেস্তাকে হুকুম দেয়া হয়েছিল আদমকে সেজদা দিতে।

এরপরও মানবকুল হাজার হাজার লাখ লাখ বছর পোশাক বিহীন দিন কাটিয়েছে দিন চলেছে, চলে গেছে।
মাত্র ১০ হাজার বছর আগে মানুষ বুনন শিখে। সেটা পাটি বুনন। টেক্সটাইল সুতা বুনন শুরু আরো হাজার বছর পর।
কাপড় এত সস্তা ছিলনা হাতে সুতা পাকিয়ে সুতোবুনন অনেক কষ্টের কাজ, তাঁত মাকু অনেক পরে আসলেও কষ্ট কমেনি। দুর্বলকে জোড়পুর্বক ধরে এনে দাস বানিয়ে বুনতে হয়েছে কাপড়।

অল্প কদিন আগেও কাপড় এত সস্তা ছিল না। আমার পিতা একজন বিচারক ছিলেন (জেলা জজ) এরপরও উনি বলতেন ছাত্র অবস্থায় ওনার একটাই সার্ট একটাই পাজামা ছিল। লুঙ্গিও একটা। গামছা পড়ে বাকি সার্ট পাজামা লুঙ্গি ধুয়ে শুকিয়ে আবার পরিধান করতে হতো। সে আমলে মহিলাদেরও একটাই সাড়ী, খুব ধনী না হলে ব্লাউজও নেই।

আর এখন দেহে ৪ পরত পোশাক থাকার পরও বলা হয়, হয় নি। আরো কাপড় লাগবে, আরো বস্তা লাগবে।

১০| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৩

পুলক ঢালী বলেছেন: শালীনতার ধারনা আপেক্ষিক। অনেক আদিবাসীই প্রায় নগ্ন অবস্থায় থাকে তারা ধর্ষিত হয়না কেন ? আসলে শালীনতার নামে যা আমাদের শেখানো হয়েছে যা আমাদের অস্থিমজ্জায় মিশে আছে সেই শালীনতার সংজ্ঞা একেক দেশে একেক রকম একেক ধর্মে একেক রকম তাহলে কোনটা ঠিক ? আমাদের ভাবনা চিন্তার গোড়া থেকেই মনে হয় পরিবর্তন এনে যুগের সাথে তাল মিলাতে হবে। পরিবারেই ছেলে এবং মেয়েদের পৃথক করা থেকে বিরত থাকতে হবে। উভয়েই সমান সম্পদ ক্ষমতা সব কিছুতে সম মর্যাদা পাবে এটা পরিবার থেকেই বিধান করা।
(একটা আপাত ধারনা এমন হতে পারে স্বামীর সম্পদের অংশ বোন পেলে ভাইয়ের সম্পদ কমে যাবে এই বিধানের বদলে স্ত্রীর সম্পদও স্বামী পাবে যদি এমন বিধান হয় তাহলে ভাই বিয়ে করলে স্ত্রীর সম্পদের অধিকারী হয়ে সমতা বিধানে পৌছুবে।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.