নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

মেরি খৃষ্টমাস নিয়ে ড: জাকির নায়েকের বক্তব্য

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫



প্রতি বৎসর খৃষ্টমাসের সময় ড: জাকির নায়েকের বিভিন্ন পেজ থেকে -- মেরি খৃষ্টমাস - শব্দদ্বয় নিয়ে শুভেচ্ছা প্রদান করা নিয়ে নীচের পোস্ট দেওয়া হয় । এটা কি ঘৃণা বিদ্বেষ চর্চা কিনা সেটা নিয়ে আপনারা সিদ্ধান্ত নিবেন , এখন দেখি প্রতি বৎসর তিনি কি পোস্ট দেন মেরি খৃষ্টমাস উচ্চারণের বিরুদ্ধে --

Stay Away From Saying ''Merry Christmas'', but Why? Here Is Why.!!
All Praises & Thanks Be to Allah (سبحانه وتعالى). The Lord of the Aa'lameen.
It Is Not Permissible to Congratulate Non-muslims on Their False Belief. We Are Muslims, We Believe in One God; Allah (سبحانه وتعالى). We Are Monotheists. We Don't Accept Shirk! It's the Greatest Sin! It's Injustice!
Do You Agree That Jesus عَلَيْهِ السَّلاَم Was Born on the 25th of December?
Do You Agree That Jesus عَلَيْهِ السَّلاَم Is the Begotten Son of God?
Do You Agree That Jesus عَلَيْهِ السَّلاَم Is God?

Nau'dubillah..
If the Answer Is No, and It Should Be No, Then Why Do You Want to Wish Someone ''merry Christmas''?
This Is What This Christmas Is About. It Means Celebrating the Day of “god’s” or ''son of God's'' Birth. It's a Concept Absolutely Abhorrent to Muslims and in Direct Contradiction to the Qur'an.
''They Have Certainly Disbelieved Who Say, Allah (سبحانه وتعالى) Is the Messiah, the Son of Mary"
[Quran,5:72]
''He Neither Begets Nor Is Born''
[Quran, 112:3]
And Allah (سبحانه وتعالى) Knows Best.

এখানে আপত্তিকর কথাগুলো হোল তিনি সরাসরি অন্য ধর্মের বিশ্বাষকে প্রকাশ্যে পাবলিক পেজে ফল্স বিলিফ বলছেন ।
এটাকি বলা যায় ? এটাতো অন্য ধর্মের অনুভুতি বিশ্বাষকে আঘাত করা । এখানে উ্ল্লেখ্য পৃথিবীতে প্রায় ৫০০০ ধর্ম আছে এবং সবাই মনে করে তাদের বিশ্বাষটা হোল সঠিক এবং বাকি গুলো হোল ভুল । সে হিসেবে অন্য ধর্মের বিশ্বাষকে প্রকাশ্যে পাবলিক পেজে ফল্স বিলিফ বলা গুরত্বর ধর্ম অবমাননা ।
কেউ যদি মেরি খৃষ্ঠমাস বলে শুভেচ্ছে জানায় তাহোলে তার সাথে তাদের বিলিফকে গ্রহন করা কি বোঝায় ?

Do You Agree That Jesus عَلَيْهِ السَّلاَم Was Born on the 25th of December?
Do You Agree That Jesus عَلَيْهِ السَّلاَم Is the Begotten Son of God?
Do You Agree That Jesus عَلَيْهِ السَّلاَم Is God?


তাহোলে যদি কোন মুসলমান মেরি খৃষ্টমাস বলে তাহোলে সেটা যদি বাই ডিফ্লট ঐ ধর্মের বিশ্বাষকে গ্রহন করা হয়ে যায়, তাহোলে জাকির নায়েক সাহেব কি এখন মুসলান আছেন ?

আমরা জানি কোন কবিতা বা ডিভাইনের ভার্স বা প্রবন্ধ মুখস্ত করা খুব কঠিন সাধনা এবং চর্চা । কোন কিছুকে পড়া এবং মুখস্ত করে ফেলা অনেক সময় সাপেক্ষ এবং প্রচুর একাগ্রতার ব্যপার ।

আমরা জাকির নায়েকের বক্তিতার সময়ে দেখি তিনি বাইবেল, গীতা, ত্রিপিটক সহ অনেক ধর্মের বহু ভার্স মুখস্ত বলে যাচ্ছেন ।
তাহোলে ওনার দাবি মেরি খৃষ্ঠমাস বল্লে নাকি খৃষ্ঠান ধর্মের বিলিফের সাথে ঐক্যমত হওয়া বোঝায়, তাহোলে ওনার যুক্তিতে

উনি যখন বাইবেলের ভার্স মুখস্ত বলে যান তার কথায় তখন তিনি বাই ডিফ্লট খ্বষ্ঠান বিলিফ গ্রহন করেন ।

একই ভাবে যখন গীতা বা ত্রিপিটকের ভার্স মুখস্ত বলে যান তখন তিনি ঐ সব বিলিফের অনুসারি হয়ে যান ।

তাহোলে তিনি নিজের দাবি মতে তিনি আর মুসলমান নহেন কারন অন্য ধর্মের ভার্স উচ্চারণের সাথে সাথে তিনি ঐ ধর্মের বিলিফ গ্রহন করে ফেলেছেন ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৫

সেডরিক বলেছেন: তাকে নিয়ে আলোচনা-সমালোচনা করার দরকারই বা কি? তিনি কিছু বললেই সেটা ইসলাম, হিন্দু বা খ্রিষ্ঠান ধর্মের সত্য হয়ে যায় না। তার নিজস্ব চিন্তা বলেও কিছু আছে। তার কথা পছন্দ না হলে, নিজের মতের সাথে না মিললে ইগনোর করাই শ্রেয়। ডিজার্ভ না করলে এ্যাটেনশন দেয়ার হেতু নাই

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৮

এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য , তাকে ইগনোর করা উচিৎ সবার কিন্তু তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে এবং তাদের কে তিনি বিভ্রান্ত করছেন , তাই এর প্রতিবাদ হওয়া উচিৎ , তিনি কোটি কোটি মুসলমানকে ঘৃণা বিদ্বেষ শিখাচ্ছেন ।
তাই দেখিয়ে দিলাম ওনার যুক্তিতে উনি এখন আর মুসলমান নন কারন উনি অন্য ধর্মের ভার্স গুলো শুধু পড়েন নি , মুখস্ত করেছেন , তাই ঐ ভার্স গুলো উচ্চারণ করার সাথে সাথে তিনি ঈমাণ চুত হয়ে ঐ ধর্ম গুলো গ্রহন করেছেন , যদি মেরি খৃষ্ঠমাস বল্লে খৃষ্ঠান ধর্ম গ্রহন করা হয় ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫২

সোবুজ বলেছেন: এ বার মনে হয় কিছু বলবে না।কারন ঘৃনা ছড়াবার আপরাধে আমেরিকায় তার বিরুদ্ধে বড় রকমের জরিমানা হয়েছে।বড় ভয়ে ভয়ে আছে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩৭

এ আর ১৫ বলেছেন: তিনি ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন-- তার কথায় বক্তিতায় , ইসলাম ধর্মকে বিতর্কিত করার ব্যপারে ওনার অনেক বড় ভূমিকা আছে ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আপনি বললেন -
এখানে আপত্তিকর কথাগুলো হোল তিনি সরাসরি অন্য ধর্মের বিশ্বাষকে প্রকাশ্যে পাবলিক পেজে ফল্স বিলিফ বলছেন । এটাকি বলা যায় ? এটাতো অন্য ধর্মের অনুভুতি বিশ্বাষকে আঘাত করা ।এখানে উ্ল্লেখ্য পৃথিবীতে প্রায় ৫০০০ ধর্ম আছে এবং সবাই মনে করে তাদের বিশ্বাষটা হোল সঠিক এবং বাকি গুলো হোল ভুল । সে হিসেবে অন্য ধর্মের বিশ্বাষকে প্রকাশ্যে পাবলিক পেজে ফল্স বিলিফ বলা গুরত্বর ধর্ম অবমাননা ।
অর্থাৎ আপনি নিজেই বললেন -পৃথিবীতে প্রায় ৫০০০ ধর্ম আছে এবং সবাই মনে করে তাদের বিশ্বাষটা হোল সঠিক এবং বাকি গুলো হোল ভুল ।
তাই যদি হয় তবে - সবাই বা সব ধর্মই অন্য ৫০০ ধর্মকে ফলস বলছে,তাই নয় কি !? এখানে আপনি বলতে পারেন - জাকির সাহেব কেনো অন্যদের মতো গোপনে না বলে,প্রকাশ্যে কেনো বলছে ? আমার মনে হয় এটাই অন্য ৫০০ ধর্ম থেকে ইসলাম আলাদা এবং সঠিক ধর্মের একটি প্রমান (আল্লা্ ভালো জানেন )

২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪১

এ আর ১৫ বলেছেন: শুনুন ভাই ,, উনি ইসলামের ভাবমূর্তি নষ্ঠকারি, প্রত্যেক ধর্ম তাদের অনুসারিদের কাছে সেরা । পাবলিক্যাললি বক্তব্য দিতে হোলে অনেক সাবধান হতে হয় কিন্তু এসবের ধার ধারেন না , এমন কি ইসলাম ধর্মে এই প্রকার ধৃষ্ঠতা প্রকাশ করার কোন উপায় নেই ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: জাকির নায়েক আসলে ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী।

২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪২

এ আর ১৫ বলেছেন: তাতো বটেই , সে সাথে ঘৃণা বিদ্বেষ চর্চাকারি ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

জ্যাকেল বলেছেন: এই প্রথম একটা পোস্ট পেলাম যেটা আলোচনার খোরাক যুগায়। জাকির নায়েক সাহেব আসলে মার্কেটে কিছুটা খেই হারিয়ে ফেলেছেন তাই একটু চেস্টা করলেন একটা জোয়ার তুলা যায় কি-না। ইসলামকে এরা নিজের ইচ্ছেমত টুকরো টুকরো করছে আর বোকা পাবলিক গোগ্রাসে গিলতেছে উপর থেকে যেই শিট বর্ষিত হউক না কেন।
এরা কেন যে ইসলামকে এত ঠুনকো হিসাবে উপস্থিত করে এবং একদম মুলনীতির বাইরে গিয়ে। এমন তো না যে দুনিয়ায় মুসলমানদের জন্য একটা অংশ নির্দিস্ট করা আছে আর বাকিদের জন্য আরেকটা। সরল বাস্তবতা হইল আমরা সমাজে হাজার প্রকারের আকিদাধারী মানুষকে নিয়ে চলতে হবে। তো, শান্তির পথ তো এটাই হবে যে অন্যের বিশ্বাসকে আঘাত না করা, তার ধর্মীয় অনুষ্টান ভাল না লাগলে এড়িয়ে যাওয়া।
আর ভাল লাগলে তাতে শামিল হওয়া তো খুব খারাপ কিছু হইবে না। কারণ পৃথিবীটাই তো শান্তিতে পরিপূর্ণ হইবে যদি এভাবে মিলে/মিশে আমরা চলি।
ইসলাম শব্দের অর্থ শান্তি, এখানেই ইসলামের মূলনীতি প্রকাশিত। আর জাকির নায়েক/মোল্লারা করছেন কি? অশান্তির কারবার বাড়িয়ে চলতেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৬

এ আর ১৫ বলেছেন: খুব ভালো কথা বলেছেন ভাই । সমস্যা হোল এদের কোটি কোটি অনুসারি এবং এদের কথা কোটি কোটি মুসলমান বিভ্রান্ত হয়ে যাচ্ছে । সমাজে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করা উচিৎ , কিন্তু এই পরিবেশকে এনারা কুলশিত করে চলেছে ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


যীশু ইহুদী ধর্মকে সহজ করে, উহাকে অন্যদের কাছে গ্রহনযোগ্য করেছেন; তবে, উনার ভাবনার মুলে আছে ইহুদী ধর্ম; আমাদের নবী(স: ) ইহুদী ধর্মকে আরবদের উপযোগী করেছেন, যাকে মওদুদী ও জাকের নায়িক বদলায়ে বাজারজাত করছে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৭

এ আর ১৫ বলেছেন: আপনার মন্তব্য সব সময়ে সুপারহিট হয় , এই ক্ষেত্রেও খুব ভালো বলেছেন !

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩০

বিটপি বলেছেন: আমি কখনও মেরি ক্রিস্টমাস বলিনা, বলি শুভ বড়দিন। হিন্দুদেরকে বলি, শারদীয় শুভেচ্ছা। বিধর্মীরা নিজেদের মধ্যে যেটা বলে শুভেচ্ছা বিনিময় করে, মুসলিমদের উচিত না তাই বলে ঢালাওভাবে তাদের সাথে মিশে যাওয়া। তবে একই সমাজে বসবাসের কারণে তাদের উৎসবে শুভেচ্ছা জানানোতে আমি কোন সমস্যা দেখিনা।

জাকির নায়েক কি কোন যুক্তি দেখিয়েছে 'মেরি ক্রিস্টমাস' শব্দটির সাথে যিশুর জন্ম, যিশুর ঈশ্বরের পুত্র হওয়া বা সমার্থক খিস্টান ভক্তি-বিশ্বাসের কি সম্পর্ক আছে? যদি থাকে, তো মেনে নিতে কোন সমস্যা নেই। কিন্তু যদি না-ও থাকে, তারপরেও আমি খ্রিস্টানদেরকে তাদের ভাষায় শুভেচ্ছা জানানোকে সমস্যা বলে মনে করি। কেবল মুসলিম নয়, সব ধর্মাবলম্বীদেরই উচিত তাদের আচার আচরণে স্বাভাবিক স্বাতন্ত্র্য বজায় রাখা।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

এ আর ১৫ বলেছেন: মেরি খৃষ্ঠমাসকে বাংলায় বাংগালী খৃষ্ঠানরা বলে শুভ বড় দিন -- এই কথা বলার জন্য আপনি কি খৃষ্ঠান ধর্মের বিশ্বাষ গ্রহন করে ফেলেছেন ? অতচ জাকির নায়েকের মত হেট প্রিচার মনে করে ঐ কথা বলা মানে তাদের বিশ্বাষ গ্রহন করা ।
তাহোলে ঐ ব্যক্তি যখন তার কথায় বক্তিতায় বাইবেল গীতা ত্রিপিটকের ভার্স গুলো মুখস্ত বলে যায় -- তখন অবশ্যই তিনি ঐ বিশ্বাষকে গ্রহন করে ফেলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.