![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন সুপরিকল্পিত ভাবে কোরানে আয়াত ২৪-৩০ ( সুরা আল নূর আয়াত ৩০) কে উপেক্ষা করা হচ্ছে ? এই আয়াতের প্রয়োগ করা হচ্ছে না কিংবা এই আয়াতকে গোপন করা হচ্ছে , এটা পুরুষের পর্দা সংক্রান্ত আয়াত কিন্তু ইসলামিক আলেমরা শুধু নারীর পর্দার আয়াত প্রয়োগে সর্বদা নিয়োজিত ।
পুরুষ এবং নারীর পর্দার ব্যপারে কোন বিষয়টা মূলত দায়ি -- এর জন্য দায়ি কে ? অবশ্যই পুরুষ দায়ি সমস্যাটা যেহেতু পুরুষের তাই , তাই পুরুষের পর্দা করার আদেশ পুরুষের জন্য ফরজ কিন্তু পুরুষ এই আদেশ পালন করে না এবং এটার চর্চাও করে না কিন্তু কেন ?
২৪-৩০ মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
----- এই আয়াতে পুরুষের চোখ এবং যৌনানুভুতিকে নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে---- কিন্তু কোন মুসলমান পুরুষ এই নির্দেশের ধার ধারে না । পুরুষ যদি এই নির্দেশ পালন করে , তাহোলে মেয়েদের পর্দা করার কড়াকড়ির প্রয়োজন হয় না কিন্তু পুরুষকে পর্দা করার বিষয়ে আলেমরা উদাসিন অতচ এখানেই কড়াকড়ি করা উচিৎ বটে ।
ঢালাও ভাবে প্রচার করা হয় , কোন নারীকে দেখে যদি পুরুষের কামনা জাগে, তাহলে সেই নারী গুণাগার এবং দোজখে যাবে । এই দাবিকে নাচক করে দেয় ২৪-৩০ আয়াত । পুরুষের যদি কামনা জাগে এবং সে যদি নিয়ন্ত্রণে অক্ষম হয় কোন নারীকে দেখে , তাহলে দোষ পুরুষের, গুণাহ পুরুষের এবং দোজখে যাবে পুরুষ কারন সেই পুরুষ আল্লাহর নির্দেশ অনুযায়ী সুরা আল নূরে ৩০ তম আয়াতের নির্দেশ পালন করে নি, যদি পালন করতো তাহোলে তারা নিয়ন্ত্রণ সক্ষম হোত ।
২| ২৭ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৩১
সৈয়দ কুতুব বলেছেন: ওমেন রা পরদা করলেই পুরুষের পরদা হয়ে যায়। কারণ কেউ সাধ করে কারো গতর দেখে না ।
৩| ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০০
এ আর ১৫ বলেছেন: ভাই এই সমস্ত ব্যাখাতে দায়সার ভাবে কিছু বলে, এই বিষয়টাকে সিন্ধুকে ভরে রাখা হয়েছে। এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় নাই বা ইচ্ছা করে এড়িয়ে গেছে। পুরুষদের নিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য করনিয় টাক্স নিয়ে কোন আলোচনা নেই।
পুরুষদের নিয়ন্ত্রণ কি জিনিস পশ্চিমা পুরুষদের দেখলে বুঝবেন, সল্প পোশাকের নারীদের দিকে তারা ঘুড়েও তাকায় না।
নারীর পর্দা নিয়ে যদি লক্ষবার হেদায়েত করা হয়, পুরুষের পর্দা নিয়ে হয়ত দায়সার একবার কথা বলা হয়।
সমস্যা যেহেতু পুরুষের তাই পুরুষের পর্দা করার গুরুত্ব নারীর পর্দা করার থেকে বেশি গুরুত্বপূর্ণ।
নারীকে দেখে পুরুষ নিয়ন্ত্রণ হারালে দোষ পুরুষের হওয়া কথা কিন্তু নারীদের দোষারপ করা হয়।
৪| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২২
বিজন রয় বলেছেন: চলুক ব্যাখ্যার পর ব্যাখা।
৫| ২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: সূরা দিয়ে বিশ্বের কোনো কল্যান সম্ভব??
৬| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭
ধুলো মেঘ বলেছেন: এ আর ১৫, পশ্চিমা পুরুষদের প্রতি শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে আসতে পারে যে তারা স্বল্পবসনা নারীদের দিকে ফিরেও তাকায় না। কিন্তু আমার আসেনা। আমি মিয়ামি বীচে দেখেছি পশ্চিমা পুরুষদেরকে হাতের ইশারায় নারীদের বুক পাছার ওজন মাপতে। তার হয়তো শারীরিকভাবে তাদেরকে হেনস্তা করেনা - কারণ সেখানে পুলিশ প্রহরা খুব কড়া, কিন্তু মনে মনে প্রত্যেককেই ধর্ষন করে ছাড়ে। কটু কথাও যে বলেনা তা নয় - কিন্তু সেখানকার মহিলারা অনেক ওপেন মাইন্ড, তাই কিছু গা করেনা।
তাই পশ্চিমাদেরকে এত মহান দেখানোর কিছু নেই।
৭| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪১
আরোগ্য বলেছেন: কোন পুরুষ এই আয়াতের ধার ধারে না এই কথাটি ভুল তবে তাদের সংখ্যা নিতান্তই কম। আমি দেখেছি জেনারেল লাইনে পড়া ছেলে যার দিকে যে কোন মেয়েই তাকাবে কিন্তু ইসলামের বুঝ আসার পর সেই ছেলে এই আয়াতের কঠিন ভাবে অনুসরণ করেছে, এখনও করে। যুবতী নারীর দিকে তাকানো তো বহু দুরের কথা মুরুব্বি বয়সের বেগানা নারীদের দিকেও তাকায় না। তিক্ত হলেও সত্যি জেনারেল ছেলেপেলের মাঝে যে তাকওয়া দেখা যায় তা লেবাসধারী তথাকথিত আলেমসমাজে বিরল।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৩
ধুলো মেঘ বলেছেন: আপনি হয়তোবা এই বিষয়ে নতুন জানলেন, কিন্তু আলেম ওলামারা এই নিয়ে বহু আগে থেকেই ওয়াজ করে আসছেন। সেগুলো দেখে সময় নষ্ট করার ইচ্ছা হয়না বিধায় দেখেন না হয়তোবা। কয়েকটা দিলাম। ইউটিউবে গয়ে সার্চ দিয়ে দেখে নিয়েন।
পুরুষের পর্দা কি? শায়খ আহমাদুল্লাহ
ছেলেদেরও পর্দা আছে - আবু ত্বহা মুহাম্মদ আদনান
নারীর জন্য নয় পুরুষের পর্দার বিধান | আল্লামা লুৎফর রহমান
নারী-পুরুষ উভয়ের পর্দার বিধান | পুরুষের পর্দা | জামশেদ মজুমদার
পুরুষদের নিয়ে সেরা আলোচনা পুরুষরা পর্দা কিভাবে করবেন মুফতী মুস্তাকুন্নবী কাসেমী
পুরুষের পর্দা নিয়ে ওয়াজ। মুফতি সাঈদ আহমদ নতুন ওয়াজ