![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী নিলা বোমা ফাটালেন আবরার ফারহাদ হত্যাকান্ড নিয়ে , তিনি বললেন আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকা শিবিরের হেলমেট বাহিণী , এমন কথা আওয়ামী লীগের কেহ বলে নি ।
আবরাহ ফাহাদের হত্যাকান্ডের অভিযুক্তের অনেকর পক্ষে আইণী লড়াই করেছে জামাতের হাইপ্রফাইল আইণজীবিরদের প্যানেল আডভোকেট শিশির মনির নেতৃত্বে । খটকাটা এখানে কেন ছাত্রলীগের খুনের দায়ের অভিযুক্তের পক্ষে জামাতের হাইপ্রফাইল আইণজীবিরা সহযোগিতা করছিল ?
এখানে আরেকটি উল্লেখ্য বিষয় গত ৫ই অগাষ্টের পট পরিবর্তনের পরে আবরার ফাহাদ হত্যার জন্য শাস্তি প্রাপ্ত অভিযুক্তদের কয়েক জনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় অন্য সব শাজাপ্রাপ্ত আটককৃত জংগিদের সাথে ।
এই বিষয় গুলো এত দিন কারো চোখে পড়ে নি কিন্তু বিএনপি নেত্রী যিনি ছিলেন আওয়ামী লীগের কঠোর সমালোচক তিনি সত্য কথাটি বলে দিলেন , ধন্যবাদ তাকে ।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৪
এ আর ১৫ বলেছেন: শুনুন এই কথা আওয়ামী লীগ নহে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং সেই সাথে ফ্যাক্ট গুলো উল্লেখ করা হয়েছে।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৬
মাথা পাগলা বলেছেন: হেফাজতে ইসলামের সাথে হাত মেলানো আর কাউয়া কাদেরদের মতো কিছু মেরিটলেস নেতারা - লীগের ভরাডুবির কারন। লুংগীর তলে শিবির ছিলো, দলে কারা ডুকলো এবং দলের কর্মীদের দায়ভার লীগকেই নিতে হবে।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১০
খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলিগে যেমন হাসান মাহমুদ ছিল, বি এন পি তে তেমন কিছু তৈরি হইছে। এইগুলারে মিডিয়ার সামনে আসতে দেয়া ঠিক না। এরা দলকে ডুবাচ্ছে।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২১
সৈয়দ কুতুব বলেছেন: ফাহাদের আসামি এখনো পলাতক ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৮
রাসেল বলেছেন: আওয়ামী লীগ সরকারে থাকা কালে কেন এই কথা বিএনপি প্রচার করল না।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
নতুন বলেছেন: আয়ামীলীগও বুঝতে পারলো না যে এই কাজে গুপ্তরা ছিলো? বিএনপি টের পাইলো?
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩
এ আর ১৫ বলেছেন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দেখেছিল -- জামাতের আইণজীবিরা অভিযুক্তের পক্ষের উকিল কিন্তু সেটাকে প্রফেসনাল ইথিকস হিসাবে মনে করেছে , অভিযুক্তরা কাকে আইণজীবি নিয়োগ দিবে , সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আওয়ামী লীগের পতনের পর , যখন কয়েকজন সাজাপ্রাপ্ত অভিযুক্ত, অন্য জংগিদের সাথে জেল থেকে ছাড়া পেল, তখনই বোঝা গেল এরা ছিল শিবিরের গুপ্ত হেলমেট বাহিণী । এই কথা গুলো আগে নিঝুম মজুমদার সহ অনেকে বলেছিল কিন্তু এখন সেই কথা বিএনপির পক্ষ থেকে বলা হোল ।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৬
আবেদি১২৩ বলেছেন: ফজলু পাগলা Out নীলা পাগলী IN .... .. চলছে চলবে। আমাগো মতো তারেক জিয়াও মজা দেখতাসি।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৭
আবেদি১২৩ বলেছেন: দেখতাসে *
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কত পাইছেন?
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩
এ আর ১৫ বলেছেন: ১০ টাকা
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১
গোবিন্দলগোবেচারা বলেছেন: মোদির ৫২ ইঞ্চি ইয়ের লিলায় জন্ম নেওয়া খাঁটি ব্রাহ্মণরা ভারতীয় ব্লগে ব্লগিং না করে এইখানে কি করে?
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৯
শ্রাবণধারা বলেছেন: হা হা!
আপনারা পারেনও বটে!
আওয়ামী লীগের দেখি জামাতের মত কথা বলতে শুরু করেছে!!! আবার ঐদিকে জামাত লীগের মত সব কিছু দখল করে ফেলছে!