নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

জামাত শিবিরের যত চালাকি , ধাপ্পাবাজি !!

৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৬

যে কৌশলে ৮০ দশকে শিবির চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে জিতেছিল , ঠিক একই কৌশলে ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় গুলোতে তারা জিতল ।
কি করেছিল শিবির ১৯৮০ দশকে ? বিশ্ববিদ্যালয়ের হল সমূহের ডাইনিং মেস প্রতিমাসে ছাত্রলীগ ,জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল সংগঠনের নেতারা পরিচালিত করতো মাসের হিসাবে, একেক মাসে একেক দলের নেতাকে ডাইনিং মেস পরিচালিত করতে দেওয়া হোত । শিবির ছিল ধিকৃত এবং তাদের কোন সমর্থন ছিল না ছাত্র সমাজে। ডাইনিং মেসের প্রতিমাসে যে ফান্ড ছিল সেটা দিয়ে খুব ভালো মানের খাদ্য সরবরাহ করা সম্ভব নহে ।
শিবিরের পক্ষ থেকে প্রচার করা হয় --- ডাইনিং মেসের ম্যানেজাররা মেসের ফান্ড থেকে টাকা পয়সা আত্মসাত করে , তাই খাবারের মান ভালো নহে । এমন প্রচার যখন তারা চালাছিল, তখন তাদের বলা হোল তোমরা কি মেস ম্যানেজার হয়ে ভালো খাবার দিতে পারবে কিনা ? তারা সাথে সাথে রাজি হয়ে গেল । তারপরে দেখা গেল যে মাসে যে হলে শিবিরের নেতারা ডাইনিং মেসের ম্যানেজারের দায়িত্ব পালন করে, সেই মাসে খাদ্যের মান খুবই উন্নত হয়ে যায় এবং পরের মাসে যখন অন্য সংগঠনের নেতারা মেস পরিচালনা করে, খাবারের মান আবার খারাপ হয়ে যায় , আবার যখন শিবিরের নেতারা কোন হলের মেসের দায়িত্ব নেয় তখন আবার খাবারের মান উন্নত হয়ে যায় ।
সাধারণ ছাত্রদের এই ঘটনাটা খুবই প্রভাবিত করে , তাদের সামনে প্রমাণ শিবিরের নেতারা সৎ , তারা চুরি করে না , তাই খুব ভালো মানের খাবার তারা মেসে সরবরাহ করতে পারে কিন্তু অন্য সংগঠনের নেতারা অসৎ , টাকা পয়সা আত্মসাত করে তাই তারা যখন মেসের ম্যানেজার হয় তখন খাদ্যের মান নীচে নেমে যায় ।
যার ফলশ্রুতিতে চাকসু নির্বাচনে শিবির বিজয় অর্জন করে ।

পরে শুভংকরের ফাকিটা যখন প্রকাশ হয়ে যায় , তখন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরে দখলে চলে যায় । কি ছিল সেই ফাকি -- যে মাসে শিবিরের ছাত্ররা মেস পরিচালনা করতো , ঐ সব মাসে জামাতের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করা হোত ডাইনিং এ উন্নত মানের খাবার দেওয়ার জন্য এবং এই ভাবে বিভ্রান্ত করে তারা সাধারণ ছাত্রদের সমর্থন আদায় করে।

একই কৌশলে ২০২৫ সালের বিশ্ববিদ্যালয় গুলির নির্বাচনে শিবির দলিয় টাকা খরচ করে সাধারন ছাত্রদের আস্তা অর্জন করে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৯

সৈয়দ কুতুব বলেছেন: শিবিরের দখলে যখন চলে যায় চবি আমার মেঝো মামা সে সময় চবির ছাত্র ! সব ঘটনা খুলে বলেছেন। আরো অনেক বিষয় ছিলো। শিবিরের হাতে চলে গিয়েছে তো কি হয়েছে? এসব ডাকসু, চাকসু যদি এতই ম্যাটার করতো তবে জামায়াত ইলেকশনের আগে এতো ঝামেলা করতো না।

এখানে অন্য প্লান আছে।

২| ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৪

ধুলো মেঘ বলেছেন: জামায়াতের এত টাকা পয়সা যে সামান্য ডাইনিং এঁর মাণ উন্নয়নের জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করবে? এইসব বুজরুকি কইত্থিকা শিখছেন? খোঁজ নিয়া বলেন তো এখন যে ঢাবির খাবারের মান এত ভালো হইল, তার ট্যাকা কইত্থিকা আসছে?

ছাত্রী হলে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিনের টাকা কে দিছে?

ছাত্রীদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং এর মত ব্যয়বহুল মেডিকেল চেকাপ যে বারডেম বিনামূল্যে করে দিতেছে - এইটা জামায়াতের কোন ব্যবসা প্রতিষ্ঠান স্পন্সর করছে?

ঢাবি থেকে সমস্ত অবৈধ দখলদার উচ্ছেদ করার মত মহা ক্ষমতা জামায়াতের কোন নেতা তাদেরকে দিছে?

আপনাদের বুজরুকির সোনালী সময় আপা নিজের পকেটে ভইরা ইন্ডিয়া ভাগছে। এখন আর এইসব মানুষ খাবেনা।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩২

নতুন বলেছেন: যদি শিবিরের তত্বাবধানে ছাত্ররা উপকৃত হয় তবে

চেতনা বিক্রিকারী ছাত্রলীগ আর দূনিতিবাজ ছাত্রদলকে কেন ছাত্ররা ভোট দেবে???

ছাত্রদের সামনে ভালো কাজ করে তাদের দিকনর্দেশনা দেবার সুযোগ ছাত্রলীগ তো পেয়েছিলো, সেটা না করলে ছাত্ররা যারা ভদ্রব্যবহার করে, মেধাবী তাদের অনুসরন করবে সেটাই সাভাবিক তাই না???

৪| ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৩

আমি নই বলেছেন: হল ক্যান্টিনের ম্যানেজারদের দাবী ছাত্রলীগের ছেলেদের ফ্রি খাওয়াতে হত, চাদা দিতে হত। এখন ফ্রীও বন্ধ, চাদাও বন্ধ তাই খাবারের মান আগের থেকে বেড়েছে।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: জামাত শিবির কোনোদিন ভালো হবে না।
এরা দেশের শত্রু। সেই ১৯৫২ সাল থেকেই।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৩

রাসেল বলেছেন: জামাত শিবির অসৎ। ছাত্রলীগ ছাত্রদলও চুরি বাটপারি চাঁদাবাজির সাথে জড়িত। মহামান্য আদালতের উপস্থিতিতেই চুরি বাটপারি চাঁদাবাজি হয়। আর সাধারণ জনগণ মহামান্য আদালতকে সম্মান করবে, অন্যথায় আইনের প্রতি অসম্মান দেখানো হবে।

৭| ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৩

মেঘনা বলেছেন: আরবদের তেলের টাকাই মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ।

৮| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.