| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। পরিচয়টি যেহেতু বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে হয়েছিল, তাই হাদির মনে কোনো সন্দেহের অবকাশ তৈরি হয়নি।
কিন্তু সময়ের পরতে পরতে সত্যটা স্পষ্ট হয়ে উঠছে। হাদির চারপাশে যাদের ‘সহযোগী’ হিসেবে দাঁড় করানো হয়েছিল, তারাই ছিল শিবিরঘেঁষা ঘাতকচক্রের অংশ।
আজ হাদির লাশকে পুঁজি করে যে রাজনীতি চলছে, তা নিছক শোকের নয়—এটি পরিকল্পিত ক্ষমতালোভের নির্মম খেলা। এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে, হাদির মৃত্যুকে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী সাদেক কাইয়ুমকে ওই আসনে নির্বাচিত করার পথ সুগম করতে চাইছে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি রাজনীতির নামে বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা। হাদির স্মৃতি আর আত্মত্যাগকে ঢাল বানিয়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, ইতিহাস তাদের ক্ষমা করবে না। সত্য চাপা থাকে না—সময়ই তার সবচেয়ে বড় প্রমাণ ।
সংগৃহিত ::::::::::::::::::::::::::::::::::
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩১
এ আর ১৫ বলেছেন: খুব সত্য কথা বলেছেন !
২|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৮
বাকপ্রবাস বলেছেন: ফেইসবুক থেকে সংগৃহিত পোষ্ট মেরে নিম্ন মানের প্রপাগান্ডা করা হচ্ছে। বিশেষ করে সালমান এর বিষয়টা। জামাত শিবির পাজ্ঞেরী শিল্পগোষ্ঠী নাম দিয়ে যে চর্চা করে আসছিলেন সেগুলো নিম্নমানের এবং শিল্প সম্মত নয়, সালমানরা সেই অবস্থা থেকে তুলে আনবে নিশ্চিত। তায় তার পেছনে লেগে থাকা।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৯
এ আর ১৫ বলেছেন: সমস্ত তথ্য উপাত্ত জামাত শিবিরের বিরুদ্ধে যাচ্ছে । দেশবাসির দৃষ্ঠি অন্য দিকে নেওয়ার জন্য প্রথম আলো- ডেইলি স্টারে আক্রমন, ছায়ানটে উদিচীতে আগুন ধবংস লিলা , জাস্ট মানুষকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়া । আওয়ামী লীগের নেতাদের বাড়ীতে আগুন , ধর্ম অমাননার মিথ্যা অভিযোগে দিপু রায়কে পুড়িয়ে হত্যা করা ইত্যাদি ।
বিএনপি পর্যন্ত জামাত শিবিরকে অভিযুক্ত করেছে । খুনিকে জামাতই বাংলাদেশে লুকিয়ে রেখেছে । তাকে জামাত মেরে ফেলেছে হয়ত । ভারতে খুনি পালালে এবং সেখানে ধরা পড়লে থলির বিড়াল বের হয়ে যাবে, তাই জামাত তাকে ভারতে পালাতে দিবে না, সে এখন জামাতের কাস্টিডিতে আছে এবং বেগতিক দেখলে গুম করে ফেলবে ।
৩|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬
আমি নই বলেছেন: নেশা কম করেন আর আপনার নিজের দেশ নিয়ে ভাবেন। ফয়সালের আইনজীবি কে ছিল সুপ্রীম কোর্টের ওয়েবসাইটেই নাম আছে, আপনার গোবর খাওয়া মাথায় প্রেশার নিতে হবেনা।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
এ আর ১৫ বলেছেন: ফয়সালের প্রধান আইনজীবি জামাতের শিশির মনির এবং তার সহকারি আইনজীবি ছিল বিএনপির কায়সার কামাল । শিশির মনি তাকে সহযোগিতা করার আরো অনেক আইনজীবি রাখতে পারে ।
৪|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
কিরকুট বলেছেন: কোন দিন শুনেছেন চোর নিজের দোষ স্বিকার করে ।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮
এ আর ১৫ বলেছেন: চোর নিজের দোষ ঢাকার জন্য অনেক তালবাহানা করতে পারে । জামাতের অবস্থা তাই । দুই দুইবার শিশির মনি ফয়সালের জামিনের ব্যবস্থা করেছে । ধন্যবাদ
৫|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫০
আমি নই বলেছেন: লেখক বলেছেন: ফয়সালের প্রধান আইনজীবি জামাতের শিশির মনির এবং তার সহকারি আইনজীবি ছিল বিএনপির কায়সার কামাল । শিশির মনি তাকে সহযোগিতা করার আরো অনেক আইনজীবি রাখতে পারে ।
শিশির মনির আপনাকে ফোন করে বলেছে? নাকি স্বপ্নে দেখেছিলেন?
ফয়সালের জামিন আদেশের কপি অনুযায়ি ফয়সালের জামিনের পিটিশন ফাইলকারী আইনজীবীর নাম ছিল এডভোকেট মাহফুজুর রহমান এবং এডভোকেট কায়সার কামাল।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৯
এ আর ১৫ বলেছেন: সেটা প্রচার করা হচ্ছে ফেসবুক পেজে কিন্তু বিএনপি নেত্রী নিলুফার মনি যিনি নিজেই একজন আইনজীবি তিনি কনফার্ম করেছেন বিএনপির এই দুইজন আইনজীবি জামাতের শিশির মনির এসিসটেন্ট হিসাবে কাজ করে ।
৬|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: ফয়সাল একজন আও্য়ামী সন্ত্রাসী ছিলো। তার নাম আদাবরের কমিটিতে আছে । কোয়েশচেন উঠেছে যে তাকে কেন জামিন দেয়া হয়েছিলো ? যেখানে একজন আও্য়ামী সুশিল জামিন পায় না সেখানে এই মারডারার কেমনে জামিন পেলো ? ফয়সাল কেন আরমস লুট করতে গিয়েছিলো গতবছর আমরা জানি না । এ থেকে বুঝা যায় সে পেশাদার কিলার ছিলো; ইহা পুলিশ ঠিকই জানে । উহাকে এজেনসির লোক flipped করিয়ে কাজটি করিয়েছে ; এখানে গভীর খেলা চলছে ।
খোজ নিলে দেখা যাবে ফয়সাল গতবছর জুলাই আপরাইজিং এর সময় লীগের হয়ে মাঠে নেমেছিলো। এগুলো হইতেসে গিয়া এসেট। এরা কার হয়ে কাজ করে সেটা আমরা সাধারণ জনগণ কোনোদিন বুঝবো না । তবে লাভ হয়েছে লীগ-জাশি-বিএনপি তিন দলের । লস হয়েছে ওসমানির হাদির পরিবারের । ![]()
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৪
এ আর ১৫ বলেছেন: আপনার ছাগলামি কি বন্ধ হবে না ? এই প্যাচালের জবাব আগের পোস্টে দেওয়া হয়েছে । ফয়সাল ছিল লুংগির নীচে লুকিয়ে থাকা শিবির ছাত্রলীগের ভিতরে , সাদেক কায়েম, হাসনাত, সারজিসদের মত । আপনি নিজেই তো আওয়ামী লীগের লুংগির নীচে ছিলেন, ঐ পোস্টে অনেকে ক্লিয়ার করেছে । ফয়সাল আপনার মতই লুংগির নীচে ছিল ।
৭|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ওসমান হাদী কে
একটা টোকাই, আন্দনলনে কি তার অবদান? কথিত কোটা আন্দোলনে কেউ তাকে দেখেছে?
ছিল মাদ্রাসার ফাজিল পাস। সাদিক কায়েম, আসিফ নাহিদ মাহাফুজদের মত মাদ্রাসা থেকে আগত।
এরা সবাই হাসিনার মাদ্রাসা ডিগ্রিকে উচ্চমাধ্যমিক সমমান ঘোষনা করা বদান্যতায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার পেয়েছিল।
৫ ই আগস্ট এর আগে এরা খুনি ফয়সাল সহ সবাই ছিল সাদিক কায়েমদের সাথে ছাত্রলীগ হিসেবে লুঙ্গির তলার ছাত্র শিবির হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তির্ন হতে না পেরে হাদি ছিল মাদ্রাসা কোটায় একটি ছোট বিশ্ববিদ্যালয়ে। কথিত কোটা আন্দোলনে তার কোন অবদান দেখা না গেলেও পরে জঘন্য অশ্লিল গালিবাজি করে বিখ্যাত হয়ে যাওয়া। এখন তো তারে একেবারে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হলো।
৫ ই আগস্ট এর পরে এই হাদি-ফয়সল গং বিভিন্ন শিল্পপতিদের ফ্যাসিবাদের দোসর অপবাদ দিয়ে গ্রেফতার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল। করেই যাচ্ছিল। আর এইসব করতে করতে হাদি সহযোগী ফয়সল একবার গ্রেপ্তার হয়েছিল ভুল যায়গায় এই ধরনের অর্থ চাঁদাবাজি করার দায়ে অস্ত্রসহ। পরে স্বজাতি বুঝতে পেরে হাদি-ইউনুস গঙ্গের হস্তক্ষেপে দ্রুততার সাথে জামিন দেওয়া হয়।
এরপর আবার বছর ব্যাপি এই ধরনের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে যাচ্ছিল এই শিবির গ্রুপ।
এখন মিডিয়া তো স্বাধীনভাবে কিছু বলতে পারেনা, যদি পারত তাহলে বলতো এই বিশাল অংকের চাঁদাবাজির ভাগ নিয়ে অন্তর কলহে তাদের দলের একজন তাকে গুলি করে।
বিবিসি অবস্য তাৎক্ষণিক রিপোর্ট করেছিল প্রত্যক্ষদর্শীদের বিবরণ দিয়ে। যে গুলি করেছিল ফয়সল তার ঘনিষ্ঠ পুরোনো সহযোগী।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৩
এ আর ১৫ বলেছেন: হাদিকে কেউ চিনত না , সে লাইম লাইটে আসে গোপালগন্জে যখন সেনাবাহিণী হত্যাকান্ড চালায় তখন সে বলেছিল সব কটার শাউয়া ছিড়ে ফেলবে গোপলাগন্জের, আওয়ামী লীগের । তারপর তাম হয়েছিল শাউয়া হাদি
৮|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫০
সৈয়দ কুতুব বলেছেন: জাশির লোক কিভাবে ছাত্রলীগে ঢুকলো ? কত টাকা খেতেন কমিটিতে ঢুকাতে ? ইউনিভারসিটিতে জাশি পাওয়ারফুল হয়েছে ছাত্রলীগে কাজ করে । ধরে নিলাম জাশি ছাত্রলীগ কে ইউজ করেছে । একবার ভাবুন জুলাই আপরাইজিং এর সময় ফয়সাল গুলি করেছে নিরীহ জনতার উপর । তাকে আদেশ কে দিয়েছে ? আপনাদের নেতারা । তাকে বলেছে গুলি করতে সে মানুষ খুন করেছে । এর দায় কার ? আওয়ামী লীগকে খেয়ে ছিবড়ে বানিয়ে দিয়েছে শিবির ।
.
সবাইকে যার যার পলিটিক্স ওপেনলি করতে দিতে হয় ; না হলে নিজেদের ধরা খেতে হয় । গত তিনদিন এতো গোলোযোগ গেছে কেউ আপনাদের নাম মুখে নেয়নি । খালি ৭১ দিয়ে আর কাজ হবে না দাদু ।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৫
এ আর ১৫ বলেছেন: আপনাকে ছাগলামী করতে মানা করেছি আগেই , বলেছিলাম পোস্টের বিষয়বস্তুর উপরে মন্তব্য করছে । যেই ভাবে ঢুকুক ছাত্রলীগে, তারা ছিল লুংগির নীচে লুকিয়ে থাকা শিবির ।
৯|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০১
আমি নই বলেছেন: লেখক বলেছেন: সেটা প্রচার করা হচ্ছে ফেসবুক পেজে কিন্তু বিএনপি নেত্রী নিলুফার মনি যিনি নিজেই একজন আইনজীবি তিনি কনফার্ম করেছেন বিএনপির এই দুইজন আইনজীবি জামাতের শিশির মনির এসিসটেন্ট হিসাবে কাজ করে।
বিএনপি নেত্রী নিলুফার মনি বলল আর প্রমান হয়ে গেল, দুনিয়ার আর কেউ জানলনা বা খুজেও পেলনা যে ঐ দুইজন শিশির মনিরের এসিস্ট্যান্ট? যদিও কায়সার কামাল শিশির মনিরের চাইতে সিনিয়ার।
![]()
নিলুফার মনি কোথায় বলেছেন তার লিংক হবে?
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৫
এ আর ১৫ বলেছেন: What BNP leader Niluphar Moni say about Sisir Moni
১০|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০২
শ্রাবণধারা বলেছেন: ব্লগে এইটা একটা নতুন ছাগল আসছে! ফেসবুক থেকে কিছু কপি পেস্ট করে সাথে নিজের গু-মাখিয়ে ব্লগে প্রসব করে!
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৮
এ আর ১৫ বলেছেন: ছাগল তো আপনি নিজেই , ফেসবুকে এবং সামাজিক অন্যান গণমাধ্যমে এগুলো প্রকাশিত হয়েছে , অন্য মিডিয়াতে যা এসেছে সেই গুলো ফেসবুকে ও এসেছে ।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯
এ আর ১৫ বলেছেন: What BNP leader Niluphar Moni say about Sisir Moni
১১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৬
লুধুয়া বলেছেন: ISI এর আর্মি হাদি ফাদিরা নিজেরাই Frankenstein এর দ্বৈত দের বানিয়ে ছেন এবং মারা গেছে তাদের হাতে।দেশ তাকেও নরকে ঠেলে গেছেন।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন
১২|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৭
আমি নই বলেছেন: @হাসান কালবৈশাখী, তা আপনি কত পার্সেন্ট ভাগ পেতেন? আপনিও নিশ্চই ওদের সাথে ছিলেন তাছারা এত ডিটেইলস জানা সম্ভব নয়।
১৩|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
@ আমি নই
আমি পাব কিভাবে ? আমি কোথায় থাকি?
৫ ই আগস্ট এর পরে এই হাদি-ফয়সল গং বিভিন্ন ধনী লোকজন ও শিল্পপতিদের ফ্যাসিবাদের দোসর অপবাদ দিয়ে গ্রেফতার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল। করেই যাচ্ছিল। আর এইসব করতে করতে হাদি সহযোগী ফয়সল একবার গ্রেপ্তার হয়েছিল। ভুল যায়গায় এই ধরনের অর্থ চাঁদাবাজি তথা জোর করে টাকা আদায় করার দায়ে অস্ত্রসহ। পরে স্বজাতি বুঝতে পেরে হাদি-ইউনুস গঙ্গের হস্তক্ষেপে দ্রুততার সাথে জামিন দেওয়া হয়।
এরপর আবার বছর ব্যাপি এই ধরনের ভয় দেখিয়ে চাঁদাবাজি করেই যাচ্ছিল এই ছদ্ম শিবির গ্রুপ।
১৪|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১২
আমি নই বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
@ আমি নই
আমি পাব কিভাবে ? আমি কোথায় থাকি?
৫ ই আগস্ট এর পরে এই হাদি-ফয়সল গং বিভিন্ন ধনী লোকজন ও শিল্পপতিদের ফ্যাসিবাদের দোসর অপবাদ দিয়ে গ্রেফতার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল। করেই যাচ্ছিল। আর এইসব করতে করতে হাদি সহযোগী ফয়সল একবার গ্রেপ্তার হয়েছিল। ভুল যায়গায় এই ধরনের অর্থ চাঁদাবাজি তথা জোর করে টাকা আদায় করার দায়ে অস্ত্রসহ। পরে স্বজাতি বুঝতে পেরে হাদি-ইউনুস গঙ্গের হস্তক্ষেপে দ্রুততার সাথে জামিন দেওয়া হয়।
এরপর আবার বছর ব্যাপি এই ধরনের ভয় দেখিয়ে চাঁদাবাজি করেই যাচ্ছিল এই ছদ্ম শিবির গ্রুপ।
আপনি যেখানেই থাকেন ভাগ না পাইলে জানেন কেমনে? পত্রিকা পড়ে আমরা জানতাম ফয়সাল ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল, কিন্তু আপনি বলতেছেন চাঁদাবাজি। আপনি সহযোগী না হলে এত সিউর বলেন কেমনে ডাকাতি না চাঁদাবাজি? আর ফয়সালকে হাদির সাথে ২০-২৫ দিন থেকেই দেখা যাচ্ছে, এর আগে কখনও দেখা গেছে বলে শোনা যায় নাই, কেউ কোনো প্রমানও দেয় নাই। আপনি সহযোগী না হলে এই সিক্রেট জানলেন কেমনে?
পোষ্ট দাতা দাবী করেছে জামাতের নেতার ছেলে হাদির সাথে ফয়সালের পরিচয় করিয়ে দিয়েছে (নির্বাচনে ক্যাম্পেইনে সহযোগীতার জন্যে) আপনি বললেন ৫ আগস্ট পর থেকেই এক সাথে চাদাবাজি করে। তাহলে কে মিথ্যা বলতেছে, পোষ্টদাতা না আপনি??
১৫|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯
এনামেল হউক বলেছেন: @হাসান কালবৈশাখী, খুব জ্বলে, না? এই 'টোকাই' তোর মা হাসিনা থেকে কতগুণ জনপ্রিয়, আর তোর বাপ মুগিব থেকে কত বেশি ভালবাসার, ঐটা তো কালকে দেখে denial এ চলে গেসিশ। তোদের দেখে এখন হাসতে হাসতে মরে যাওয়ার উপক্রম হইসে — হাদি যা চাইসিল, ঠিক তা-ই পাইসে। কত চেষ্টা করলি, লাভ হইল কি — মাঝখান থেকে হাদি শহীদের মর্যাদা পেয়ে গেল, মৃত্যুও হইল শুক্রবার — তোরা তো উসিলা মাত্র।
BTW, সামনে অবধারিতভাবেই এক দিন আসতেসে, যেদিন মিষ্টির দোকান বাংলাদেশে যেমন খালি হয়ে যাবে, ইউএসএ তেও হবে। ওইদিনের জন্য টেক্সাস এ গরুর মুত জমায়ে রাখ, দুঃখে বোতলের পর বোতল খাবি আর তোর আরেক বাপ মোদীর *** চুষবি।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২২
ক্লোন রাফা বলেছেন: কারন , সুদী মহাজন, আলী রিয়াজ , খলীল এবং জামাত/শিবির একই এজেন্ডা নিয়ে কাজ করছে। তাই সরকারের শতভাগ সমর্থণ আছে।