নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

হাদি কি লড়াকু সৎ এবং নিবেদিত প্রাণ নেতা ?

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৬

হাদি কি লড়াকু সৎ এবং নিবেদিত প্রাণ নেতা ?

জুলাই আন্দোলনে তিনি প্রথম সারির নেতা ছিলেন না , তাকে কেউ চিনতো না কয়েক মাস আগে ও ।

জুলাই জংগীদের গোপালগন্জের বঙ্গবন্ধুর সমাধি ধবংসের প্রচেষ্ঠা যখন ব্যর্থ হয়ে যায় এবং সেনাবাহিণী যখন গুলি করে বহু জনকে হত্যা করে, ধবংস চেষ্ঠা ব্যর্থ হয়ে যাওয়ার জন্য যখন জুলাই জংগীরা হতাশ , তখন হঠfৎ অপরিচিত এক নেতা ঘোষনা করলো , আওয়ামী লীগের সবার শাউয়া ছিড়ে ফেলবে, তখন এই নেতা পরিচিত হন, যার নাম ওসমান হাদি ।

এর পর তিনি শত কোটি টাকা কামিয়ে ফেলেন এবং রাতারাতি নতূন দল গঠন করে ফেলেন , সৎ হাদি কি করে এত টাকা পেল এবং কোথা থেকে পেল , সেটা বুঝতে কোন বিশেষ গবেষনার প্রয়োজন নেই ।

রাতারাতি তিনি খুব সৎ বাক্যের একজন নেতা হয়ে ঊঠেন, যদি ও এগুলো জাস্ট মুখের কথা বাস্তবে তিনি ঠিক তার উল্টা।

তিনি ঘোষনা দিলেন এক পর্যায়, তাকে টাকা দিলে, তিনি মব সন্ত্রাস চালাবেন, মুর্তি ভাষ্কার্য ভেংগে আসবেন এবং গালাগালি করবেন ইত্যাদি ।

এই গুণাবলির জন্য তিনি অবশ্যই একজন সৎ , নিবেদিত প্রাণ লড়াকু নেতা ।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৯

কিরকুট বলেছেন: হাদি নেতা? পাড়া মহল্লার গালিবাজদের নেতা বানায় কারা?

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২২

এ আর ১৫ বলেছেন: জুলাই বিপ্লবিরা ।

২| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২০

রাসেল বলেছেন: হাদি লড়াকু সৎ এবং নিবেদিত প্রাণ নেতা, এই তত্ত্বে বিশ্বাসী না হয়ে বলছি- তাকে হত্যা করা কি গ্রহণযোগ্য? যারা এভাবে হত্যার পক্ষে কথা বলে, তারা প্রকৃতপক্ষে অন্যায়ের সমর্থক।
আপাতত প্রধান আসামি ফয়সাল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে আশাকরি জেনেছেন।

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৫

এ আর ১৫ বলেছেন: কোন হত্যাকান্ড গ্রহণযোগ্য নহে , তবে তার হত্যার পিছনে জামাত শিবিরের ভুমিকা স্পষ্ঠ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২০

মেঘনা বলেছেন: এই বাইনচোদ নেতার কবর হয় নজরুলের কবরের পাশে। বাংলাদেশের মুসলমানদের মত বোকাচোদা জনগণ পৃথিবীর আর কোন দেশে নাই।

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৫

এ আর ১৫ বলেছেন: এটা আমাদের দু:ভাগ্য ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

আলামিন১০৪ বলেছেন: তোমার বঙ্গবল্টু স্বাধীনতা বিরোধী ছিল, সেটা জান?

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৬

এ আর ১৫ বলেছেন: না ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: দেশ এখন জঙ্গীদের হাতে।

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

এ আর ১৫ বলেছেন: এই ব্লগ ও জংগিতে ভরে গেছে । একজনকে তো আপনিও চেনেন যিনি প্রগতিশীলদের লুংগির নীচে ছিলেন এবং এখন রাজাকার রুপে প্রকাশিত হয়েছেন ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: একটা জিনিস বুঝলাম না : আপনি হাদিকে নিয়ে এত লিখছেন কেন ? হাদি আপনার কোন পাকা ধানে মই দিয়েছে ? তাকে গুলি করা হয়েছে সে মারা গেছে । মানুষের তাকে নিয়ে শোকাহত হলে আপনার কেন গায়ে লাগে ?

আপনি নিজের দলের লোকদের কথা লিখেন । হাদি কি ছিলো সেটা আপনার থেকে কেউ শুনতে চায় না ।

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮

এ আর ১৫ বলেছেন: তাকে কে বা কারা মেরেছে সেগুলো নিয়ে লিখেছি । তাকে রাতারাতি সৎ, বিশুদ্ধ , লড়াকু নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্ঠা হচ্ছে গোটা মিডিয়া ব্যপি, তাই তার আসল রুপটা প্রকাশ করাটা কি উচিত নহে ?

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০

শ্রাবণধারা বলেছেন: সৈয়দ কুতুবের সাথে একমত।

হাদি লড়াকু সৎ না অসৎ, কিংবা অনিবেদিত - এগুলো নিয়ে ব্লগে আলোচনা হতে পারে। কিন্তু এই আলোচনা সুস্থ মস্তিষ্কের ব্লগারের কাছ থেকে শুনতে চাই। আপনার থেকে নয়। কেননা আপনি অসুস্থ এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী।

আপনার কাছ থেকে আপা বা কাউয়া কাদের, অথবা হাসান মাহমুদের মূত্রের যে কত গুণ এই ধরনের লেখা চাই! :)

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

এ আর ১৫ বলেছেন: এই নোংড়া মুখের একজনকে যারা সৎ বলিস্ঠ লড়াকু মনে করে , তারাই প্রকৃত মস্তিষ্ক বিকৃত । এই ধরনের লোকদের কাছে স্বাভাবিককে বিকৃত মনে হবেই ।
আপনার এখন হাদির মুত্রের গুণগানে ব্যস্ত । শাউয়া ছিড়ার মন্ত্রে দিক্ষিত ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
৫ ই আগস্ট এর পরে এই হাদি গং বিভিন্ন শিল্পপতিদের ফ্যাসিবাদের দোসর অপবাদ দিয়ে গ্রেফতার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল। করেই যাচ্ছিল। আর এই হাদির সহযোগী ফয়সাল একবার গ্রেপ্তার হয়েছিল এই ধরনের অর্থ চাঁদাবাজি/এক্সটরশন করার দায়ে অস্ত্রসহ।
হাদি কত টাকার মালিক হয়েছে? একাউন্ট ডিটেইলস? জানেন?
গুপ্ত শিবির হাদির একাউন্ট ডিটেইল প্রকাশ করার সাহস পায়নি সরকার। তবে হাদির চ্যালা ঘনিষ্ট সহযোগি খুনি ফ্যসলের ব্যাঙ্ক একাউন্টেই পাওয়া গেছে ১২৭ কোটি টাকার বেশি। তাহলে বলেন একটা টোকাই যার কোন পেশা নেই তার একাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে ব্যাঙ্ক কিছু বলছে না সরকারি দুদক কিছু বলেছে না।
তাহলে হাদির একাউন্টে কত আছে

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০

এ আর ১৫ বলেছেন: ইনি নাকি সৎ উদার এবং জনদরদি নেতা !!!

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩

হাসান রাজু বলেছেন: হাদি কি লড়াকু সৎ এবং নিবেদিত প্রাণ নেতা ?
- হ্যা । (আপনার পোস্ট পড়ে এটা স্পষ্ট বুঝা যায়। )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.