| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬ বৎসরে লক্ষ লক্ষ গুম এবং গুম কমিশনের প্রতিবেদন
লক্ষ লক্ষ রাজনৈতিক গুমের কাহিণী কিন্তু গুম কমিশন খুজে পেল ২৮৭ জন ।
৯৯% গুম দেশের রাজনীতির বহি:ভূত ।
বহু জন নিখোজ হয়েছে, আফগানস্থানে সিরয়াতে জিহাদ করতে গিয়ে।
বহু জন নিখোজ হয়েছে, নৌকা ডুবিতে অবৈধভাবে বিদেশে গমন করতে গিয়ে।
লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার সুধার করিয়া গুনিয়া দেখি ২৮৭ ।
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৩
এ আর ১৫ বলেছেন: অনেক সত্য কথা বলেছেন, ভাই !
২|
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৪
সৈয়দ কুতুব বলেছেন: মাসুদা ভাটটির মতো লীগের ঘি খাওয়া মানুষকে রেফারেনস হিসাবে ইউজ করা আপনার বলদামির পরিচয় বহন করে । মিস মাসুদা সাহেবা একবার একজন বেগুন গবেষককে লাইভ টিভিতে অপমান করেছিলেন যা দেখে এডুকেটেড পিপল অবাক হয়েছিলো। এত নোংরা মানসিকতার মানুষকে কেউ রেফারেনস হিসাবে ইউজ করতে পারে ভাবতেই পারছি না ।
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:১৩
এ আর ১৫ বলেছেন: আহাম্মকের মত কথা বলা কি রক্তের দোষ , প্রতিবেদনে কি মিথ্যা আছে সেটা প্রমাণ করে কিছু লিখেন , কোনটা তথ্য মিথ্যা । লক্ষ লক্ষ গুম হয়েছে কিন্তু খুজে পেলাম ২৮৭ টা যাদের বেশির ভাগ অন্য দেশে জিহাদ করতে গিয়ে গায়েব হয়েছে বা নৌকা ডুবিতে মারা গেছে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ।
মাসুদা ভাট্টি নোংড়া কিন্তু শাউয়া হাদি মহা পবিত্র ।
৩|
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৪
সৈয়দ কুতুব বলেছেন: একজনও যদি গুম হয় সেটা ভয়ানক , একজন যদি crossfire এ মারা যায় সেটা crime । লাখ লাখ থেকে ২৮৭ জনে নেমে আসলেও সেটা হালকা হবে না ।
হাদির সাথে মাসুদা সাহেবার কি করে তুলনা হয় ? একজন পলিটিকাল নেতা আর একজন সিভিল সোসাইটির মানুষ ।
৪|
০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: আসলে কাউকেই গুম করা হয় নাই।
গুম হচ্ছে গুজব। এই গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৬
অগ্নিবাবা বলেছেন: হা হা হা।
এদিকে আগস্ট ২০২৪ – জুলাই ২০২৫:
Global Center for Democratic Governance নামে একটি আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, এই এক বছরের মধ্যে প্রায় ৬৩৭ জন মব পিটুনিতে নিহত হয়েছে।
আমার যদিও বাংলাদেশের ব্যাপারে কথা বলা উচিত নয়, তবুও বাংলাদেশে কেউ পাদ মারলেও সেই দোষ ভারতের উপর পড়ে তাই একটু আধটু নাক গলাই।