![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা/মা, তোর রোজা রাখতে হবেনা,
তোর অনেক কষ্ট হবে।
তোর স্বাস্থের ক্ষতি হবে (ইয়ায়ায়ায়া মোটা থাকলেও এই কথা গুলুই বলে) নাউজুবিল্লাহ।
ধিক্কার জানাই এইসব মা-বাবা দের।
এই মা-বাবারা নিজেই তো বুঝতেছেনা যে নিজেদেরকে নিজেরাই বাশঁ দিচ্ছে। কতো ভয়াবহ আযাব যে,তাদের জন্য উপেক্ষা করতেছে তা কখনই চিন্তা করতেছেনা !!
২| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫১
মশামাছি ভ্যানভ্যান করে বলেছেন:
তোর স্বাস্থের ক্ষতি হবে (ইয়ায়ায়ায়া মোটা থাকলেও এই কথা গুলুই বলে) নাউজুবিল্লাহ।
ব্যাটা বুরবাক কাহিকা, গীবত কারে কয় জানিস? আসছিস ধর্মের বাণী শুনাইতে।
নিজের প্রোফাইলে আবার লিখে রাখছিস ইসলামের পথে আছি। নিজেকে আরো কঠোরভাবে ইসলামের সাথে জরাতে চাই।
ইয়াহুদি নাসারাদের ইন্টারনেটে ব্যবহার না করে মুসলিমদের বানানো ইন্টারনেট জাতীয় কিছু থাকলে সেগুলো ব্যাবহার কর। গর্ধভ কাহিকা।
৩| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরীক্ষার সময় বাবা মায়ের এসব আদিখ্যেতা আরো বেড়ে যায়....ধিক..
৪| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
Md Ali Reza Raju বলেছেন: ভাই, রোজা রেখে আপনাকে কিছুই বলা নাই।
আপনার বক্তব্য শুনে আমি খুব ভয় ও পেয়েছি।
জানিনা আপনি কতো বড় আলেম।
কতো বেশি ভদ্র আপনি আল্লায় ঈ জানেন ।
আমার যা ভালো মনে হয়েছে, তাই আমি আমার মন থেকে তুলে ধরেছি, জানিনা কতোটা ভুল বা শুদ্ধ ছিলো। তাছাড়া আমার দিক থেকে ভুলের তেমন কিছু দেখিওনা।
তাছাডা আমার ভুল দিক গুলি আপনি বলতেও পারতেন।
৫| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
Md Ali Reza Raju বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
Md Ali Reza Raju বলেছেন: হ্যা ভাই।
একদম ঠিক কইছেন।
কিন্তু পরীক্ষার সময় যেটা সেটা তো আর তেমন খারাপ দিক না।
৭| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরীক্ষার সময় রোজা রাখতে অসুবিধা কোথায়?@reza
৮| ২৮ শে জুন, ২০১৬ রাত ৮:২১
Md Ali Reza Raju বলেছেন: সরি ভাই।
আপনার আগের মন্তব্য টা আমি তেমন বুঝতে পারিনি।
আমি ভাবছিলাম আপনি তাদের ন্যাকামির কথা বলেছেন।
ওখানে যে আপনি ডট ডট এর মধ্যে রোজা বুঝিয়েছেন তা আমি বুঝিনি।
পরীক্ষা থাকলে কি হইছে !! রোজা তো রাখতেই হবে বাধ্যতামূলক।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫০
নবিন ব্লগার বলেছেন: আপনার সাথে একমত পোষণ করলাম