![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Abdullah Rana
ৃ ইদানিং ধর্ম নিয়ে বাঙালি হঠাৎ খুব উদ্বিগ্ন হয়ে গেছে। অবশ্য বিষয়টাকে উদ্বিগ্ন না বলে উদ্বিগ্ন করার চেষ্ঠা চলছে বললেই ভাল। বিএনপি সমর্থিত আমার এক বন্ধু গতকাল আমাকে ভর্ৎসনা করলো এই বলে যে, আপনি একজন মুসলমান হয়ে কি ভাবে শাহবাগীদের সাথে একাত্ম হলেন। জানেন আমি খুব অবাক হয়ে যাই যখন বিএনপির কোন নেতা/কর্মী/সমর্থককে ইসলাম নিয়ে খুব উদ্বিগ্ন দেখি। আমি কিছুতেই মেলাতে পারি না, একজন বেপর্দা, গীবতকারী মহিলার নেতৃত্বে (যার জীবনাচারে কোথাও ধর্মীয় রীতির অনুসরন দৃশ্যমান নয়) এই তরুন-যুবা মুসলমান সমাজ কি করে ইসলামের কথা বলে?
অনেকে জামাত শিবিরের উপর সরকারের তৎপড়তায় ভড়কে গিয়ে অনেক মানবতাবোধের কথা বলেন, সোচ্চার হন পৈশাচিক, বর্বর পুলিশি আচরন নিয়ে। যথার্থ। আমরা সকল মানবতা বিরোধী অপরাধের শাস্তি চাই। কিন্তু ভাইয়েরা, আমার কয়েকটি কথা আছে। একটু উত্তর দিলে খুশি হব-
১. শাহবাগের সবাই নাস্তিক এই ফতোয়া দেবার মত ধর্মীয় জ্ঞান কি আপনাদের আছে? আপনি কি করে শাহবাগীদের নাস্তিক বলেন? আপনার ধর্ম কি অজ্ঞাত মানুষ সম্পর্কে এরকম গীবত গাওয়া অনুমোদন করে?
২. জামায়াতে ইসলামের আন্দোলনে যখন জামাতীরা পুলিশকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলেছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, রাস্তায় এম্বুলেন্স থামিয়ে রেখে একজন কোরানে হাফেজ-এর মৃত্যু নিশ্চিত করে তারপর এম্বুলেন্স ছেড়েছে তখন আপনাদের কি একবারও ঐ নরপশুর দলের হত্যাকান্ড হত্যাকান্ড বলে মনে হয় নি? নাকি সেটা আপনাদের তথাকথিত জেহাদ বলে মনে করেছেন?
৩. যখন এই নরপশুর দল বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে, তখন কোথায় ছিল আপনাদের মানবতাবোধ, কোথায় ছিল আপনাদের বিবেক? এই পতাকা অর্জনের জন্য এই নরপশুদের হাতেই ৩০ লাখ মানুষের রক্ত গড়ায় নি বাংলার মাটিতে? দুই লাখ মা-বোনের ইজ্জত হারানো কি আমরা দেখিনি বাংলার মাটিতে? তখন আপনারা কোন পক্ষে ছিলেন?
৪. জুম্মার নামাযে সালাম ফেরানোর আগেই যখন জামাতীরা পুলিশের উপর বোমা নিক্ষেপ করেছিল, যখন জাতীয় মসজিদের ইমাম সাহেবকে মসজিদের ভেতর লাঞ্চিত করা হলো, যখন মসজিদের ভেতরেই জায়নামায পুড়িয়ে, মসজিদের ভেতর আগুন জ্বালিয়ে ধর্মকে ভুলুন্ঠিত করা হলো, তখন তো একবারও আল্লাহর কাছে আপনারা ফরিয়াদ জানালেন না কেউ? অবশ্য এটাও সত্যি খোদ পাকিস্তানেই তো মসজিদে মসজিদে হত্যাকান্ড ঘটানোর নজির আছে, তাই আপনারা হয়তো বলতে পারেন এটা হতেই পারে।
৫. শহীদ রাজীব যে মহানবী (স সম্পর্কে কটুক্তি করেছিল, সেটা কি আপনারা নিশ্চিত? তাহলে যে রাজীব প্রতিদিন জ্বালাময়ী লেখা লিখে ধর্মব্যবসায়ীদের ভিত নাড়িয়ে দিয়েছিল, তার হত্যাকান্ডের দিন কি করে তার লেখাগুলো (যদি সে-্ই লিখে থাকে) পোস্ট হলো? এতদিন কি কারো চোখে পড়েনি? আর যারা জ্ঞানী তারা বুঝবেন, ব্লগে রাজীবের নামে যে লেখা আপলোড করা হয়েছে তার মৃত্যুর দিন, সেটা ব্যাকডেট-এ পোস্ট দেয়া হয়েছে। এটা কেন করা হলো? ভাই, একটা মানুষকে অহিংস আন্দোলন গড়ে তোলার জন্য নৃশংস ভাবে খুন করা হয়েছে। সেই অপরাধের বিচার না চেয়ে সেই মানুষটাকে নাস্তিক বানানোর এই অপচেষ্টা কেন করছেন? কাদের স্বার্থে। ধিক আপনাদের। আপনারা মুসলিম জাহানের কলঙ্ক আর বাড়িয়েন না। এর মতাদর্শগত ভাবে জামাতে ইসলামীর সাথে ইসলামের বিরোধ ওলামা মাশায়েকরা ভাল করেই জানেন। এ ব্যাপারে তারা নিয়মিত বিবৃতি, ব্যাখ্যা দিয়ে আসছেন বহু বছর ধরে। তাহলে জামাতীদের প্রতি কেন আপনাদের এই সহানুভূতি?
জানি, আপনারা কেউ উত্তর দেবেন না। কেউ দেবেন না ইচ্ছা করে, কারন তারা জানেন তারা কাদের স্বার্থ সিদ্ধির জন্য এ ধরনের কর্মসূচি জামাত শিবির ও তাদের দোসর বিএনপি চালিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ দেবেন না, প্রকৃত তথ্য জানেন না বলে। প্রথম পক্ষের জন্য আমার কিছু বলার নেই। তাদের কে মোকাবেলা আমরা করবো আমাদের ঈমান, আকিদা আর দেশপ্রেম দিয়ে। কিন্তু দ্বিতীয় পক্ষের জন্য তো তথ্যভান্ডার উন্মুক্তই থাকলো। পড়ুন, জানুন - সব পক্ষের কথা, তারপর যুক্তি দিয়ে নিজের বিবেক বুদ্ধি দিয়ে সিদ্ধান্তে আসুন।
পরিশেষে একটা কথা বলি। ৫২-র সালের ভাষা আন্দোলনকে ভিন্ন খাতে নেবার চেষ্টায় উগ্র ধর্মীয় গোষ্ঠী প্রচারের চেষ্টা করেছিল হিন্দুদের ভাষা হলো বাংলা। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ মানুষ এবং ২ লক্ষ মা-বোনকে ধর্ষন করা হয়েছিল কাফের খতমের নামে। আর ২০১৩ সালে যখন সেই নরপিশাচদের বিচারের জন্য আমরা একতাবদ্ধ হয়েছি তখন আপনারা প্রচার চালাচ্ছেন এটাকে নাস্তিকদের আন্দোলন বলে। ভাইরে ৫২ আর ২০১৩-এর মধ্যে ৬১ বছরের ব্যবধান। সবকিছু এত সহজে ঘটবে না। বাংলার মানুষ জানে এখানে অবশ্যই কোন অসৎ উদ্দেশ্য আছে। নইলে যেভাবে আপনারা রামু তে ধ্বংসজজ্ঞ চালিয়েছেন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে, ভেবেছিলেন এবারও সফল হবেন।
কিন্তু আমরা জানি, সাতদিন চোরের গেলে একদিন অবশ্যই গৃহস্তের জন্য থাকবে। কাজেই বার বার পার পেয়ে যাবেন ভাবার কোন অবকাশ নেই।
জয় বাংলা
©somewhere in net ltd.