![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ও যন্ত্রণার মরুচরে আমি প্রপাতের ধারা ।
জন্ম থেকে শিখেছি সমুদ্র-ভাষা।এই নীলপানির কলরোল,
নিলাঘাতে হঠাৎ ভেসে উঠা একটুখানি সফেদ ফেনা,
খুব করে জমে উঠা জোয়ারের ঢেউ, বড় বেশি স্রোতের টান,
জলের তানপুরায় ভৈরবী, খসে পড়া নক্ষত্রের মতো
চড়ায় আটকে থাকা একটি নিঃসঙ্গ স্টারফিস কিংবা
শামুকের ভাঙ্গা খোলসে লুকানো রোদের রঙে
হঠাৎ বিকেল নেমে এলে
দু’হাতে তুলেছি অনুষ্ণ সমুদ্রঞ্জলি।
শিখেছি বাতাসের ভাষা। মেঘের গতিপথ।
শপথের ভঙ্গি ধরে প্রবল উদ্দাম বেগে উড়ে এলে বাতাস,
মেঘের লুকানো আবেগে হঠাৎ ভিজে এলে ঝাউয়ের শাখা,
পাশ ফিরতেই চকিতে মনে পড়ে তাকে
লবনের স্বাদ নিয়ে চলে গেছে সে
হাওয়ার পিছু পিছু ।
নীলঢেউ সাক্ষী।
©somewhere in net ltd.