![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ও যন্ত্রণার মরুচরে আমি প্রপাতের ধারা ।
চন্দ্র ছাড়া বিন্দু নিয়ে, যাপনের দিন
গুনে গুনে, বেঁচে থাকা কালে ভাবি,
বিন্দু থেকে বৃত্ত হবে, বৃত্ত থেকে
ভরপুর পূর্ণিমার চাঁদ।
প্রত্যাশা-স্বপ্ন জিইয়ে রাখি, জিয়ল
মাছের মতো, প্রত্যহ ঢেলে
হৃদয়ের কোহল, হাসি-কাঁদি-চলি,
মিশে যাই লোকালয়ে, দেখি,
খুন হয়ে যায় মানুষের বিবেক,
মানুষ মানুষের প্রতিপক্ষ, ব্যর্থ
আর্তনাদে কাঁদে প্রভুর বাণী।
পৃথিবী কুরুক্ষেত্র সমান, অবিরল
ঘোরে রথের চাকা, ঐ আসে পান্ডব,
ওই আসে কৌরব, মাঝখানে
হু হু বেহুলা বাতাস,
ওড়ে দ্রৌপদীর শাড়ি, বলো,
কাহাদের বিজয় নিশান !
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬
আসোয়াদ লোদি বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত.....
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৭
জুল ভার্ন বলেছেন: সুন্দর!!!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৮
আসোয়াদ লোদি বলেছেন: পাশে পেয়ে আনন্দিত। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: চমৎকার।