![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ও যন্ত্রণার মরুচরে আমি প্রপাতের ধারা ।
কথা ছিল হেমন্তের বিকেলে, বেড়াতে যাব আমরা,
ইচ্ছেপাখি তোমার, ডানা মেলেছে প্রবল উচ্ছ্বাসে,
নদী কিংবা সমুদ্রজলে, ধবল সরু পা দুখানি,
ভেজাবে বলে, আলতার আলপনায় রাঙিয়েছ
গভীর মনোযোগে, শহরের প্রান্তরেখা ধরে, দূরে
কোথাও হেঁটে যাবে, ছুঁয়ে দিগন্তের মায়া,
প্রকৃতির মাঝে হয়ে যাবে আত্মলীন।
তোমার প্রস্তুতি পর্ব, সহসা সমাপ্তি হবে না দেখে
আমি শেষের কবিতার পাতা উল্টাতে থাকি, আর
তুমি খোঁপায় গুঁজে নিলে একগুচ্ছ চায়নাবেলী
সুনিপুণ দক্ষতায়, চোখে টানলে কাজল রেখা,
কপালে পূর্ণ চাঁদের নীলটিপ। তারপর,
লিপস্টিকের ব্র্যান্ড বাছাই করতে করতে,
পরখ করে নিলে, নেইলপলিসের উজ্জ্বলতা,
পায়ে পায়েল বেঁধে, দেখে নিলে দর্পণে,
কেমন বাজে তা, শাড়ির বিন্যাসে-বিন্যাসে
যত সময় ওড়ে গেল, এদিকে শেষের কবিতা শেষ।
আমি বললুম, একটু ঘুমিয়ে নিলে হতো বেশ।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৮
আসোয়াদ লোদি বলেছেন: ধন্যবাদ ওমেরা, সুন্দর মন্তব্য
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার লাগলো আপনার অপরূপ সুন্দরীর সৌন্দর্য প্রত্যক্ষণের প্রস্তুতি মূহুর্ত। ছবিটিও ভীষণ সুন্দর। পোস্টে প্রথম লাইক।
শুভকামনা জানবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫২
আসোয়াদ লোদি বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম। চমৎকার মন্তব্যে মুগ্ধ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
আসোয়াদ লোদি বলেছেন: আপনার তোলা ছবি আরও মুগ্ধকর
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
ওমেরা বলেছেন: ছবিটা খুব সুন্দর ।কবিতাটাও সুন্দর তবে সাজগুজো একটু বেশী হয়েছে, এত সাজলে তো সময়ই শেষ বাহিরে আর যাওয়াই হবে না।