![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ও যন্ত্রণার মরুচরে আমি প্রপাতের ধারা ।
খড়কুটো হয়ে উড়ে মন
আমি থাকি মাটিতে পড়ে,
বাতাসে উড়ে তুচ্ছ-তৃণ
নেবে আমাকে কুড়িয়ে
ওগো ধানওড়ানি মেয়ে !
ঈশাণ কোণে মেঘ,
বাজে ঝড়ের নূপুর
দুঃখের ভেতর বসত করি
কাটে না তো অলস দুপুর।
কাঁপছে আকাশ কাঁপছে হৃদয়
কাঁপছে জলের দিঘি। তাই
ছন্দ নিয়ে বৃষ্টি আসে ধেয়ে
তুমি যে ধানওড়ানি মেয়ে !
ধূসর ধুলো অঙ্গে মেখে
অলস দুপুর যায় যে হেঁটে,
রূপালী ছুরির শানের মতো
রৌদ্র মাখা গায়ে।
বাতাস পেলে যায় যে উড়ে মন
আমি দেখি চেয়ে
তুমি যে ধানওড়ানি মেয়ে !
০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১
আসোয়াদ লোদি বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৩
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
আসোয়াদ লোদি বলেছেন: সুন্দরটুকু প্রাপ্তির ঘরে জমা থাকল।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
আসোয়াদ লোদি বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বেশ তো!
লাইক রেখে যাচ্ছি আর ভালোলাগা নিয়ে যাচ্ছি।