![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা উত্থান আর পতনের এক নিষ্ঠুর খেলা। আপনার খারাপ সময়গুলোতে হয়তো কেউ পাশে থাকবে না,
আর এটাই অনেকটা স্বাভাবিক।
বাস্তবতা আপনাকে ক্ষণে ক্ষণে মানসিক দিক থেকে দুর্বল করতে চাইবে।
আপনি কখনো উপলব্ধি করবেন যে পারস্পরিক আদান প্রদান ছাড়া আমাদের মাঝে আসলে তেমন কোনো বন্ধনই আর অবশিষ্ট নেই।
আলো আধাঁরির মায়াবী জালে আঁকড়ে থাকা এক একটা স্বার্থপর জীবন,
যারা একই পৃথিবীতে বাস করা সত্ত্বেও হয়তো ভিন্ন ভিন্ন জগতেরই বাসিন্দা। নির্মমতা আপনাকে শেখাবে যদি আপনি প্রকৃতই বুদ্ধিমান হয়ে থাকেন।
ভাগ্যচক্রের গোলকধাঁধায় আপনি পদে পদে যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হন তার কোন কিছুই আসলে অর্থহীন নয়।
জীবনের চরম সীমায় নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আর ধৈর্য্যচ্যুত না হওয়া একটা অসামান্য গুণাবলি যা আপনাকে একসময় শিখরে নিয়ে যেতে সহায়তা করবে।
আপনি বাস্তবতাকে মেনে নিয়ে আশাবাদী হতে শিখুন।
আর ধৈর্য্যই আপনাকে সহনশীল করে তুলবে।
আপনি কখনো মনোবল হারাবেন না।
©somewhere in net ltd.