![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগুলো অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পর্যায়ে অধিষ্ঠিত করেছেন, কালের পরিক্রমায় যারা বার্ধক্যে উপনীত হয়েছেন, বাস্তবতা যাদের নির্মম অসহায়ত্বের পথে ঠেলে দিয়েছে, তারা কখনোই আমাদের বোঝা নন।
আমাদের প্রত্যেকেরই তাদের প্রতি দায়িত্ব রয়েছে।
সোনার পালঙ্ক কিংবা টাকার গদিতে শায়িত রাখলেই তাদের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না । এসবের কিছুই আসলে তাদের কাম্যও নয় । একাকীত্ব তাদের প্রতিনিয়ত গ্রাস করতে থাকে, বৃদ্ধ বয়সের ভয়াবহ অভিশাপ এটা । প্রিয়মানুষগুলো তাদের পাশে থাক এটাই তাদের আরাধনা, এর বিকল্প আর কিছুই হতে পারে না । আমাদের উচিত শত ব্যস্ততার মাঝেও প্রতিটা দিন কিছুটা সময় হলেও তাদের পাশে থাকা, যেন তারা উপলব্ধি করতে পারেন তারা একা নন, একাকিত্ব যেন তাদের এতটুকুও দুর্বল করতে না পারে । তাদের আশীর্বাদ আমাদের সাফল্যের চাবিকাঠি । আমাদেরও এক সময় তাদের পর্যায়ে যেতে হবে, জরা আর বার্ধক্য আমাদেরও গ্রাস করবে, আর এটাই চিরন্তন সত্য । আমাদের নিজ নিজ কর্মের উপরই শেষ সময়ের ফল অনেকাংশে নির্ভরশীল । স্রষ্টা কখনই অবিচার করেন না । Nothing goes unpaid.
আল্লাহ আমাদের সহায় হউন ।
©somewhere in net ltd.