নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

ফেলনা

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

পুরনো একটা বাক্স চোখে পড়লো । হাত দিতেই উঠে এলো একটা আতসী কাঁচ, এক কোণে খানিকটা ফাটল ধরেছে । '৯৮ তে সংগ্রহ করা কয়েকটা কাঁচের মধ্যে এটাই শেষ পর্যন্ত টিকে আছে । প্রাইমারি স্কুলের কিছু রং পেন্সিল , '৯৭ এর সোলার ক্যালকুলেটর , সেই সময়ের কিছু স্টিকার , পিস্তল । এইতো একটা নামফলক , সায়েন্টিফিক ক্যালকুলেটর , ১০৭১০৩০ লেখা বায়োলজির সেই ইনস্ট্রুমেন্ট বক্স । ইচ্ছে করেই আর কিছু বের করলাম না । ওগুলো স্পর্শ করার মতো মানসিক শক্তি সঞ্চয়ে অপারগ আমি যেখানে ছিলো সেখানেই ফেলে দিলাম । যেন একটা চাপা অনুভুতি আমাকে গ্রাস করলো । দলাপাকা কষ্টের অনুভুতি। আসলে কোনো কিছু যতো বেশি পুরনো হয় তার মায়াজাল ততো বেশি দুর্ভেদ্য হয়ে পড়ে । তা যতো ক্ষুদ্র জিনিসই হোক না কেন । স্মৃতির ধূসর প্রান্তরে হারিয়ে যাওয়া সেই সোনালি দিন আর হাসিমাখা মায়াবী মুখগুলোর কথা আর নাই বা বললাম । পুরনো এলবামে তার কিছুটা হলেও বেঁচে থাক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.