নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ-১

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

মাঠের পাশেই বাগান আর ঝোপঝাড় থাকায় প্রায় সময়ই টেনিস বলটা ওগুলোর মধ্যে হারিয়ে যেত । এবার সবাই মিলে খোঁজার পালা । যে করেই হোক ব্যাটিংটা মিস করা চলবে না । কেউ একজন সেটা খুঁজে পেলে যার বল তার অগোচরে পকেটে চালান করে দিত । যদিও ব্যাপারটা সে ছাড়া সবাই জানতো । তবুও একটু মজা করার জন্য মুখটিপে সবাই সিরিয়াসলি খোঁজার ভান করতো আর হতাশার বানী শুনাতো । নতুন কেনা বলটা হারানোর শোকে সে যদি ব্যাটসম্যানের উপর দোষচাপাতে চেষ্টা করতো তবে শাস্তি স্বরূপ সবাই খোঁজা বাদ দিয়ে অন্যকোনো খেলা শুরু করে দিতো । এদিকে একা একা বলটা খুঁজতে খুঁজতে তার বেহাল অবস্থা । আযান শুরু হয়ে গেলে লুকিয়ে রাখা বলটা পকেট হতে বের করে তার হাতে তোলে দেওয়া হতো ।



" আসলে তোরে একটু পরীক্ষা করলাম । ফেল করছস । ছিঃ ছিঃ তুই তাইলে এই রকম..."



বেশকিছু দিন চলতো এই ক্ষেপানো । সেটা বন্ধ করতে সবাইকে বাবল গাম / গুডবয় / লগিস্টিক / বিংগো কিনে খাওয়াতে হতো ।



কমুনিকেশনের অবস্থা তখন ভয়াবহ রকমের খারাপ ছিল । সময়ের আবর্তনে সেই ছোটবেলার সঙ্গীরা সবাই একে একে হারিয়ে গেল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.