![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন তৃতীয়/চতুর্থ শ্রেণীতে পড়তাম। ছিলাম বন্দর নগরীর ২নং কলোনীতে। কলোনীর অনেকটা অংশই ছিল জঙ্গলময়, ঝোপঝাড় আর বড় বড় ঘাসের আধিপত্য। বিশেষ করে উত্তরের দিকটা। শরতের শুভ্র কাশফুলগুলো আমাদের উচ্চতাকে অতিক্রম করে যেতো। খেলাধুলার পাশাপাশি সবাই ক্যাম্প বানাতো। ক্যাম্পের লোকেশন খুঁজতে অনেকটা সময় পেরিয়ে যেতো কেননা তা হতে হবে দুর্গম কোনো স্থানে আর অবশ্যই প্রতিদ্বন্দ্বীদের অগোচরে। কিছুদিন পরপর পালাক্রমে ক্যাম্পের লিডারশীপে পরিবর্তন আসতো। লতাগুল্ম আর শুকনো খড় পাতা দিয়ে সবার জন্য আসন বানানো হতো। সেগুলো দেখতে ছিল অনেকটা বড় পাখীর বাসার মতন। আর সুবিধামতো প্রতিদ্বন্দ্বীদের সাজানো ক্যাম্পগুলো চিহ্নিতপূর্বক তছনছ করে দেয়াটা ছিল বীরত্বের কাজ। ক্লাসে পেন ফাইট আর বিকেলের ক্রিকেট ম্যাচগুলো ছিল অন্যরকম ভালোলাগার মুহূর্ত। কমিকবই, স্টিকার, চুম্বক, আতসী কাঁচ আর খেলনাগাড়ির ইন্জিন কিংবা ছোট বৈদ্যুতিক মটর সংগ্রহের প্রতি সবার কমবেশি ঝোঁক ছিল।
আলিফ লায়লা, এডভেঞ্চারস অফ সিনবাদ, রোবোকপ, রবিনহুড, হারকিউলিসের মতো প্রোগ্রামগুলো আমাদের মুহূর্তেই নিয়ে যেতো স্বপ্নজগতে। যেন প্রতিটা দিন ছিল এক একটা উৎসবের লগ্ন।
সময়ে অসময়ে কচি মনে কত কিছুই না সাম্রাজ্যের বিস্তার ঘটাতো।
দুইটাকার চকলেট, আইসক্রিম/বস্তা আর চুইংগামেই সবার সন্তুষ্টি। মুক্ত বিহঙ্গের মতো, ভারহীন নিশ্চিন্ত কিছু সময়।
কুরবানির ঈদের ২০ দিন আগে থেকেই একটা আমেজ লেগে যেতো। কুরবানির পশুও কেনা হতো বেশ আগে ভাগেই। মানুষের হাতে সময় ছিল, ইচ্ছে ছিল, ছিল অফুরন্ত প্রাণশক্তি। সবাই সাধ্যমতো চেষ্টা করতো সেগুলোর যথাযত প্রতিপালনের। কেনা পশুগুলোর প্রতি তাই অন্যরকম একটা মায়া পড়ে যেতো। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে আনন্দের পাশাপাশি কিঞ্চিৎ বেদনার মেঘমালা এসে মনের আঙ্গিনায় ভীড় জমাতো ছোটবড় সবারই। সবমিলিয়ে আনন্দ বেদনার এক মিশ্র অনুভূতি নিয়ে ঈদের দিনটা কেটে যেতো আর সবার সাথে। কুরবানির পাশাপাশি এই অনুভূতিটুকুও সমান গুরুত্বপূর্ণ। প্রতিবেশী আর অসহায়দের প্রতি মানুষের আন্তরিকতা ছিল। যখন কেউ হাসতো প্রাণ খুলেই হাসতো, কর্পোরেট ছিল না।
সময়, পরিবেশ আর পরিস্থিতি আমাদের ক্ষণে ক্ষণে বদলে দিয়েছে। আর এটাই স্বাভাবিক। তাই বলে আমাদের মনুষ্যত্বের যেন মৃত্যু না হয়, আদর্শের বিচ্যুতি না ঘটে। নিজেদের সংকীর্ণতা, প্রতিহিংসা আর সব রকমের বিকৃত চিন্তা চেতনাকে যেন কুরবানি করে দিতে পারি এই কামনায়।
©somewhere in net ltd.