![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই আঙ্গুলে "V" দেখানো একটা স্টাইলে (কারো কারো আবার মুদ্রাদোষে) পরিনত হয়েছে। কারণেই হোক আর অকারণেই হোক "V" দেখানো চাই। জাতীয় চোরেরাও এটিকে একধরনের অলিখিত প্রতীকে পরিনত করেছে বলে মনে হয়। দুর্নীতিবাজ হোক আর দেশপ্রেমিকই হোক, কৃর্তী শিক্ষার্থী কিংবা ক্যাডার, শিল্পী কিংবা মডেল সবার কাছেই এটি সমান জনপ্রিয়। আর গ্রুপ ফটোসেশনকে তো এই "V" ছাড়া অসম্পূর্ণই বলা যায়।
যদিও এ পরিস্থিতিতে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় গ্রুপ সদস্যদের মধ্যে সর্বাপেক্ষা আঁতেল জন ই এক ফাঁকে দুইটি আঙ্গুল তুলে ধরে। অতঃপর একে অপরের চাওয়া চাওয়ি এবং ফলস্বরূপ হাতে হাতে "V" ।
যেমনি করে সভা সমিতি,আলোচনা সভা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তা অথবা শিল্পীর অংশগ্রহনের পর কয়েক মুহুর্ত পিনপতন নীরবতা শেষে সহসা কোনো এক প্রান্ত থেকে দু'হাত চাপড়ানোর ক্ষীন আওয়াজটি একে একে বহু জনতার করতালিতে রূপ নেয় ঠিক তেমনি করে এই "V" ও সবার হাতে হাতে ছড়িয়ে পড়ে যেন শোভা বর্ধন করে, অসম্পূর্ণকে সম্পূর্ণ করে।
বুঝে হোক আর না বুঝেই হোক, আপনা আপনি কিংবা অন্যের দেখাদেখি, হাত উচিয়ে "V" দেখানোটাই যেন মুখ্য; উদ্দেশ্যটা কি সেটি নিতান্তই তুচ্ছ। দু'আঙ্গুলের"V"এর মাঝেই যেন জীবনের সার্থকতা।
হায়রে"V"!!
©somewhere in net ltd.